ETV Bharat / bharat

কেরালায় কোরোনা আক্রান্ত যুবতিকে ধর্ষণ অ্যাম্বুলেন্স চালকের - Patient

কোরোনা আবহের মধ্যেও কমছে না নারী নির্যাতন ৷ কেরালায় 19 বছরের কোরোনায় আক্রান্ত যুবতিকে ধর্ষণের অভিযোগ উঠল অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে ৷ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

ছবি
ছবি
author img

By

Published : Sep 6, 2020, 3:25 PM IST

Updated : Sep 6, 2020, 6:25 PM IST

পাঠানমথিট্টা (কেরালা), 6 সেপ্টেম্বর : কোরোনা পরিস্থিতির মধ্যেও কমছে না নারী নির্যাতন ৷ এবার কেরালায় 19 বছরের কোরোনায় আক্রান্ত যুবতিকে ধর্ষণের অভিযোগ উঠল অ্যাম্বুলেন্স ড্রাইভারের বিরুদ্ধে ৷ অভিযুক্তের নাম নওফাল (25) ৷ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

ঘটনাটি গতকাল রাতের ৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত চালক তার গাড়িতে দু'জন রোগীকে দু'টি পৃথক হাসপাতালে নিয়ে যাচ্ছিল ৷ দুই রোগীর মধ্যে একজন ছিলেন প্রৌঢ়া এবং অন্যজন ওই যুবতি ৷ প্রথমে প্রৌঢ়াকে নির্দিষ্ট হাসপাতালে নামিয়ে দিলেও পরে নওফাল ওই যুবতিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে একটি ফাঁকা স্থানে নিয়ে যায় ৷ অভিযোগ সেখানেই তাঁকে ধর্ষণ করে সে ৷

ইতিমধ্যেই নওফালকে 108টি অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে বরখাস্ত করা হয়েছে ৷ এই বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পাঠানমথিট্টা থানার পুলিশ ৷ ঘটনার বিষয়ে শোক প্রকাশ করেছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী K K শৈলজা ৷

দেশে ক্রমাগত বাড়ছে কোরোনা সংক্রমণ ৷ তার মধ্যেও মেয়েদের উপর অপরাধের সংখ্যা কমছে না ৷ গোটা দেশজুড়েই কোনও না কোনও দিন খবরের পাতার শিরোনামে থাকছে নারী নির্যাতনের ঘটনা ৷ এর আগে গত মাসে দিল্লিতে একই ঘটনা ঘটেছিল ৷ কোরোনা হাসপাতালের মধ্যেই কিশোরীকে ধর্ষণ করে দু'জন ৷ এরপর আজ কেরালার ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর ৷

পাঠানমথিট্টা (কেরালা), 6 সেপ্টেম্বর : কোরোনা পরিস্থিতির মধ্যেও কমছে না নারী নির্যাতন ৷ এবার কেরালায় 19 বছরের কোরোনায় আক্রান্ত যুবতিকে ধর্ষণের অভিযোগ উঠল অ্যাম্বুলেন্স ড্রাইভারের বিরুদ্ধে ৷ অভিযুক্তের নাম নওফাল (25) ৷ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

ঘটনাটি গতকাল রাতের ৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত চালক তার গাড়িতে দু'জন রোগীকে দু'টি পৃথক হাসপাতালে নিয়ে যাচ্ছিল ৷ দুই রোগীর মধ্যে একজন ছিলেন প্রৌঢ়া এবং অন্যজন ওই যুবতি ৷ প্রথমে প্রৌঢ়াকে নির্দিষ্ট হাসপাতালে নামিয়ে দিলেও পরে নওফাল ওই যুবতিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে একটি ফাঁকা স্থানে নিয়ে যায় ৷ অভিযোগ সেখানেই তাঁকে ধর্ষণ করে সে ৷

ইতিমধ্যেই নওফালকে 108টি অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে বরখাস্ত করা হয়েছে ৷ এই বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পাঠানমথিট্টা থানার পুলিশ ৷ ঘটনার বিষয়ে শোক প্রকাশ করেছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী K K শৈলজা ৷

দেশে ক্রমাগত বাড়ছে কোরোনা সংক্রমণ ৷ তার মধ্যেও মেয়েদের উপর অপরাধের সংখ্যা কমছে না ৷ গোটা দেশজুড়েই কোনও না কোনও দিন খবরের পাতার শিরোনামে থাকছে নারী নির্যাতনের ঘটনা ৷ এর আগে গত মাসে দিল্লিতে একই ঘটনা ঘটেছিল ৷ কোরোনা হাসপাতালের মধ্যেই কিশোরীকে ধর্ষণ করে দু'জন ৷ এরপর আজ কেরালার ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর ৷

Last Updated : Sep 6, 2020, 6:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.