শ্রীনগর , 26 সেপ্টেম্বর : ফের ভূমিকম্প কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.8 ৷ যদিও এর প্রভাব পড়েছে শুধুমাত্র শ্রীনগর ও সংলগ্ন স্থানগুলিতে ৷ তবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি ৷
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তরফ থেকে জানানো হয়েছে , আজ বেলা 12 টা 2 মিনিট নাগাদ ভূকম্পন অনুভূত হয় ৷ কেন্দ্রস্থল ছিল জম্মু ও কাশ্মীর ৷
অন্যদিকে , শুক্রবার জম্মু ও কাশ্মীরে লাদাখ-তিব্বত সীমান্তে ভূমিকম্প হয়েছিল ৷ রিখটার স্কেলে মাত্রা ছিল 5.4 ৷ সাধারণত , কাশ্মীর একটি উচ্চ ভূমিকম্প-প্রবণ অঞ্চলে অবস্থিত । 2005 সালে অক্টোবর মাসে জম্মু ও কাশ্মীরে একটি ভূমিকম্প হয়েছিল ৷ রিখটার স্কেলে তার তীব্রতা ছিল 7.6 ৷ মৃত্যু হয়েছিল কমপক্ষে 1350 জনের । তবে এই ভূমিকম্পে পাকিস্তান অধিকৃত কাশ্মীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল ।