ETV Bharat / bharat

CAA হবেই, মমতা-রাহুলকে বিতর্কে আহ্বান শাহর - CAA লাগু হবে

আজ লখনউয়ের ঘণ্টাঘরে CAA-র সমর্থনে সভা করেন অমিত শাহ ৷ সেখান থেকে BJP নেতার স্পষ্ট বার্তা যতই বিক্ষোভ, প্রতিবাদ হোক না কেন, CAA লাগু হবেই ।

ছবি
ছবি
author img

By

Published : Jan 21, 2020, 3:28 PM IST

Updated : Jan 21, 2020, 3:38 PM IST

লখনউ, 21 জানুয়ারি : দেশের একাধিক জায়গায় নাগরিকত্ব সংশোধনী (2019) আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে । ছাত্র-ছাত্রী, বুদ্ধিজীবী, বিরোধী দলের সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ, CAA-র বিরুদ্ধে সরব হয়েছে অনেকেই । তার মাঝেই আজ লখনউয়ের ঘণ্টাঘরের সভা থেকে আরও একবার বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অমিত শাহ । স্পষ্ট জানিয়ে দিলেন CAA হবেই । বলেন, আইন নিয়ে আলাপ-আলোচনা চলতেই পারে ৷ কিন্তু আইন আইনের জায়গাতেই থাকবে । পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্য়ায়, রাহুল গান্ধি ও মায়াবতীকে বিতর্কে বসার আহ্বান জানান তিনি ৷

বিরোধীদের উদ্দেশে শাহ বলেন, "আজ এখান থেকে জানিয়ে দিলাম যে, এই আইন প্রত্যাহার করা হবে না । যে যেভাবেই প্রতিবাদ করুক না কেন । আমরা বিরোধীদের ভয় পাই না । বিরোধিতা থেকেই আমাদের জন্ম । বিরোধীরা সত্য ও বাস্তবটা দেখতে পাচ্ছে না ৷ কারণ ভোটব্যাঙ্কের রাজনীতির আচ্ছাদনে ওদের চোখ ঢাকা রয়েছে ।"

নাগরিকত্ব আইনের নামে মিথ্যা প্রচার হচ্ছে ৷ এই অভিযোগ এনে কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে শাহর কটাক্ষ," মমতা দিদি, অখিলেশ, মায়াবতী আপনাদের নাগরিকত্ব আইন নিয়ে আলোচনার আহ্বান জানাচ্ছি । আমি আপানদের চ্যালেঞ্জ করছি এই আইনের এমন একটি ধারা দেখান যেখানে নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা হয়েছে ।" তাঁর আরও সংযোজন, "বছরের পর বছর ধরে পাকিস্তান থেকে অনুপ্রবেশকারীরা এদেশে এসেছে । সন্ত্রাসবাদ ছড়িয়েছে । আলিয়া, মালিয়া, জামালিয়ারা পাকিস্তান থেকে এসে এখানে বিস্ফোরণ ঘটাত । আর মৌনি বাবা মনমোহন সিং টুঁ শব্দটিও করেননি । মোদি নাগরিকত্ব সংশোধনী নিয়ে এলেন । আর তাঁর বিরুদ্ধে রাহুল বাবা ও কম্পানি (মমতা, অখিলেশ,মায়াবতী) পুরো ব্রিগেড কাউ কাউ করছে ।"

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে শাহর বক্তব্য, "JNU-তে দেশ বিরোধী স্লোগান দেওয়া হয়েছে । আমাকে বলুন যারা ভারত মাতার হাজার টুকরো করার কথা বলে তাদের জেলে পাঠানো উচিত কি না ? দেশে যদি কেউ ভারত মাতার বিরুদ্ধে স্লোগন তোলে, তাহলে তাকে জেলে ভরে দেব ।" বিক্ষোভকারীদের শাহর জিজ্ঞাসা, "দেশভাগের সময় 30 শতাংশ হিন্দু, শিখ, বৌদ্ধ ও জৈন ছিল বাংলাদেশে ও 23 শতাংশ ছিল পাকিস্তানে । কিন্তু আজ এই জনসংখ্যার পরিমাণ যথাক্রমে 7ও 3 শতাংশ । এই মানুষগুলো কোথায় গেছে ? যারা CAA-র বিরুদ্ধে প্রতিবাদ করছে, আমি তাদের একথা জিজ্ঞেস করতে চাই ।"

লখনউ, 21 জানুয়ারি : দেশের একাধিক জায়গায় নাগরিকত্ব সংশোধনী (2019) আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে । ছাত্র-ছাত্রী, বুদ্ধিজীবী, বিরোধী দলের সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ, CAA-র বিরুদ্ধে সরব হয়েছে অনেকেই । তার মাঝেই আজ লখনউয়ের ঘণ্টাঘরের সভা থেকে আরও একবার বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অমিত শাহ । স্পষ্ট জানিয়ে দিলেন CAA হবেই । বলেন, আইন নিয়ে আলাপ-আলোচনা চলতেই পারে ৷ কিন্তু আইন আইনের জায়গাতেই থাকবে । পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্য়ায়, রাহুল গান্ধি ও মায়াবতীকে বিতর্কে বসার আহ্বান জানান তিনি ৷

বিরোধীদের উদ্দেশে শাহ বলেন, "আজ এখান থেকে জানিয়ে দিলাম যে, এই আইন প্রত্যাহার করা হবে না । যে যেভাবেই প্রতিবাদ করুক না কেন । আমরা বিরোধীদের ভয় পাই না । বিরোধিতা থেকেই আমাদের জন্ম । বিরোধীরা সত্য ও বাস্তবটা দেখতে পাচ্ছে না ৷ কারণ ভোটব্যাঙ্কের রাজনীতির আচ্ছাদনে ওদের চোখ ঢাকা রয়েছে ।"

নাগরিকত্ব আইনের নামে মিথ্যা প্রচার হচ্ছে ৷ এই অভিযোগ এনে কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে শাহর কটাক্ষ," মমতা দিদি, অখিলেশ, মায়াবতী আপনাদের নাগরিকত্ব আইন নিয়ে আলোচনার আহ্বান জানাচ্ছি । আমি আপানদের চ্যালেঞ্জ করছি এই আইনের এমন একটি ধারা দেখান যেখানে নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা হয়েছে ।" তাঁর আরও সংযোজন, "বছরের পর বছর ধরে পাকিস্তান থেকে অনুপ্রবেশকারীরা এদেশে এসেছে । সন্ত্রাসবাদ ছড়িয়েছে । আলিয়া, মালিয়া, জামালিয়ারা পাকিস্তান থেকে এসে এখানে বিস্ফোরণ ঘটাত । আর মৌনি বাবা মনমোহন সিং টুঁ শব্দটিও করেননি । মোদি নাগরিকত্ব সংশোধনী নিয়ে এলেন । আর তাঁর বিরুদ্ধে রাহুল বাবা ও কম্পানি (মমতা, অখিলেশ,মায়াবতী) পুরো ব্রিগেড কাউ কাউ করছে ।"

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে শাহর বক্তব্য, "JNU-তে দেশ বিরোধী স্লোগান দেওয়া হয়েছে । আমাকে বলুন যারা ভারত মাতার হাজার টুকরো করার কথা বলে তাদের জেলে পাঠানো উচিত কি না ? দেশে যদি কেউ ভারত মাতার বিরুদ্ধে স্লোগন তোলে, তাহলে তাকে জেলে ভরে দেব ।" বিক্ষোভকারীদের শাহর জিজ্ঞাসা, "দেশভাগের সময় 30 শতাংশ হিন্দু, শিখ, বৌদ্ধ ও জৈন ছিল বাংলাদেশে ও 23 শতাংশ ছিল পাকিস্তানে । কিন্তু আজ এই জনসংখ্যার পরিমাণ যথাক্রমে 7ও 3 শতাংশ । এই মানুষগুলো কোথায় গেছে ? যারা CAA-র বিরুদ্ধে প্রতিবাদ করছে, আমি তাদের একথা জিজ্ঞেস করতে চাই ।"

New Delhi, Jan 21 (ANI): Central Reserve Police Force (CRPF) women bikers honed their skills for the Republic Day parade at Rajpath. Women contingent will woo visitors with gravity defying bike stunts. Rehearsals for the Republic Day parade are in full swing with contingents belonging to different forces. Brazilian President Jair Bolsonaro will be visiting India as the chief guest on Republic Day 2020. Speaking to ANI, CRPF women bike rider said, "This is a very proud moment for us."
Last Updated : Jan 21, 2020, 3:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.