দিল্লি , 30 নভেম্বর : কৃষকরা বুরারিতে আন্দোলনের প্রস্তাব ফিরিয়ে দিতেই গতকাল গভীর রাত পর্যন্ত বৈঠক করলেন BJP-র শীর্ষ নেতৃত্ব । গতকাল জে পি নাড্ডার দিল্লির বাড়িতে বৈঠকটি হয় । রাত দু'টো পর্যন্ত চলে বৈঠক । বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ , প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার ।
কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় কৃষকদের ডাকা "দিল্লি চলো" অভিযানে কয়েকদিন ধরেই উত্তপ্ত দিল্লি-হরিয়ানা সীমান্ত । এই বিক্ষোভের মাঝে অমিত শাহ শর্ত দিয়েছিলেন, যদি তাঁরা সরকার নির্ধারিত স্থানে গিয়ে আন্দোলন করেন, তাহলে তাঁদের সঙ্গে তিনি আলোচনায় বসবেন । এই প্রস্তাবের পরই আলোচনায় বসেছিল বিক্ষোভরত কৃষক সংগঠনগুলি । আলোচনা শেষে তারা জানিয়ে দেয়, কৃষকরা বুরারিতে কিছুতেই যাবেন না । কারণ এটা খোলা কয়েদখানা ছাড়া কিছুই নয় । অমিত শাহের শর্ত দেওয়াকে তারা কৃষকদের অপমান হিসাবে দেখেছে ।
এরপরেই গতরাতে বৈঠকে বসে BJP-র শীর্ষ নেতৃত্ব । মূলত , কৃষকদের এই আন্দোলনই বৈঠকের মূল বিষয় ছিল । পাশাপাশি , কৃষকদের আন্দোলন নিয়ে হরিয়ানা ও পঞ্জাবের মুখ্যমন্ত্রীর মতবিরোধ নিয়েও বৈঠকে আলোচনা হয় ।
কেন্দ্রের নতুন কৃষি আইন নিয়ে আপত্তি জানিয়েছে কৃষক সংগঠনগুলি ৷ তাদের অভিযোগ , এই আইনে কৃষকরা তাঁদের ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবেন ৷ তবে, কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এই আইনের ফলে কৃষকরা তাঁদের উৎপাদিত ফসল সরাসরি কারও হস্তক্ষেপ ছাড়াই বেসরকারি সংস্থার কাছে বিক্রি করতে পারবেন ৷ তবে কৃষকদের দাবি, সরকার এক্ষেত্রে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বেঁধে দিক ৷ তা না হলে তাঁরা প্রকৃত দাম থেকে বঞ্চিত হবেন ৷ আর সেই দাবিতেই জাতীয় সংবিধান দিবসে "দিল্লি চলো" অভিযানের ডাক দেয় পঞ্জাবের কৃষক সংগঠনগুলি ৷
আবার কৃষকদের এই আন্দোলনের মাঝে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি "মন কি বাত"-এ বলেন , নতুন কৃষি আইন কৃষকদের সামনে সুযোগ-সুবিধার দরজা খুলে দিয়েছে । কৃষকদের সুবিধা অনেকটাই বেড়েছে ।