ETV Bharat / bharat

রাহুল গান্ধির প্রশংসা করে পাকিস্তান, লজ্জা হওয়া উচিত : অমিত শাহ - Silvassa

সম্প্রতি রাষ্ট্রসংঘে কাশ্মীর সংক্রান্ত একটি আবেদনে রাহুলের বক্তব্য উদ্ধৃত করে পাকিস্তান । আজ দাদরা ও নগর হাভেলিতে এক জনসভা থেকে এই ইশুতে রাহুলকে আক্রমণ করলেন অমিত শাহ ।

অমিত শাহ
author img

By

Published : Sep 1, 2019, 8:01 PM IST

Updated : Sep 1, 2019, 8:21 PM IST

দিল্লি, 1 সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীর নিয়ে মন্তব্য করে দেশকে লজ্জায় ফেলেছেন রাহুল গান্ধি ও কংগ্রেস । আজ এই মন্তব্য করলেন BJP নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সম্প্রতি রাষ্ট্রসংঘে কাশ্মীর সংক্রান্ত একটি আবেদনে রাহুলের বক্তব্য উদ্ধৃত করে পাকিস্তান । এরপর BJP এই ইশুতে রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করে । এবার কংগ্রেসকে আক্রমণ করলেন অমিত শাহ ।

আজ দাদরা ও নগর হাভেলিতে এক জনসভা থেকে অমিত শাহ বলেন, "370 ধারা প্রত্যাহারের বিরোধিতা করেছে কংগ্রেস । রাহুল গান্ধি যা বলেছেন, তার প্রশংসা করেছে পাকিস্তান । নিজেদের আবেদনে রাহুলের বিবৃতি রেখেছে তারা । এই বিবৃতিগুলি ভারতের বিরুদ্ধে করা হয়েছে । এ জন্য কংগ্রেস নেতাদের লজ্জা পাওয়া উচিত ।"

পাশাপাশি 370 প্রত্যাহার ও জম্মু ও কাশ্মীরের পৃথকীকরণের ফলে সেখানে উন্নতি হবে বলে দাবি করেন অমিত শাহ । তিনি বলেন, "বিশেষ মর্যাদার তকমা তুলে নেওয়ার পরই কাশ্মীরে উন্নয়নের পথ প্রশস্ত হয়েছে । আর সন্ত্রাসবাদের কফিনে শেষ পেরেকও পুঁতে দেওয়া সম্ভব হয়েছে ।"

দিল্লি, 1 সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীর নিয়ে মন্তব্য করে দেশকে লজ্জায় ফেলেছেন রাহুল গান্ধি ও কংগ্রেস । আজ এই মন্তব্য করলেন BJP নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সম্প্রতি রাষ্ট্রসংঘে কাশ্মীর সংক্রান্ত একটি আবেদনে রাহুলের বক্তব্য উদ্ধৃত করে পাকিস্তান । এরপর BJP এই ইশুতে রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করে । এবার কংগ্রেসকে আক্রমণ করলেন অমিত শাহ ।

আজ দাদরা ও নগর হাভেলিতে এক জনসভা থেকে অমিত শাহ বলেন, "370 ধারা প্রত্যাহারের বিরোধিতা করেছে কংগ্রেস । রাহুল গান্ধি যা বলেছেন, তার প্রশংসা করেছে পাকিস্তান । নিজেদের আবেদনে রাহুলের বিবৃতি রেখেছে তারা । এই বিবৃতিগুলি ভারতের বিরুদ্ধে করা হয়েছে । এ জন্য কংগ্রেস নেতাদের লজ্জা পাওয়া উচিত ।"

পাশাপাশি 370 প্রত্যাহার ও জম্মু ও কাশ্মীরের পৃথকীকরণের ফলে সেখানে উন্নতি হবে বলে দাবি করেন অমিত শাহ । তিনি বলেন, "বিশেষ মর্যাদার তকমা তুলে নেওয়ার পরই কাশ্মীরে উন্নয়নের পথ প্রশস্ত হয়েছে । আর সন্ত্রাসবাদের কফিনে শেষ পেরেকও পুঁতে দেওয়া সম্ভব হয়েছে ।"

New Delhi, Sep 01 (ANI): While speaking to ANI on Indian economy, leader of Communist Party of India (Marxist) Sitaram Yechury said, "The worst is that the whole country lives on tea-biscuit. Now, Britannia says even that five rupee packet of biscuit is not being purchased by the people. The answer to this lies in increasing the purchasing power of people and so the employment generation which can only be done through big state investments." "They have looted the Reserve Bank of India (RBI) which is now the bank of India and now there is no reserve left in that bank. 1.76 lakh crores is being used to manage the fudging they have done in their economic figures," Yechury added.
Last Updated : Sep 1, 2019, 8:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.