ETV Bharat / bharat

কোরোনায় আক্রান্ত আরও 12 CRPF জওয়ান

ময়ূর বিহারে CRPF-এর 31 নম্বর ব্যাটেলিয়নের 1হাজার 100 জন জওয়ানকে কোয়ারানটিনে রাখা হয়েছিল আগেই । তাঁদের মধ্যে 285 জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে । তাতে 65 জন কোরোনা আক্রান্ত বলে জানা গেল।

author img

By

Published : May 1, 2020, 6:46 PM IST

Another 12 CRPF jawans COVID-19 positive
CRPF

দিল্লি, 1 মে: CRPF-এর 31 নম্বর ব্যাটেলিয়নের আরও 12 জন জওয়ানের কোরোনা সংক্রমণ ধরা পড়ল। সব মিলিয়ে সংক্রমিত জওয়ানের সংখ্যা বেড়ে হল 65। আজ ETV ভারত-কে এই তথ্য দেন CRPF-এর এক শীর্ষ কর্তা।

CRPF সূত্রে জানা গিয়েছে, দিল্লির ময়ূর বিহারের জওয়ানদের মধ্যে সংক্রমণ ছড়ানোর কথা জানার পরই 1 হাজার 100 জন জওয়ানকে কোয়ারানটিনে পাঠানো হয়। এদের মধ্যে 285 জনের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে । আরও 257 জনের স্বাস্থ্য পরীক্ষা বাকি রয়েছে। তাতেই এখনও পর্যন্ত 65 জন কোরোনায় আক্রান্ত বলে জানা গেছে। এর আগে দিল্লির সফদরজং হাসপাতালে কোরোনা সংক্রমণে মৃত্যু হয়েছে CRPF-এর এক আধিকারিকের ।

কয়েকদিন আগে আহমেদাবাদে CRPF-এর 194 নম্বর ব্যটেলিয়নের এক জওয়ানের মৃত্যু হয় কোরোনা সংক্রমণেই। তবে 31 নম্বর ব্যটেলিয়নই বর্তমানে কোরোনা সংক্রমণের কেন্দ্র হয়ে উঠেছে। যার শুরু হয় CRPF-এর ময়ূর বিহার ক্যাম্পের এক স্বাস্থ্যকর্মীর সংক্রমণ দিয়ে। দীর্ঘদিন ছুটিতে থাকার পর জরুরি পরিস্থিতিতে ওই স্বাস্থ্যকর্মী 7 এপ্রিল ময়ূর বিহারের 31 নম্বর ব্যাটিলিয়নে যোগ দেন। কাজে যোগ দেওয়ার পরই তাঁর মধ্যে কোরোনার উপসর্গ দেখা দেয়। 21 এপ্রিল তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে। পর দিনই তাঁকে রোহিনীর রাজীব গান্ধি হাসপাতালে ভরতি করা হয়। তিনি এখনও সেখানেই চিকিৎসাধীন।

ETV ভারতকে CRPF-এর ওই কর্তা বলেন, ওই স্বাস্থ্যকর্মীর সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁরাই আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের উপযুক্ত চিকিৎসা চলছে।

দিল্লি, 1 মে: CRPF-এর 31 নম্বর ব্যাটেলিয়নের আরও 12 জন জওয়ানের কোরোনা সংক্রমণ ধরা পড়ল। সব মিলিয়ে সংক্রমিত জওয়ানের সংখ্যা বেড়ে হল 65। আজ ETV ভারত-কে এই তথ্য দেন CRPF-এর এক শীর্ষ কর্তা।

CRPF সূত্রে জানা গিয়েছে, দিল্লির ময়ূর বিহারের জওয়ানদের মধ্যে সংক্রমণ ছড়ানোর কথা জানার পরই 1 হাজার 100 জন জওয়ানকে কোয়ারানটিনে পাঠানো হয়। এদের মধ্যে 285 জনের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে । আরও 257 জনের স্বাস্থ্য পরীক্ষা বাকি রয়েছে। তাতেই এখনও পর্যন্ত 65 জন কোরোনায় আক্রান্ত বলে জানা গেছে। এর আগে দিল্লির সফদরজং হাসপাতালে কোরোনা সংক্রমণে মৃত্যু হয়েছে CRPF-এর এক আধিকারিকের ।

কয়েকদিন আগে আহমেদাবাদে CRPF-এর 194 নম্বর ব্যটেলিয়নের এক জওয়ানের মৃত্যু হয় কোরোনা সংক্রমণেই। তবে 31 নম্বর ব্যটেলিয়নই বর্তমানে কোরোনা সংক্রমণের কেন্দ্র হয়ে উঠেছে। যার শুরু হয় CRPF-এর ময়ূর বিহার ক্যাম্পের এক স্বাস্থ্যকর্মীর সংক্রমণ দিয়ে। দীর্ঘদিন ছুটিতে থাকার পর জরুরি পরিস্থিতিতে ওই স্বাস্থ্যকর্মী 7 এপ্রিল ময়ূর বিহারের 31 নম্বর ব্যাটিলিয়নে যোগ দেন। কাজে যোগ দেওয়ার পরই তাঁর মধ্যে কোরোনার উপসর্গ দেখা দেয়। 21 এপ্রিল তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে। পর দিনই তাঁকে রোহিনীর রাজীব গান্ধি হাসপাতালে ভরতি করা হয়। তিনি এখনও সেখানেই চিকিৎসাধীন।

ETV ভারতকে CRPF-এর ওই কর্তা বলেন, ওই স্বাস্থ্যকর্মীর সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁরাই আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের উপযুক্ত চিকিৎসা চলছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.