দিল্লি, 1 সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীর নিয়ে মন্তব্য করে দেশকে লজ্জায় ফেলেছেন রাহুল গান্ধি ও কংগ্রেস । আজ এই মন্তব্য করলেন BJP নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সম্প্রতি রাষ্ট্রসংঘে কাশ্মীর সংক্রান্ত একটি আবেদনে রাহুলের বক্তব্য উদ্ধৃত করে পাকিস্তান । এরপর BJP এই ইশুতে রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করে । এবার কংগ্রেসকে আক্রমণ করলেন অমিত শাহ ।
আজ দাদরা ও নগর হাভেলিতে এক জনসভা থেকে অমিত শাহ বলেন, "370 ধারা প্রত্যাহারের বিরোধিতা করেছে কংগ্রেস । রাহুল গান্ধি যা বলেছেন, তার প্রশংসা করেছে পাকিস্তান । নিজেদের আবেদনে রাহুলের বিবৃতি রেখেছে তারা । এই বিবৃতিগুলি ভারতের বিরুদ্ধে করা হয়েছে । এ জন্য কংগ্রেস নেতাদের লজ্জা পাওয়া উচিত ।"
পাশাপাশি 370 প্রত্যাহার ও জম্মু ও কাশ্মীরের পৃথকীকরণের ফলে সেখানে উন্নতি হবে বলে দাবি করেন অমিত শাহ । তিনি বলেন, "বিশেষ মর্যাদার তকমা তুলে নেওয়ার পরই কাশ্মীরে উন্নয়নের পথ প্রশস্ত হয়েছে । আর সন্ত্রাসবাদের কফিনে শেষ পেরেকও পুঁতে দেওয়া সম্ভব হয়েছে ।"