ETV Bharat / bharat

সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পুঞ্চে গুলি পাকিস্তান সেনার, শহিদ জওয়ান

author img

By

Published : Jun 14, 2020, 11:05 AM IST

গতকাল রাত থেকেই সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি ছোড়ে পাকিস্তানি সেনা । এই হামলায় মৃত্যু হয় এক জওয়ানের ।

ছবি
ছবি

পুঞ্চ, 14 জুন : আবারও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের । এবার জম্মু-কাশ্মীরের পুঞ্চে গুলি চালাল পাকিস্তানি সেনা । এই হামলায় শহিদ হয়েছেন এক ভারতীয় জওয়ান । জখম হয়েছেন দু'জন ।

সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ রমেশ কুমার আগরওয়াল জানিয়েছেন, শাহপুর-কিরনি সেক্টরে পাকিস্তান সেনার হামলায় 29 বছর বয়সি এক জওয়ানের মৃত্যু হয়েছে । তাঁর নাম লুঙ্গাবুই আবোনমলি । একই সঙ্গে লিয়েনখোথিয়েন সেনঘন এবং তাংসোইক কোয়ানিয়ানুঙ্গার নামে দুই জওয়ান জখম হয়েছেন । আহতদের চিকিৎসার জন্য উধমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । এই তিনজনই অসম রেজিমেন্টের 10 নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ।

এর আগে গত কয়েকদিনে একাধিকবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান । 11 জুন রাজৌরিতে পাকিস্তান সেনা গুলি ও মর্টার শেল ছোড়ায় শহিদ হন এক জওয়ান । আহত হন একজন । একই সঙ্গে জম্মু ও কাশ্মীরে 10 জুন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অভিযানে নিকেশ হয়েছে মোট 22 জন জঙ্গি । যার মধ্যে রয়েছে 8 শীর্ষ কমান্ডার ।

পুঞ্চ, 14 জুন : আবারও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের । এবার জম্মু-কাশ্মীরের পুঞ্চে গুলি চালাল পাকিস্তানি সেনা । এই হামলায় শহিদ হয়েছেন এক ভারতীয় জওয়ান । জখম হয়েছেন দু'জন ।

সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ রমেশ কুমার আগরওয়াল জানিয়েছেন, শাহপুর-কিরনি সেক্টরে পাকিস্তান সেনার হামলায় 29 বছর বয়সি এক জওয়ানের মৃত্যু হয়েছে । তাঁর নাম লুঙ্গাবুই আবোনমলি । একই সঙ্গে লিয়েনখোথিয়েন সেনঘন এবং তাংসোইক কোয়ানিয়ানুঙ্গার নামে দুই জওয়ান জখম হয়েছেন । আহতদের চিকিৎসার জন্য উধমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । এই তিনজনই অসম রেজিমেন্টের 10 নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ।

এর আগে গত কয়েকদিনে একাধিকবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান । 11 জুন রাজৌরিতে পাকিস্তান সেনা গুলি ও মর্টার শেল ছোড়ায় শহিদ হন এক জওয়ান । আহত হন একজন । একই সঙ্গে জম্মু ও কাশ্মীরে 10 জুন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অভিযানে নিকেশ হয়েছে মোট 22 জন জঙ্গি । যার মধ্যে রয়েছে 8 শীর্ষ কমান্ডার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.