ETV Bharat / bharat

কোনও পরিস্থিতিতেই NRC সমর্থন করবে না অন্ধ্রপ্রদেশ : জগনমোহন রেড্ডি

author img

By

Published : Dec 23, 2019, 10:58 PM IST

পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশার পর এবার অন্ধ্রপ্রদেশ । কোনও পরিস্থিতিতেই NRC সমর্থন করে না অন্ধ্রপ্রদেশ ৷ আজ একথা জানান মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি ।

ছবি
ছবি

অমরাবতী, 23 ডিসেম্বর : মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার, নবীন পটনায়েকরা আগেই জানিয়ে দিয়েছিলেন রাজ্যে NRC হতে দেবেন না । এবার সেই পথেই হাঁটলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি । তাঁর স্পষ্ট বার্তা, কোনও পরিস্থিতিতেই NRC হবে না অন্ধ্রপ্রদেশে ।

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় উত্তাল দেশের একাধিক রাজ্য । বলা বাহুল্য তার প্রভাব পড়েছে রাজনীতিতেও । এমন কী ঝাড়খণ্ডে BJP-র এই অবস্থার জন্য NRC, CAA-কেই দায়ি করছে রাজনৈতিক মহলের একাংশ । কয়েকদিন আগেই সংসদের দুই কক্ষে জগনমোহনের দল YSR কংগ্রেসের সাংসদরা সমর্থন করেছিলেন নাগরিকত্ব সংশোধনী বিলকে । কিন্তু আজ জগনমোহন রেড্ডির বক্তব্য কোথাও যেন নাড়া দিল গেরুয়া শিবিরকে ।

আজ কাপাডায় এক সাংবাদিক বৈঠকে জগনমোহন রেড্ডি বলেন, "NRC নিয়ে আমার সংখ্যালঘুরা ভাইরা জিজ্ঞাসা করছিলেন । আমি স্পষ্ট করে দিতে চাই, আমরা NRC-র বিরোধিতা করি । কোনও পরিস্থিতিতেই এটিকে সমর্থন করে না অন্ধ্রপ্রদেশ ।"

এবিষয়ে, তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বক্তব্য, "চিন্তার কোনও কারণ নেই । বৈধ নাগরিকদের সুরক্ষা দেবে সরকার । যখন NRC বাস্তবায়িত হবে তখন বাকি কথা বলা যাবে ।"

এর আগে জগনমোহন রেড্ডি ও গেরুয়া শিবিরের মধ্যে তেমন কোনও তিক্ততা দেখা যায়নি । লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাও করেন জগনমোহন । এমন কী তাঁর দলের সাংসদরাও নাগরিকত্ব সংশোধনী বিলকে সমর্থন করেছিলেন । এই মন্তব্যে তাহলে কি কোথাও চিড় ধরল সেই সম্পর্কে, এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে ।

অমরাবতী, 23 ডিসেম্বর : মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার, নবীন পটনায়েকরা আগেই জানিয়ে দিয়েছিলেন রাজ্যে NRC হতে দেবেন না । এবার সেই পথেই হাঁটলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি । তাঁর স্পষ্ট বার্তা, কোনও পরিস্থিতিতেই NRC হবে না অন্ধ্রপ্রদেশে ।

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় উত্তাল দেশের একাধিক রাজ্য । বলা বাহুল্য তার প্রভাব পড়েছে রাজনীতিতেও । এমন কী ঝাড়খণ্ডে BJP-র এই অবস্থার জন্য NRC, CAA-কেই দায়ি করছে রাজনৈতিক মহলের একাংশ । কয়েকদিন আগেই সংসদের দুই কক্ষে জগনমোহনের দল YSR কংগ্রেসের সাংসদরা সমর্থন করেছিলেন নাগরিকত্ব সংশোধনী বিলকে । কিন্তু আজ জগনমোহন রেড্ডির বক্তব্য কোথাও যেন নাড়া দিল গেরুয়া শিবিরকে ।

আজ কাপাডায় এক সাংবাদিক বৈঠকে জগনমোহন রেড্ডি বলেন, "NRC নিয়ে আমার সংখ্যালঘুরা ভাইরা জিজ্ঞাসা করছিলেন । আমি স্পষ্ট করে দিতে চাই, আমরা NRC-র বিরোধিতা করি । কোনও পরিস্থিতিতেই এটিকে সমর্থন করে না অন্ধ্রপ্রদেশ ।"

এবিষয়ে, তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বক্তব্য, "চিন্তার কোনও কারণ নেই । বৈধ নাগরিকদের সুরক্ষা দেবে সরকার । যখন NRC বাস্তবায়িত হবে তখন বাকি কথা বলা যাবে ।"

এর আগে জগনমোহন রেড্ডি ও গেরুয়া শিবিরের মধ্যে তেমন কোনও তিক্ততা দেখা যায়নি । লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাও করেন জগনমোহন । এমন কী তাঁর দলের সাংসদরাও নাগরিকত্ব সংশোধনী বিলকে সমর্থন করেছিলেন । এই মন্তব্যে তাহলে কি কোথাও চিড় ধরল সেই সম্পর্কে, এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে ।

Mumbai, Dec 23 (ANI): Karan Johar launched the book 'Sridevi- The Eternal Screen Goddess' in Mumbai. The book has been authored by screenwriter Satyarth Nayak. Book unfolds the professional and personal life of veteran Bollywood icon Sridevi. Speaking about Sridevi, Karan Johar said, "For me every moment of Sridevi's films takes me back to my entire childhood, my absolute obsession with Hindi cinema. I think she has a large part to do with it. I was just her biggest fan." Sridevi passed away in February 2018. Her last on-screen appearance was in Anand L Rai's 'Zero'.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.