ETV Bharat / bharat

অমরনাথ যাত্রা কাটছাঁট, জম্মু-কাশ্মীর থেকে ফিরতে বলা হল পর্যটকদের

হামলার ছক কষেছিল জঙ্গিরা ৷ এই খবরের জেরে অমরনাথ যাত্রী ও অন্য পর্যটকদের সরে যাওয়ার পরামর্শ দিল রাজ্য সরকার

amarnath pilgrims, অমরনাথ তীর্থযাত্রী
author img

By

Published : Aug 2, 2019, 6:08 PM IST

শ্রীনগর, 2 অগাস্ট : হামলার ছক কষেছিল জঙ্গিরা ৷ এই খবরের জেরে নেওয়া হল আগাম সতর্কতা ৷ অমরনাথ তীর্থযাত্রী সহ পর্যটকদের সরে যেতে বলল জম্মু-কাশ্মীর সরকার ৷

অমরনাথের যাত্রাপথে এম-24 অ্যামেরিকান স্নিপার রাইফেল ও টেলিস্কোপ উদ্ধার হওয়ার কথা আগেই জানিয়েছিলেন লেফটেন্যান্ট জেনেরাল কে জি এস ধিলোঁ ৷ পাকিস্তান সেনার ল্যান্ডমাইন উদ্ধারের কথাও জানিয়েছিলেন তিনি ৷ নিরাপত্তা বিঘ্নিত হওয়ার গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরই অমরনাথ যাত্রী ও অন্য পর্যটকদের সরে যাওয়ার পরামর্শ দিল রাজ্য সরকার । তবে কোনওরকম গুজবে কান না দেওয়ার জন্যও প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে ৷

নিরাপত্তার কথা চিন্তা করে যত দ্রুত সম্ভব পর্যটক ও অমরনাথ যাত্রীদের ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷ আজই সেনাবাহিনীর তরফে জানানো হয়, পাকিস্তান সেনা সমর্থিত জঙ্গিরা অমরনাথ যাত্রায় বিঘ্ন ঘটাতে চাইছে বলে গোয়েন্দা রিপোর্ট রয়েছে ।

বৃহস্পতিবারই কাশ্মীরে বায়ুসেনা এবং স্থলসেনাকে চূড়ান্ত সতর্কবার্তা পাঠায় কেন্দ্র । সেই বার্তা পেয়েই ওই দিন সন্ধ্যা থেকে উপত্যকায় টহলদারি শুরু করেছে বায়ুসেনার যুদ্ধবিমান । যদিও ধিঁলো আজ বলেন, "পরিস্থিতি সম্পূর্ণ আমাদের অনুকূলে । কাশ্মীরে শান্তি রয়েছে ।" অভ্যন্তরীণ নিরাপত্তার খাতিরেই এই ব্যবস্থা করা হচ্ছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে ।

শ্রীনগর, 2 অগাস্ট : হামলার ছক কষেছিল জঙ্গিরা ৷ এই খবরের জেরে নেওয়া হল আগাম সতর্কতা ৷ অমরনাথ তীর্থযাত্রী সহ পর্যটকদের সরে যেতে বলল জম্মু-কাশ্মীর সরকার ৷

অমরনাথের যাত্রাপথে এম-24 অ্যামেরিকান স্নিপার রাইফেল ও টেলিস্কোপ উদ্ধার হওয়ার কথা আগেই জানিয়েছিলেন লেফটেন্যান্ট জেনেরাল কে জি এস ধিলোঁ ৷ পাকিস্তান সেনার ল্যান্ডমাইন উদ্ধারের কথাও জানিয়েছিলেন তিনি ৷ নিরাপত্তা বিঘ্নিত হওয়ার গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরই অমরনাথ যাত্রী ও অন্য পর্যটকদের সরে যাওয়ার পরামর্শ দিল রাজ্য সরকার । তবে কোনওরকম গুজবে কান না দেওয়ার জন্যও প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে ৷

নিরাপত্তার কথা চিন্তা করে যত দ্রুত সম্ভব পর্যটক ও অমরনাথ যাত্রীদের ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷ আজই সেনাবাহিনীর তরফে জানানো হয়, পাকিস্তান সেনা সমর্থিত জঙ্গিরা অমরনাথ যাত্রায় বিঘ্ন ঘটাতে চাইছে বলে গোয়েন্দা রিপোর্ট রয়েছে ।

বৃহস্পতিবারই কাশ্মীরে বায়ুসেনা এবং স্থলসেনাকে চূড়ান্ত সতর্কবার্তা পাঠায় কেন্দ্র । সেই বার্তা পেয়েই ওই দিন সন্ধ্যা থেকে উপত্যকায় টহলদারি শুরু করেছে বায়ুসেনার যুদ্ধবিমান । যদিও ধিঁলো আজ বলেন, "পরিস্থিতি সম্পূর্ণ আমাদের অনুকূলে । কাশ্মীরে শান্তি রয়েছে ।" অভ্যন্তরীণ নিরাপত্তার খাতিরেই এই ব্যবস্থা করা হচ্ছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে ।

Srinagar (J and K), 02 Aug (ANI): After reports of deployment of additional paramilitary forces, Indian Army will address a joint press conference in Jammu and Kashmir on Friday. "Situation on the LoC is under control and very much peaceful. Infiltration bids from Pakistan side are being successfully thwarted," informed the commander of the Chinar Corps Lt General K.J.S Dhillon.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.