কুলতলি, 6 অক্টোবর: দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্যাতিতার সুবিচারের দাবিতে কুলতলি থানার সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির । সামিল রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার,বিধায়ক অগ্নিমিত্রা পল-সহ নেতানেত্রীরা। চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন ও খুনের ঘটনার অভিযোগ সামনে এসেছে শনিবার। আর জয়নগরের এই ঘটনাকে কেন্দ্র করে ফের সরগরম হয়ে উঠেছে বাংলার রাজনীতি। এরপরই লাগাতর প্রতিবাদ শুরু করেছে বিরোধী দলগুলি।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে কুলতলি থানায় বিক্ষোভ দেখায় বিজেপি ৷ থানার সামনে অবস্থানে বসে বিজেপি নেতৃত্ব ৷ এদিন সুকান্ত মজুমদার জানান, বাংলার মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ পুলিশ ৷ ছাত্রী নিখোঁজের ঘটনার পরও কোনও পদক্ষেপ করেনি পুলিশ। এই নিষ্ক্রিয় ভূমিকার প্রতিবাদেই তাঁরা থানা ঘেরাওয়ের ডাক দিয়েছেন বলে দাবি মোদি মন্ত্রিসভার এই সদস্যের।
আরজি করের ঘটনার পর এবার জয়নগর খবরের শিরোনামে উঠে এসেছে ৷ এখানেও শনিবার থেকেই লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় গ্রামবাসীরা ৷ ভাঙচুর করা হয়েছে পুলিশ ফাঁড়িও ৷ আর অন্যদিকে জয়নগরের ঘটনায় নারী সুরক্ষা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে বিরোধীরা প্রসঙ্গত, এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ 24 পরগনার জয়নগর ৷ নাবালিকার পরিবার ও স্থানীয়রা পুলিশের বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন। উত্তেজিত জনতা স্থানীয় মহিষমারি ফাঁড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পুলিশের দু'টি বাইকও ভেঙে দেওয়া হয় ৷
শনিবারও ঘটনাস্থলে পৌঁছেছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। জয়নগর হাসপাতালের সামনে সে সময় হাজির ছিলেন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। প্রতিমার সঙ্গে রীতিমতো বাদানুবাদে জড়িয়ে পড়েন অগ্নিমিত্রা। পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না সেই প্রশ্নই সাংসদকে করেন বিধায়ক অগ্নিমিত্রা। আজ ফেল পুলিশি নিস্ক্রিয়তাকে হাতিযার করেই আন্দোলনের ঝাঁঝ বাড়াল বিজেপি।