ETV Bharat / bharat

JNU-এ দুষ্কৃতী হামলায় IG-স্তরে তদন্তের নির্দেশ অমিত শাহর : সূত্র - Amit shah on JNU incident

JNU-এ দুষ্কৃতী হামলায় IG-স্তরে তদন্তের নির্দেশ দিলেন অমিত শাহ ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে একথা জানা গেছে ৷ এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

amit shah
amit shah
author img

By

Published : Jan 5, 2020, 10:26 PM IST

Updated : Jan 7, 2020, 11:40 AM IST

দিল্লি, 5 জানুয়ারি : JNU-এ দুষ্কৃতী হামলায় IG-স্তরে তদন্তের নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । দিল্লি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলার পর এই নির্দেশ দেন তিনি ।

  • MHA Sources: Union Home Minister Amit Shah has spoken to Delhi Police Commissioner Amulya Patnaik to take stock of situation in Jawaharlal Nehru University; Joint CP rank official to investigate and submit a report. (file pic) pic.twitter.com/MiGgmP09DB

    — ANI (@ANI) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে টুইট করে লেখা হয়, 'জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দুষ্কৃতী হামলার পর অমিত শাহ দিল্লি পুলিশ কমিশনার অমূল্য পটনায়কের সঙ্গে কথা বলেছেন । তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি । শীঘ্রই রিপোর্ট জমা করতে বলেছেন ।'

  • We strongly condemn brutality unleashed agst students/teachers in JNU. No words enough to describe such heinous acts. A shame on our democracy. Trinamool delegation led by Dinesh Trivedi (SajdaAhmed, ManasBhunia, VivekGupta) headed to DEL to show solidarity with #ShaheenBagh #JNU

    — Mamata Banerjee (@MamataOfficial) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জহওরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতী হামলার নিন্দা জানিয়ে টুইট করেছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক । টুইটে লেখা হয়, 'জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে আজ যে হামলা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় । সরকারের নজরে এসেছে, বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে মুখোশ পরা একদল দুষ্কৃতী ঢোকে । তারা পাথর ছুড়ছিল । বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নষ্ট করে । পড়ুয়াদের মারধর করে । এই ঘটনা দুর্ভাগ্যজনক । এই হিংসা এবং অরাজকতা মেনে নেওয়া হবে না ।'

  • Horrifying images from JNU — the place I know & remember was one for fierce debates & opinions but never violence. I unequivocally condemn the events of today. This govt, regardless of what has been said the past few weeks, wants universities to be safe spaces for all students.

    — Nirmala Sitharaman (@nsitharaman) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

JNU-তে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি টুইট করে লেখেন, 'JNU-র পড়ুয়া ও অধ্যাপকদের উপর হওয়া হামলার তীব্র নিন্দা জানাচ্ছি । গণতন্ত্রের লজ্জা । দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দিল্লি যাচ্ছে । জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের সমবেদনা জানাবে । '

  • The brutal attack on JNU students & teachers by masked thugs, that has left many seriously injured, is shocking.

    The fascists in control of our nation, are afraid of the voices of our brave students. Today’s violence in JNU is a reflection of that fear.

    #SOSJNU pic.twitter.com/kruTzbxJFJ

    — Rahul Gandhi (@RahulGandhi) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইট করেন । তিনি লেখেন, 'JNU-তে হিংসার ঘটনায় আমি হতবাক । পড়ুয়াদের উপর নৃশংসভাবে আক্রমণ করা হয়েছে । পুলিশের উচিত অবিলম্বে এই হিংসা থামিয়ে শান্তির ফিরিয়ে আনা । বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই যদি পড়ুয়ারা সুরক্ষিত না থাকতে পারেন, তবে দেশের উন্নতি হবে কী করে?'

  • It has come to Ministry's notice that a group of masked people entered the JNU campus today, threw stones, damaged property and attacked students. This is very unfortunate and highly condemnable, such acts of violence and anarchy will not be tolerated.

    — Ministry of HRD (@HRDMinistry) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘটনায় দুঃখপ্রকাশ করেন । তিনি টুইট করে লেখেন, 'যে JNU ক্যাম্পাসকে আমি জানতাম সেখানে বিভিন্ন মত ও বিতর্কের চর্চা হত । কিন্তু এরকম হিংসাত্মক ঘটনা ঘটত না । আমি দ্ব্যর্থহীনভাবে হামলার তীব্র নিন্দা করছি । সরকার সমস্ত পড়ুয়াদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস চায় । '

AIIMS-এ আহতদের সঙ্গে দেখা করতে যান কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা ভডঢ়া গান্ধি । এরপর তিনি এই ঘটনার প্রেক্ষিতে টুইট করেন । টুইটে তিনি লেখেন, AIIMS ট্রমা সেন্টারে জখম ছাত্র-ছাত্রীরা আমায় জানিয়েছেন, লাঠি হাতে দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা করে । অনেকের হাত, পা ভেঙেছে । কারোর মাথায় চোট রয়েছে । একজন ছাত্র জানিয়েছেন, এক পুলিশকর্মী তাঁকে লাথি মারে । সরকার কীভাবে এইধরণে হিংসায় মদত দিচ্ছে জানি না ।'

পড়ুয়াদের উপর হামলার তীব্র নিন্দা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । তিনি টুইট করে লেখেন, 'দেশ চালাচ্ছে এক ফ্যাসিস্ট সরকার । তারা ছাত্রদের সাহসী কন্ঠকে ভয় পেয়েছে । জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলা সেই ভয়েরই প্রতিফলন । '

দিল্লি, 5 জানুয়ারি : JNU-এ দুষ্কৃতী হামলায় IG-স্তরে তদন্তের নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । দিল্লি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলার পর এই নির্দেশ দেন তিনি ।

  • MHA Sources: Union Home Minister Amit Shah has spoken to Delhi Police Commissioner Amulya Patnaik to take stock of situation in Jawaharlal Nehru University; Joint CP rank official to investigate and submit a report. (file pic) pic.twitter.com/MiGgmP09DB

    — ANI (@ANI) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে টুইট করে লেখা হয়, 'জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দুষ্কৃতী হামলার পর অমিত শাহ দিল্লি পুলিশ কমিশনার অমূল্য পটনায়কের সঙ্গে কথা বলেছেন । তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি । শীঘ্রই রিপোর্ট জমা করতে বলেছেন ।'

  • We strongly condemn brutality unleashed agst students/teachers in JNU. No words enough to describe such heinous acts. A shame on our democracy. Trinamool delegation led by Dinesh Trivedi (SajdaAhmed, ManasBhunia, VivekGupta) headed to DEL to show solidarity with #ShaheenBagh #JNU

    — Mamata Banerjee (@MamataOfficial) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জহওরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতী হামলার নিন্দা জানিয়ে টুইট করেছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক । টুইটে লেখা হয়, 'জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে আজ যে হামলা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় । সরকারের নজরে এসেছে, বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে মুখোশ পরা একদল দুষ্কৃতী ঢোকে । তারা পাথর ছুড়ছিল । বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নষ্ট করে । পড়ুয়াদের মারধর করে । এই ঘটনা দুর্ভাগ্যজনক । এই হিংসা এবং অরাজকতা মেনে নেওয়া হবে না ।'

  • Horrifying images from JNU — the place I know & remember was one for fierce debates & opinions but never violence. I unequivocally condemn the events of today. This govt, regardless of what has been said the past few weeks, wants universities to be safe spaces for all students.

    — Nirmala Sitharaman (@nsitharaman) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

JNU-তে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি টুইট করে লেখেন, 'JNU-র পড়ুয়া ও অধ্যাপকদের উপর হওয়া হামলার তীব্র নিন্দা জানাচ্ছি । গণতন্ত্রের লজ্জা । দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দিল্লি যাচ্ছে । জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের সমবেদনা জানাবে । '

  • The brutal attack on JNU students & teachers by masked thugs, that has left many seriously injured, is shocking.

    The fascists in control of our nation, are afraid of the voices of our brave students. Today’s violence in JNU is a reflection of that fear.

    #SOSJNU pic.twitter.com/kruTzbxJFJ

    — Rahul Gandhi (@RahulGandhi) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইট করেন । তিনি লেখেন, 'JNU-তে হিংসার ঘটনায় আমি হতবাক । পড়ুয়াদের উপর নৃশংসভাবে আক্রমণ করা হয়েছে । পুলিশের উচিত অবিলম্বে এই হিংসা থামিয়ে শান্তির ফিরিয়ে আনা । বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই যদি পড়ুয়ারা সুরক্ষিত না থাকতে পারেন, তবে দেশের উন্নতি হবে কী করে?'

  • It has come to Ministry's notice that a group of masked people entered the JNU campus today, threw stones, damaged property and attacked students. This is very unfortunate and highly condemnable, such acts of violence and anarchy will not be tolerated.

    — Ministry of HRD (@HRDMinistry) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘটনায় দুঃখপ্রকাশ করেন । তিনি টুইট করে লেখেন, 'যে JNU ক্যাম্পাসকে আমি জানতাম সেখানে বিভিন্ন মত ও বিতর্কের চর্চা হত । কিন্তু এরকম হিংসাত্মক ঘটনা ঘটত না । আমি দ্ব্যর্থহীনভাবে হামলার তীব্র নিন্দা করছি । সরকার সমস্ত পড়ুয়াদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস চায় । '

AIIMS-এ আহতদের সঙ্গে দেখা করতে যান কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা ভডঢ়া গান্ধি । এরপর তিনি এই ঘটনার প্রেক্ষিতে টুইট করেন । টুইটে তিনি লেখেন, AIIMS ট্রমা সেন্টারে জখম ছাত্র-ছাত্রীরা আমায় জানিয়েছেন, লাঠি হাতে দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা করে । অনেকের হাত, পা ভেঙেছে । কারোর মাথায় চোট রয়েছে । একজন ছাত্র জানিয়েছেন, এক পুলিশকর্মী তাঁকে লাথি মারে । সরকার কীভাবে এইধরণে হিংসায় মদত দিচ্ছে জানি না ।'

পড়ুয়াদের উপর হামলার তীব্র নিন্দা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । তিনি টুইট করে লেখেন, 'দেশ চালাচ্ছে এক ফ্যাসিস্ট সরকার । তারা ছাত্রদের সাহসী কন্ঠকে ভয় পেয়েছে । জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলা সেই ভয়েরই প্রতিফলন । '

Varanasi (Uttar Pradesh), Jan 05 (ANI): While speaking to media in Uttar Pradesh's Varanasi on January 05, the Union Minister of Petroleum and Natural Gas, Dharmendra Pradhan, said, "Tension in oil producing areas in the world impacts India. We are working towards increasing oil production in the country and finding alternate energy solutions" "There is no need to worry as situation is peaceful in Kuwait, UAE and Saudi Arabia." he added.
Last Updated : Jan 7, 2020, 11:40 AM IST

For All Latest Updates

TAGGED:

JNU attacked
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.