বিজয়ওয়াড়া (অন্ধ্রপ্রদেশ) : প্লাস্টিকের কথা বললেই দূষণ ছাড়া আর কিছু মনে পড়ে না । সেই দূষণ রোধে দেশের বিভিন্ন প্রান্তে নানা পদক্ষেপ করতে দেখা গেছে ৷ সেই পথে হেঁটে প্লাস্টিক বর্জ্য থেকে অপরিশোধিত তেল তৈরির উপায় বের করেছেন বিজয়ওয়াড়ার KBN কলেজের স্নাতকোত্তরের তিন ছাত্র ।
প্রতিদিন হাজার টন প্লাস্টিক বর্জ্য নষ্ট করা হচ্ছে । তার মধ্যে কিছু একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এবং কিছু মজবুত প্লাস্টিকের পাইপ ও ঢাকনা ।
ভিনাইল ক্লোরাইডকে পলিমারাইজ়েশনের মাধ্যমে উচ্চমানের প্লাস্টিক তৈরি হয় । বোতলের ঢাকনা ও পাইপও এই একই উপাদান থেকে তৈরি হয় । এগুলো যেখানে সেখানে ফেলে দূষণের মাত্রা বাড়ছে ৷ আর ঠিক তখনই এই জিনিসগুলোকে পুনর্ব্যবহার করে পেট্রল উৎপাদন করার পথ খুঁজে পেয়েছেন স্নাতকোত্তরের তিন ছাত্র ।
প্লাস্টিক পরিণত হচ্ছে তেলে শিবা, পবন কুমার এবং হরিশ কুমার জৈব রসায়নের স্নাতকোত্তরের ছাত্র । তাঁরাই প্লাস্টিক বর্জ্য থেকে পরিশোধিত তেল উৎপাদনে সফল হয়েছে । PVC প্লাস্টিক বর্জ্য পুড়িয়ে তা থেকে নির্গত বাষ্প থেকে এই পরিশোধিত তেল তৈরি করেছে তারা ।
ETV ভারতের সঙ্গে কথা বলার সময় শিবা বলেন, "আমরা প্লাস্টিক বর্জ্য থেকে অপরিশোধিত তেল বের করতে পারছি । এই কাজটি দুটি পদ্ধতিতে হয় । যখন আমরা পলিভিনাইল ক্লোরাইডকে গরম করছি তখন তা থেকে অপরিশোধিত তেল নির্গত হচ্ছে । পরে পাইরোলিসিস প্রক্রিয়ায় এই তেল থেকে নির্গত হচ্ছে পেট্রল । "
পাইরোলিসিস প্রক্রিয়ায় এই পরিশোধিত তেল থেকে পেট্রল ও ডিজ়েল উৎপাদিত হচ্ছে । ওই তিন পডু়য়ার বক্তব্য, 2 কিলো প্লাস্টিক বর্জ্য থেকে 100 গ্রাম অপরিশোধিত তেল উৎপাদিত হচ্ছে ।
KBN কলেজের রসায়ন বিভাগের প্রধান ডঃ কৃষ্ণবেনি বলেন, "এই প্রকল্পের জন্য পড়ুয়ারা খুব নিষ্ঠার সঙ্গে কাজ করছে । আমাদের প্রোজেক্টের মাধ্যমে প্লাস্টিক থেকে অপরিশোধিত তেল তৈরি করা হচ্ছে । এই প্রোজেক্টে আমরা পলিভিনাইল ক্লোরাইড প্লাস্টিক ব্যবহার করেছি । আর 200-400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পাইরোলিসিস প্রক্রিয়ায় তা থেকে অপরিশোধিত তেল তৈরি করেছি । বিভিন্ন রাসায়নিক পদ্ধতির মাধ্যমে এই তেল থেকে পেট্রল বা ডিজ়েল তৈরি সম্ভব । আর এই পদ্ধতিতে উৎপন্ন পেট্রলের দাম হবে 30-40 টাকা প্রতি লিটার । আমরা PVC পাইপের বর্জ্য অংশ ব্যবহার করে এগুলি তৈরি করছি । আমরা বিভিন্ন ধরনের প্লাস্টিক ব্যবহার করেছি । কিন্তু PVC পাইপ থেকেই সবথেকে ভালো ফল পাওয়া গেছে । "
Intro:Body:
Andhra College students convert waste plastic into crude oil
Vijayawada (Andhra Pradesh): Nowadays, any mention of plastic is synonymous with pollution. But with the right approach, plastic can create wonders.
Working on this approach, three M.Sc students of KBN college in Vijaywada have made a remarkable breakthrough in converting waste plastics into crude oil that is widely used in industrial production.
Every day, thousands of tons of plastic waste is disposed of. Some of these are single-use plastics while some others are durable plastic lids and pipes.
High-density plastic is made by the polymerization of Vinyl Chloride. Bottle caps and pipes are made from this material.
By throwing away bottle caps and broken pipes, we are giving rise to pollution. Instead, these three MSc students have found a way to produce petrol by recycling these products.
Siva, Pawan Kumar and Harish Kumar, students of MSc Organic Chemistry, have succeeded in producing crude oil from plastic wastes. They have showcased the working model in their college tech fest. They have produced crude oil from the vapours emitted by burning PVC plastic waste.
Speaking to ETV Bharat, Shiva said, "We can extract crude oil from plastic. This can be done in two ways, small scale method and large scale method. When we heat the Polyvinyl Chloride, we get crude oil in the form of vapours. Later, when the crude oil undergoes pyrolysis process, we get petrol."
Pyrolysis of this crude oil produces petrol and diesel. The students also claimed that they produce 100 gm of crude oil from 2 kg of plastic waste.
The students also said that disposed plastic cups and pipes can be used to produce petrol and diesel. By combining their intellect with guidance from professors, they are converting waste plastics into crude oil.
Dr Krishnaveni, Head of Chemistry Department, said that students have worked really hard for this project.
"Our project is on extracting crude oil from plastic. In this project, we used Polyvinyl Chloride plastic and with the process of pyrolysis at 200-400 degree centigrade, we extracted crude oil. From this, using fractional distillation, this crude oil can be converted into different components like petrol or diesel. By this process, we can get petrol at Rs 30-40 per litre. We are preparing this from the plastic waste out of PVC pipes. We have tried different types of plastics but the output from PVC pipes was good," said Krishnaveni.
----------------------------------------------------
Vijayawada, Andhra Pradesh
..............................................................................................................................
VO: Nowadays, any mention of plastic is synonymous with pollution. But with the right approach, plastic can create wonders.
Working on this appoach, three M.Sc students of KBN college in Vijayawada have made a remarkable breakthrough in converting waste plastics into crude oil that is widely used in industrial production.
GFX: Students of KBN college convert waste plastic into crude oil
These students have produced crude oil from the vapors emitted by burning PVC plastic waste. They also claimed that they produce 100 gm of crude oil from 2 kg of plastic waste.
GFX: Students have produced crude oil from vapours emitted by burning PVC plastic waste
BYTE 1: (Shiva, Student- 2nd year, M.Sc)- duration: 0.00 to 00.23)
Byte Translation: "We can extract crude oil from plastic. This can be done in two ways, small scale method and large scale method. When we heat the Polyvinyl Chloride, we get crude oil in the form of vapours. Later, when the crude oil undergoes pyrolysis process, we get the petrol."
BYTE 2: (Dr. Krishnaveni, HOD Dept of Chemistry- duration: 1.55 to 2.19- 2.28 to 2.52)
Byte translation: "Our project is on extracting crude oil from plastic. In this project, we used Polyvinyl Chloride plastic and with the process of pyrolysis at 200-400 degree centigrade, we extracted crude oil. From this, using fractional distillation, this crude oil can be converted into different components like petrol or diesel. By this process, we can get petrol at Rs 30-40 per litre. We are preparing this from the plastic waste out of PVC pipes. We have tried different types of plastics but the output from PVC pipes was good."
It is to be noted that every day, thousands of tons of plastic waste is disposed. Some of these are single use plastics while some others are durable plastic lids and pipes.
GFX: Students claim that they produce 100 gm of crude oil from 2 kg of plastic waste
An ETV Bharat
Conclusion: