ETV Bharat / bharat

বিশাখাপটনম গ্যাস লিক নিয়ে সোশাল মিডিয়ায় 20টি প্রশ্ন, মহিলার বিরুদ্ধে মামলা পুলিশের - 60 বছরের এক মহিলার বিরুদ্ধে মামলা

বিশাখাপটনমে গ্যাস লিকের সময় সোশাল মিডিয়ায় আপত্তিকর পোস্টের অভিযোগে এক মহিলার বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ ।

AP police
অন্ধ্রপ্রদেশ CID
author img

By

Published : May 19, 2020, 11:15 PM IST

বিশাখাপটনম, 19 মে : বিশাখাপটনমের L G পলিমার কারখানায় গ্যাস লিকের জেরে এক শিশু সহ 12 জনের মৃত্যু হয় । অসুস্থ হয়ে পড়ে কয়েকশো মানুষ । স্টাইরিন গ্যাস লিক করেই এই দুর্ঘটনা ঘটে । সেই সময় সোশাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করার অভিযোগে এক মহিলার বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ । ভারতীয় দণ্ডবিধির 505 (2), 153 (A), 188 সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে । এছাড়া এই ঘটনায় মল্লাদি রঘুনাথ নামে এক ব্যক্তির ভূমিকাও খতিয়ে দেখছে CID ।

CID-র অতিরিক্ত DGP পি ভি সুনীল কুমার বলেন, ওই মহিলাকে একটি নোটিশও দেওয়া হয়েছে । কিন্তু, কী পোস্ট করেছিলেন ওই মহিলা ? গ্যাস লিক নিয়ে সোশাল মিডিয়ায় 20টি প্রশ্ন করেছিলেন তিনি । তার মধ্যে একটি প্রশ্ন ছিল, বিশাখাপটনমের গ্যাস লিকের ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি কেন ? সরকার কেন বাকি স্টাইরিন দক্ষিণ কোরিয়ায় ফেরত পাঠানোর অনুমতি দিল ? কারও কারও বক্তব্য, ওই মহিলা TDP-র সমর্থক বলেই এমন পোস্ট করেছেন ।

তবে এর পিছনে কোনও খারাপ উদ্দেশ্য ছিল না বলে জানিয়েছেন ওই মহিলা । বলেন, "আমি আমার বন্ধুর থেকে অনুমতি নিয়ে সেই পোস্টটি শেয়ার করেছিলাম । আমার কোনও খারাপ উদ্দেশ্য ছিল না । আ্রমি জানি না আমার পোস্টটি এত আপত্তিকর কি না ।"

TDP প্রধান এন চন্দ্রবাবু এই ঘটনার নিন্দা করেছেন । বলেন, সরকারের বিরুদ্ধে কথা বলার জন্যই CID তাঁকে নোটিশ দিয়েছে ।

বিশাখাপটনম, 19 মে : বিশাখাপটনমের L G পলিমার কারখানায় গ্যাস লিকের জেরে এক শিশু সহ 12 জনের মৃত্যু হয় । অসুস্থ হয়ে পড়ে কয়েকশো মানুষ । স্টাইরিন গ্যাস লিক করেই এই দুর্ঘটনা ঘটে । সেই সময় সোশাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করার অভিযোগে এক মহিলার বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ । ভারতীয় দণ্ডবিধির 505 (2), 153 (A), 188 সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে । এছাড়া এই ঘটনায় মল্লাদি রঘুনাথ নামে এক ব্যক্তির ভূমিকাও খতিয়ে দেখছে CID ।

CID-র অতিরিক্ত DGP পি ভি সুনীল কুমার বলেন, ওই মহিলাকে একটি নোটিশও দেওয়া হয়েছে । কিন্তু, কী পোস্ট করেছিলেন ওই মহিলা ? গ্যাস লিক নিয়ে সোশাল মিডিয়ায় 20টি প্রশ্ন করেছিলেন তিনি । তার মধ্যে একটি প্রশ্ন ছিল, বিশাখাপটনমের গ্যাস লিকের ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি কেন ? সরকার কেন বাকি স্টাইরিন দক্ষিণ কোরিয়ায় ফেরত পাঠানোর অনুমতি দিল ? কারও কারও বক্তব্য, ওই মহিলা TDP-র সমর্থক বলেই এমন পোস্ট করেছেন ।

তবে এর পিছনে কোনও খারাপ উদ্দেশ্য ছিল না বলে জানিয়েছেন ওই মহিলা । বলেন, "আমি আমার বন্ধুর থেকে অনুমতি নিয়ে সেই পোস্টটি শেয়ার করেছিলাম । আমার কোনও খারাপ উদ্দেশ্য ছিল না । আ্রমি জানি না আমার পোস্টটি এত আপত্তিকর কি না ।"

TDP প্রধান এন চন্দ্রবাবু এই ঘটনার নিন্দা করেছেন । বলেন, সরকারের বিরুদ্ধে কথা বলার জন্যই CID তাঁকে নোটিশ দিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.