ETV Bharat / bharat

আন্তঃরাজ্য সমস্যা নিয়ে অসম-মিজ়োরামের মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা স্বরাষ্ট্রমন্ত্রীর - Amit Shah Talks To Assam, Mizoram Chief Ministers Over Border Tension

অমিত শাহকে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল জানান, সীমান্ত ইশুতে সিনিয়র অফিসারদের বৈঠক শুরু হয়েছে ৷

Amit Shah Talks To Assam, Mizoram Chief Ministers Over Border Tension
অসম-মিজ়োরামের মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে বৈঠক অমিত শাহের
author img

By

Published : Oct 22, 2020, 7:36 AM IST

দিল্লি, 22 অক্টোবর : অসম ও মিজ়োরামের মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ আন্তঃরাজ্য সীমান্ত সমস্যার সমাধান নিয়ে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন তিনি ৷

শনিবার থেকে দুই রাজ্যের সীমান্তে সমস্যা চলছে ৷ অসম কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মিজ়োরামগামী ট্রাকচালক এবং অন্যান্য মানুষের নমুনা দেওয়ার জন্য সীমান্তের মধ্যেই একটি COVID-19 টেস্টিং সেন্টার খুলেছে মিজ়োরাম । অসম সরকারের দাবি, তাদের অনুমতি ছাড়াই মিজ়োরাম এই ব্যবস্থা করেছে । এই টেস্টিং সেন্টার নিয়ে শনিবার দুই রাজ্যের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয় । স্থানীয়দের মতে, মিজ়োরামের দিক থেকে কয়েকজন যুবক লাইলাপুরে এসে ট্রাক চালক ও গ্রামবাসীর উপর হামলা চালায় এবং 15টিরও বেশি ছোটো ছোটো দোকান ও বাড়ি পুড়িয়ে দেয় । স্থানীয়রাও পালটা হামলা চালায় । ঘটনায় কয়েকজন আহত হন ।

এই ঘটনার পর সমস্যা সমাধানে দুই রাজ্যের প্রাথমিক স্তরে বৈঠক হয় ৷ কিন্তু, তাতে কোনও লাভ হয়নি ৷ দুই রাজ্য তাদের দাবি সামনে রাখে ৷ মিজ়োরাম জানায়, অসম সীমান্তে ট্রাক মালপত্র বহনে বাধা দেওয়া হলে তারা প্রয়োজনীয় জিনিস বিদেশ থেকে আমদানি করবে ৷ অন্যদিকে অসমের দাবি, মিজ়োরামকে অসমের সীমান্ত থেকে সেনা সরাতে হবে ৷

এরপর কেন্দ্রের সিনিয়র অফিসারের নির্দেশে অসমের সীমান্ত থেকে বাহিনী সরানোর সিদ্ধান্ত নিয়েছে মিজ়োরাম ৷ সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সীমান্তে উত্তেজনা কমাতে পদক্ষেপের কথা জানতে চান ৷ এছাড়া বলেন, অসম-মিজ়োরাম সীমান্তে উত্তেজনা কমাতে ও শান্তি প্রতিষ্ঠায় স্বরাষ্ট্রমন্ত্রক উদ্যোগ গ্রহণ করেছে ৷

অমিত শাহকে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল জানান, সীমান্ত ইশুতে ইতিমধ্যে সিনিয়র অফিসারদের বৈঠক শুরু হয়েছে ৷ এছাড়াও মিজ়োরামের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর এবিষয়ে টেলিফোনে কথা হয়েছে ৷ মিজ়োরামের মুখ্যমন্ত্রী জ়োরামথাঙ্গা সীমান্তে শান্তি প্রতিষ্ঠা ও জনগণের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করতে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ।

গতকাল সিলচরে স্বরাষ্ট্রমন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি ( উত্তর-পূর্ব ) সত্যেন্দ্র গর্গ দুই রাজ্যের স্বরাষ্ট্র সচিবের সঙ্গে এবিষয়ে বৈঠক করেন ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক মুখপাত্র জানান, বৈঠকে সীমান্তে শান্তি ও আইন বজায় রাখতে দুই রাজ্যের তরফে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা আলোচনা করা হয়েছে ৷ এরপর সর্বানন্দ সোনোওয়াল আন্তঃরাজ্য সীমান্ত দিয়ে মিজ়োরামের উদ্দেশ্যে নির্বিঘ্নে ট্রাক চলাচলের বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেন ৷

দিল্লি, 22 অক্টোবর : অসম ও মিজ়োরামের মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ আন্তঃরাজ্য সীমান্ত সমস্যার সমাধান নিয়ে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন তিনি ৷

শনিবার থেকে দুই রাজ্যের সীমান্তে সমস্যা চলছে ৷ অসম কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মিজ়োরামগামী ট্রাকচালক এবং অন্যান্য মানুষের নমুনা দেওয়ার জন্য সীমান্তের মধ্যেই একটি COVID-19 টেস্টিং সেন্টার খুলেছে মিজ়োরাম । অসম সরকারের দাবি, তাদের অনুমতি ছাড়াই মিজ়োরাম এই ব্যবস্থা করেছে । এই টেস্টিং সেন্টার নিয়ে শনিবার দুই রাজ্যের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয় । স্থানীয়দের মতে, মিজ়োরামের দিক থেকে কয়েকজন যুবক লাইলাপুরে এসে ট্রাক চালক ও গ্রামবাসীর উপর হামলা চালায় এবং 15টিরও বেশি ছোটো ছোটো দোকান ও বাড়ি পুড়িয়ে দেয় । স্থানীয়রাও পালটা হামলা চালায় । ঘটনায় কয়েকজন আহত হন ।

এই ঘটনার পর সমস্যা সমাধানে দুই রাজ্যের প্রাথমিক স্তরে বৈঠক হয় ৷ কিন্তু, তাতে কোনও লাভ হয়নি ৷ দুই রাজ্য তাদের দাবি সামনে রাখে ৷ মিজ়োরাম জানায়, অসম সীমান্তে ট্রাক মালপত্র বহনে বাধা দেওয়া হলে তারা প্রয়োজনীয় জিনিস বিদেশ থেকে আমদানি করবে ৷ অন্যদিকে অসমের দাবি, মিজ়োরামকে অসমের সীমান্ত থেকে সেনা সরাতে হবে ৷

এরপর কেন্দ্রের সিনিয়র অফিসারের নির্দেশে অসমের সীমান্ত থেকে বাহিনী সরানোর সিদ্ধান্ত নিয়েছে মিজ়োরাম ৷ সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সীমান্তে উত্তেজনা কমাতে পদক্ষেপের কথা জানতে চান ৷ এছাড়া বলেন, অসম-মিজ়োরাম সীমান্তে উত্তেজনা কমাতে ও শান্তি প্রতিষ্ঠায় স্বরাষ্ট্রমন্ত্রক উদ্যোগ গ্রহণ করেছে ৷

অমিত শাহকে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল জানান, সীমান্ত ইশুতে ইতিমধ্যে সিনিয়র অফিসারদের বৈঠক শুরু হয়েছে ৷ এছাড়াও মিজ়োরামের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর এবিষয়ে টেলিফোনে কথা হয়েছে ৷ মিজ়োরামের মুখ্যমন্ত্রী জ়োরামথাঙ্গা সীমান্তে শান্তি প্রতিষ্ঠা ও জনগণের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করতে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ।

গতকাল সিলচরে স্বরাষ্ট্রমন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি ( উত্তর-পূর্ব ) সত্যেন্দ্র গর্গ দুই রাজ্যের স্বরাষ্ট্র সচিবের সঙ্গে এবিষয়ে বৈঠক করেন ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক মুখপাত্র জানান, বৈঠকে সীমান্তে শান্তি ও আইন বজায় রাখতে দুই রাজ্যের তরফে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা আলোচনা করা হয়েছে ৷ এরপর সর্বানন্দ সোনোওয়াল আন্তঃরাজ্য সীমান্ত দিয়ে মিজ়োরামের উদ্দেশ্যে নির্বিঘ্নে ট্রাক চলাচলের বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেন ৷

For All Latest Updates

TAGGED:

COPY
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.