ETV Bharat / bharat

সময়সীমার একদিন আগে বকেয়া টাকা ফেরত দিল রিলায়েন্স - supreme court

একদিন আগে বকেয়া টাকা ফেরত দিয়ে জেলে যাওয়া থেকে বাঁচলেন অনিল আম্বানি। ২০ ফেব্রুয়ারি শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, আগামী চার সপ্তাহের মধ্যে রিলায়েন্স টেলিকম চেয়ারম্যান সতীশ শেঠ, রিলায়েন্স ইনফ্রাটেলের চেয়ারপার্সন ছায়া ভিরানিক ও অনিল আম্বানিকে বকেয়া ৪৫৩ কোটি টাকা দিতে হবে এরিকসন ইন্ডিয়াকে।

অনিল আম্বানি
author img

By

Published : Mar 18, 2019, 11:38 PM IST

মুম্বই, ১৮ মার্চ : একদিন আগে বকেয়া টাকা ফেরত দিয়ে জেলে যাওয়া থেকে বাঁচলেন অনিল আম্বানি। ২০ ফেব্রুয়ারি শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, আগামী চার সপ্তাহের মধ্যে রিলায়েন্স টেলিকম চেয়ারম্যান সতীশ শেঠ, রিলায়েন্স ইনফ্রাটেলের চেয়ারপার্সন ছায়া ভিরানিক ও অনিল আম্বানিকে বকেয়া ৪৫৩ কোটি টাকা দিতে হবে এরিকসন ইন্ডিয়াকে।

গত বছরের ২৩ অক্টোবর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, সে বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে বকেয়া টাকা শোধ করতে হবে। দেরি করে বকেয়া টাকা দেওয়ার জন্য বছরে ১২ শতাংশ সুদ দেওয়ার কথা বলে শীর্ষ আদালত। এবং সময় মত টাকা না দিতে পারায় অনিল আম্বানিকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা হয়েছিল। পাশাপাশি, রিলায়েন্স টেলিকম চেয়ারম্যান সতীশ শেঠ ও রিলায়েন্স ইনফ্রাটেলের চেয়ারপার্সন ছায়া ভিরানিকেও আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা হয়েছিল। এছাড়াও তাঁদের প্রত্যেককে একমাসের মধ্যে এক কোটি টাকা করে জরিমানা দিতে বলা হয়। তা দিতে না পারলে আরও একমাসের জেলের কথা বলে শীর্ষ আদালত।

বকেয়া ৫৫০ কোটি টাকা না দেওয়ায় এরিকসন ইন্ডিয়ার তরফে রিলায়েন্সের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। তখন রিলায়েন্স কমিউনিকেশনসের তরফে বলা হয়েছিল, এরিকসনকে টাকা শোধ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। আজ তারা টাকা শোধ করে।

মুম্বই, ১৮ মার্চ : একদিন আগে বকেয়া টাকা ফেরত দিয়ে জেলে যাওয়া থেকে বাঁচলেন অনিল আম্বানি। ২০ ফেব্রুয়ারি শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, আগামী চার সপ্তাহের মধ্যে রিলায়েন্স টেলিকম চেয়ারম্যান সতীশ শেঠ, রিলায়েন্স ইনফ্রাটেলের চেয়ারপার্সন ছায়া ভিরানিক ও অনিল আম্বানিকে বকেয়া ৪৫৩ কোটি টাকা দিতে হবে এরিকসন ইন্ডিয়াকে।

গত বছরের ২৩ অক্টোবর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, সে বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে বকেয়া টাকা শোধ করতে হবে। দেরি করে বকেয়া টাকা দেওয়ার জন্য বছরে ১২ শতাংশ সুদ দেওয়ার কথা বলে শীর্ষ আদালত। এবং সময় মত টাকা না দিতে পারায় অনিল আম্বানিকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা হয়েছিল। পাশাপাশি, রিলায়েন্স টেলিকম চেয়ারম্যান সতীশ শেঠ ও রিলায়েন্স ইনফ্রাটেলের চেয়ারপার্সন ছায়া ভিরানিকেও আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা হয়েছিল। এছাড়াও তাঁদের প্রত্যেককে একমাসের মধ্যে এক কোটি টাকা করে জরিমানা দিতে বলা হয়। তা দিতে না পারলে আরও একমাসের জেলের কথা বলে শীর্ষ আদালত।

বকেয়া ৫৫০ কোটি টাকা না দেওয়ায় এরিকসন ইন্ডিয়ার তরফে রিলায়েন্সের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। তখন রিলায়েন্স কমিউনিকেশনসের তরফে বলা হয়েছিল, এরিকসনকে টাকা শোধ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। আজ তারা টাকা শোধ করে।

New Delhi, Mar 18 (ANI): Former Indian cricketer Gautam Gambhir on Sunday said that jawans are more important than any cricket game when asked about whether India should play Pakistan in the World Cup, and further said that there is nothing wrong in forfeiting the game for two points."It's up to the BCCI to decide. Personally, there's nothing wrong in forfeiting the game as well, 2 points aren't that important, for me jawans are more important than any cricket game. Country comes first," Gambhir told reporters in Delhi.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.