দিল্লি, 16 মার্চ : ইতিমধ্যে আর্থিক তছরুপের অভিযোগে গ্রেপ্তার হয়েছে ইয়েস ব্যাঙ্কের কর্ণধার রানা কাপুর ৷ ইয়েস ব্যাঙ্ক মামলায় জিজ্ঞাসাবাদে রিলায়েন্স গ্রুপের চিফ অনিল আম্বানিকে তলব করল ED ৷ সূত্রে জানা গেছে, অসুস্থতার কথা জানিয়ে ED-এর কাছে সময় চেয়েছেন তিনি ৷ রিলায়েন্স গ্রুপের অন্য আধিকারিকদেরও ডাকা হতে পারে বলে ওই সূত্রে জানা যায় ৷
ইয়েস ব্যাঙ্কের গ্রাহকরা নেট ব্যাঙ্কিং করতে সমস্যায় পড়েছে ৷ টাকা তোলায় RBI নিষেধাজ্ঞায় গ্রাহকদের এখন UPI এবং ATM ভরসা ৷ বেতন ও ঋণ পরিষেবাতেও সমস্যায় পড়ছে গ্রাহকরা ৷
RBI সমর্থিত উদ্ধার পরিকল্পনায় ইয়েস ব্যাঙ্কের 49 শতাংশ অংশীদারিত্ব কিনছে SBI ৷ আগামী তিন বছরে 26 শতাংশের নিচে এই লগ্নি নামানো যাবে না ৷ ইয়েস ব্যাঙ্কের বর্তমান কর্মীদের নতুন চুক্তির আওতায় আনা হবে ৷
CBI ইয়েস ব্যাঙ্কের কর্নধার রানা কাপুর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আরও এক নতুন মামলা দায়ের করেছেন ৷ দিল্লিতে স্ত্রীর নামে এক বিলাসবহুল বাড়ি কেনায় এই মামলা ৷