ETV Bharat / bharat

জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার 370 ধারা - কাশ্মীর নিয়ে অমিত শাহ

370 ধারার 1 নম্বর উপধারার প্রয়োগ করে রাষ্ট্রপতি 1954 সালে জম্মু ও কাশ্মীরকে দেওয়া 370 ধারা প্রত্যাহারের নির্দেশিকায় সই করেন । পাশাপাশি আজ রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করেন । বিলটিতে জম্মু ও কাশ্মীর ও লাদাখকে আলাদা দু'টি কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দেওয়া হয় ।

অমিত শাহ
author img

By

Published : Aug 5, 2019, 11:21 AM IST

Updated : Aug 5, 2019, 6:09 PM IST

দিল্লি, 5 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হল । আজ 370 ধারার 1 নম্বর উপধারার প্রয়োগ করে রাষ্ট্রপতি 1954 সালে জম্মু ও কাশ্মীরকে দেওয়া 370 ধারা প্রত্যাহারের নির্দেশিকায় সই করেন । সেই নির্দেশিকা রাজ্যসভায় পড়ে শোনান স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ । পাশাপাশি পেশ করেন জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল ও জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল । পুনর্গঠন বিলে জম্মু ও কাশ্মীর ও লাদাখকে আলাদা দু'টি কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দেওয়া হয় ।

আজ রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কাশ্মীর উপত্যকার পরিস্থিতি নিয়ে বিরোধীরা মুলতবি প্রস্তাব আনেন ৷ বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ বলেন, রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বকে গতকাল থেকে গৃহবন্দী করে রাখা হয়েছে ৷ রাজ্যজুড়ে 144 ধারা জারি করা হয়েছে এবং উপত্যকাজুড়ে চলছে কারফিউ ৷ এবিষয়ে সরকারের বিবৃতি দাবি করে বিরোধীরা ৷ তিনি বলেন, "আজ সংসদের সবথেকে কালো দিন ৷ BJP সংবিধানকে খুন করল ৷"

তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়েন পয়েন্ট অফ অর্ডার তুলে বলেন, জম্মু ও কাশ্মীর সমেত অন্য বিল পড়ার সময় সরকার দিচ্ছে না ৷ সরকার এভাবে ক্ষমতার অপব্যবহার করছে ৷ এর উত্তরে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু বলেন, "সরকার বিল পেশ করার পর আপনাদের পড়ার সুযোগ দেবে ৷ আপনারা আলোচনার সুযোগও পাবেন ৷ আপনারা সহযোগিতা করুন ৷"

এরপরই জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার নিয়ে রাষ্ট্রপতির নির্দেশনামা রাজ্যসভায় পড়ে শোনান শাহ ৷ তখন বিরোধীরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ রাজ্যসভাজুড়ে শুরু হয় তুমুল হই-হট্টগোল ৷ এরই মাঝে জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিলটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ এতে লাদাখ ও জম্মু-কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার কথা বলা হয় ৷

বিলে আরও বলা হয়, লাদাখ অঞ্চলের জনগণের দীর্ঘদিনের দাবিকে স্বীকৃতি দিতে এবং প্রত্যন্ত এলাকা হওয়ার দরুণ সেটিকে কোনও পৃথক আইনসভা ছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে গণ্য করা হবে ৷ অপর দিকে, জম্মু-কাশ্মীরের ক্ষেত্রে সীমান্তপারে সন্ত্রাস রুখতে এবং উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি মাথায় রেখে লাদাখ বাদে শুধুমাত্র জম্মু-কাশ্মীর এলাকাকে আরেকটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে গণ্য করা হবে, তবে এক্ষেত্রে আইনসভা সমেত ৷

বিলটি পেশের পর PDP-র রাজ্যসভা সাংসদ মির ফৈয়াজ় এবং নাজ়ির আহমেদ লাওয়ে ছিঁড়ে ফেলতে চেয়েছিলেন সংবিধান ৷ এর প্রেক্ষিতে চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু রাজ্যসভা কক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন তাঁদের ৷ তুমুল হট্টগোল থামাতে একসময় চেয়ারম্যান রাজ্যসভা কক্ষে মার্শাল ডাকতে বাধ্য হন ৷

দিল্লি, 5 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হল । আজ 370 ধারার 1 নম্বর উপধারার প্রয়োগ করে রাষ্ট্রপতি 1954 সালে জম্মু ও কাশ্মীরকে দেওয়া 370 ধারা প্রত্যাহারের নির্দেশিকায় সই করেন । সেই নির্দেশিকা রাজ্যসভায় পড়ে শোনান স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ । পাশাপাশি পেশ করেন জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল ও জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল । পুনর্গঠন বিলে জম্মু ও কাশ্মীর ও লাদাখকে আলাদা দু'টি কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দেওয়া হয় ।

আজ রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কাশ্মীর উপত্যকার পরিস্থিতি নিয়ে বিরোধীরা মুলতবি প্রস্তাব আনেন ৷ বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ বলেন, রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বকে গতকাল থেকে গৃহবন্দী করে রাখা হয়েছে ৷ রাজ্যজুড়ে 144 ধারা জারি করা হয়েছে এবং উপত্যকাজুড়ে চলছে কারফিউ ৷ এবিষয়ে সরকারের বিবৃতি দাবি করে বিরোধীরা ৷ তিনি বলেন, "আজ সংসদের সবথেকে কালো দিন ৷ BJP সংবিধানকে খুন করল ৷"

তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়েন পয়েন্ট অফ অর্ডার তুলে বলেন, জম্মু ও কাশ্মীর সমেত অন্য বিল পড়ার সময় সরকার দিচ্ছে না ৷ সরকার এভাবে ক্ষমতার অপব্যবহার করছে ৷ এর উত্তরে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু বলেন, "সরকার বিল পেশ করার পর আপনাদের পড়ার সুযোগ দেবে ৷ আপনারা আলোচনার সুযোগও পাবেন ৷ আপনারা সহযোগিতা করুন ৷"

এরপরই জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার নিয়ে রাষ্ট্রপতির নির্দেশনামা রাজ্যসভায় পড়ে শোনান শাহ ৷ তখন বিরোধীরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ রাজ্যসভাজুড়ে শুরু হয় তুমুল হই-হট্টগোল ৷ এরই মাঝে জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিলটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ এতে লাদাখ ও জম্মু-কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার কথা বলা হয় ৷

বিলে আরও বলা হয়, লাদাখ অঞ্চলের জনগণের দীর্ঘদিনের দাবিকে স্বীকৃতি দিতে এবং প্রত্যন্ত এলাকা হওয়ার দরুণ সেটিকে কোনও পৃথক আইনসভা ছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে গণ্য করা হবে ৷ অপর দিকে, জম্মু-কাশ্মীরের ক্ষেত্রে সীমান্তপারে সন্ত্রাস রুখতে এবং উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি মাথায় রেখে লাদাখ বাদে শুধুমাত্র জম্মু-কাশ্মীর এলাকাকে আরেকটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে গণ্য করা হবে, তবে এক্ষেত্রে আইনসভা সমেত ৷

বিলটি পেশের পর PDP-র রাজ্যসভা সাংসদ মির ফৈয়াজ় এবং নাজ়ির আহমেদ লাওয়ে ছিঁড়ে ফেলতে চেয়েছিলেন সংবিধান ৷ এর প্রেক্ষিতে চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু রাজ্যসভা কক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন তাঁদের ৷ তুমুল হট্টগোল থামাতে একসময় চেয়ারম্যান রাজ্যসভা কক্ষে মার্শাল ডাকতে বাধ্য হন ৷


Sitapur (UP), Aug 04 (ANI): Unnao rape case accused Kuldeep Singh Sengar and Shashi Singh were taken to Delhi from Sitapur District Jail. They will be produced in Delhi's Tis Hazari Court tomorrow. Speaking to mediapersons, Kuldeep Sengar said, "Main BJP ka karyakarta tha, aur mein jis dal mein rehta hoon bahut imandari se rehta hoon. Mujhe sab pe bharosa hai. Sab rajneetik sazish hai. Meri bhagwan se kamna hai ki vo (Unnao rape survivor and her lawyer) theek ho jayen."
Last Updated : Aug 5, 2019, 6:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.