ETV Bharat / bharat

শান্তি ও উন্নয়নকেই অগ্রাধিকার দিয়েছি, ইমরানকে পালটা মোদির - IMRAN KHAN CONGRATULATE MODI

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের প্রাথমিক ধাপেই স্পষ্ট হয়ে যায় বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছেন নরেন্দ্র মোদি । এই আভাস মেলার পরই দেশ-বিদেশের প্রথম সারির নেতারা প্রায় সকলেই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন নমোকে । শুভেচ্ছা জানিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ।

মোদিকে শুভেচ্ছা ইমরানের
author img

By

Published : May 24, 2019, 5:05 AM IST

দিল্লি, 24 মে: দক্ষিণ এশিয়ায় শান্তি-সমৃদ্ধি এবং অগ্রগতির লক্ষ্যে আগামী দিনে এক সঙ্গে কাজ করার আশা রাখছি । লোকসভা নির্বাচনে জয়ের দিকে পা বাড়াতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টুইট করে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদিকে । পালটা ইমরানকে শুভেচ্ছা জানিয়েছেন মোদি । তিনি লিখেছেন, "আপনার শুভেচ্ছার জন্য আমার কৃতজ্ঞতা জানাচ্ছি । আমি সবসময় আমাদের অঞ্চলে শান্তি ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছি ।"

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের প্রাথমিক ধাপেই স্পষ্ট হয়ে যায় বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছেন নরেন্দ্র মোদি । এই আভাস মেলার পরই দেশ-বিদেশের প্রথম সারির নেতারা প্রায় সকলেই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন নমোকে । শুভেচ্ছা জানিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও । শুভেচ্ছা জানিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং । দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে জানিয়েছেন দুই দেশের নেতা ।

মোদিকে প্রথম শুভেচ্ছা জানান ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু । আগামী দিনে ভারত-ইজ়রায়েল সম্পর্ক আরও মজবুত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি । ফলপ্রকাশের পর মোদিকে ভিডিয়ো কল করেছিলেন নেতানিয়াহু । পরে, তাঁদের কথোপকথনের ভিডিয়ো কল শেয়ার করেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী । বলেন, "নরেন্দ্র, আমার বন্ধু, অভিনন্দন ! কী বিপুল জয় !" নেতানিয়াহু সেই ভিডিয়ো কল শেয়ার করার সময় লেখেন, "আশাকরি, নতুন সরকার গঠনের পর খুব শিগগির আমাদের আবার দেখা হবে । আপনার জোট বাঁধার দরকার পড়বে না । আমার দরকার রয়েছে ।"

দিল্লি, 24 মে: দক্ষিণ এশিয়ায় শান্তি-সমৃদ্ধি এবং অগ্রগতির লক্ষ্যে আগামী দিনে এক সঙ্গে কাজ করার আশা রাখছি । লোকসভা নির্বাচনে জয়ের দিকে পা বাড়াতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টুইট করে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদিকে । পালটা ইমরানকে শুভেচ্ছা জানিয়েছেন মোদি । তিনি লিখেছেন, "আপনার শুভেচ্ছার জন্য আমার কৃতজ্ঞতা জানাচ্ছি । আমি সবসময় আমাদের অঞ্চলে শান্তি ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছি ।"

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের প্রাথমিক ধাপেই স্পষ্ট হয়ে যায় বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছেন নরেন্দ্র মোদি । এই আভাস মেলার পরই দেশ-বিদেশের প্রথম সারির নেতারা প্রায় সকলেই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন নমোকে । শুভেচ্ছা জানিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও । শুভেচ্ছা জানিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং । দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে জানিয়েছেন দুই দেশের নেতা ।

মোদিকে প্রথম শুভেচ্ছা জানান ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু । আগামী দিনে ভারত-ইজ়রায়েল সম্পর্ক আরও মজবুত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি । ফলপ্রকাশের পর মোদিকে ভিডিয়ো কল করেছিলেন নেতানিয়াহু । পরে, তাঁদের কথোপকথনের ভিডিয়ো কল শেয়ার করেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী । বলেন, "নরেন্দ্র, আমার বন্ধু, অভিনন্দন ! কী বিপুল জয় !" নেতানিয়াহু সেই ভিডিয়ো কল শেয়ার করার সময় লেখেন, "আশাকরি, নতুন সরকার গঠনের পর খুব শিগগির আমাদের আবার দেখা হবে । আপনার জোট বাঁধার দরকার পড়বে না । আমার দরকার রয়েছে ।"

Sheohar (Bihar), May 13 (ANI): A polling officer, Shivendra Kishor, who was hit by an accidental fire of a home guard's rifle at polling booth number 275 in Bihar's Sheohar succumbed to his injuries in hospital where he was transported for his treatment. Bihar unit of the Election Commission paid their tributes to the deceased polling agent in their office in Patna.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.