ETV Bharat / bharat

কোরোনামুক্ত অমিত শাহ - Amit Shah Tests Negative For COVID-19

কোরোনামুক্ত অমিত শাহ ৷ আজ নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন তিনি ।

অমিত শাহ
অমিত শাহ
author img

By

Published : Aug 14, 2020, 5:12 PM IST

Updated : Aug 14, 2020, 6:25 PM IST

দিল্লি, 14 অগাস্ট : কোরোনামুক্ত অমিত শাহ ৷ নিজেই টু্​ইট করে একথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ কোরোনায় আক্রান্ত হয়ে 12 দিন ধরে হাসপাতালে ভরতি ছিলেন ৷ চিকিৎসকরা তাঁকে আগামী কয়েকদিন বাড়িতেই আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন ৷

2 অগাস্ট অমিত শাহর সোয়াব পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভরতি ছিলেন তিনি । তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন সুশীলা কটারিয়া ।

জাতীয় শিক্ষানীতি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়েছিলেন অমিত শাহ । সেই বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । সুরক্ষাবিধি বজায় রেখেই বৈঠক হয় । এরপরই অমিত শাহের শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়ে । তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদেরও আইসোলেশনে যেতে অনুরোধ করেন শাহ ।

  • आज मेरी कोरोना टेस्ट रिपोर्ट नेगेटिव आई है।

    मैं ईश्वर का धन्यवाद करता हूँ और इस समय जिन लोगों ने मेरे स्वास्थ्यलाभ के लिए शुभकामनाएं देकर मेरा और मेरे परिजनों को ढाढस बंधाया उन सभी का ह्रदय से आभार व्यक्त करता हूँ।
    डॉक्टर्स की सलाह पर अभी कुछ और दिनों तक होम आइसोलेशन में रहूँगा।

    — Amit Shah (@AmitShah) August 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, এর আগে 9 অগাস্ট দলের সাংসদ মনোজ তিওয়ারি টুইট করে জানান, কোরোনা রিপোর্ট নেগেটিভ এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর । কিন্তু কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে সরকারি বিবৃতিতে জানানো হয়, শাহর দ্বিতীয় দফায় COVID-19 পরীক্ষাই হয়নি । এরপরই টুইটটা মুছে দেন মনোজ ।

দিল্লি, 14 অগাস্ট : কোরোনামুক্ত অমিত শাহ ৷ নিজেই টু্​ইট করে একথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ কোরোনায় আক্রান্ত হয়ে 12 দিন ধরে হাসপাতালে ভরতি ছিলেন ৷ চিকিৎসকরা তাঁকে আগামী কয়েকদিন বাড়িতেই আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন ৷

2 অগাস্ট অমিত শাহর সোয়াব পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভরতি ছিলেন তিনি । তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন সুশীলা কটারিয়া ।

জাতীয় শিক্ষানীতি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়েছিলেন অমিত শাহ । সেই বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । সুরক্ষাবিধি বজায় রেখেই বৈঠক হয় । এরপরই অমিত শাহের শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়ে । তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদেরও আইসোলেশনে যেতে অনুরোধ করেন শাহ ।

  • आज मेरी कोरोना टेस्ट रिपोर्ट नेगेटिव आई है।

    मैं ईश्वर का धन्यवाद करता हूँ और इस समय जिन लोगों ने मेरे स्वास्थ्यलाभ के लिए शुभकामनाएं देकर मेरा और मेरे परिजनों को ढाढस बंधाया उन सभी का ह्रदय से आभार व्यक्त करता हूँ।
    डॉक्टर्स की सलाह पर अभी कुछ और दिनों तक होम आइसोलेशन में रहूँगा।

    — Amit Shah (@AmitShah) August 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, এর আগে 9 অগাস্ট দলের সাংসদ মনোজ তিওয়ারি টুইট করে জানান, কোরোনা রিপোর্ট নেগেটিভ এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর । কিন্তু কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে সরকারি বিবৃতিতে জানানো হয়, শাহর দ্বিতীয় দফায় COVID-19 পরীক্ষাই হয়নি । এরপরই টুইটটা মুছে দেন মনোজ ।

Last Updated : Aug 14, 2020, 6:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.