ETV Bharat / bharat

পরিকাঠামো ক্ষেত্রে 103 লাখ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব - Budget 2020 India

27 হাজার কিমি পর্যন্ত রেল ট্র্যাককে বৈদ্যুতিকরণ করার টার্গেট নিয়েছে ভারতীয় রেল ৷ অর্থমন্ত্রী বলেন, সরকার গড়ার 100 দিনের মধ্যে বেশি সংখ্যক স্টেশনে 550টি ওয়াই-ফাই সুবিধা চালু করা হয়েছে ৷

infrastructure
পরিকাঠামো
author img

By

Published : Feb 1, 2020, 9:03 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ফাইভ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে দেশকে পৌঁছানো ৷ আর সেই লক্ষ্য পূরণ করতে হলে শিল্পের পাশাপাশি পরিকাঠামোর উন্নতি প্রয়োজন ৷ পরিকাঠামো সুসংগঠিত করতে ও চাকরির সুযোগ তৈরি করতে এই খাতে 103 লাখ কোটি টাকা ব্যয় করা হবে ৷ আজকের বাজেটে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

এই প্রকল্পের মধ্যে আকার ও উন্নয়নের পর্যায়ে বিচার করে বিভিন্ন ক্ষেত্রে 6,500টির বেশি প্রজেক্ট রয়েছে ৷ অর্থমন্ত্রী আজকের বাজেট পেশ করতে গিয়ে বলেছেন, ইতিমধ্যেই পরিকাঠামো পাইপলাইনে 22 হাজার কোটি প্রদান করা হয়েছে ৷ হাইওয়েগুলির উন্নতির লক্ষ্যে 2500 কিমি কন্ট্রোল হাইওয়ে, 9000 কিমি ইকোনমিক করিডোরের পাশাপাশি 2000 কিমি উপকূলীয় ও ল্যান্ডপোর্ট রোড ও 2000 কিমি স্ট্যাটেজিক হাইওয়ে তৈরি করা হবে ৷ 2023 সালের মধ্যে তৈরি হবে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে ৷ চেন্নাই-বেঙ্গালুরু এক্সপ্রেসওয়ের কাজ শুরু হবে শীঘ্রই ৷

বাজেট 2020

27 হাজার কিমি পর্যন্ত রেল ট্র্যাককে বৈদ্যুতিকরণ করার টার্গেট নিয়েছে ভারতীয় রেল ৷ অর্থমন্ত্রী বলেন, সরকার গড়ার 100 দিনের মধ্যে বেশি সংখ্যক স্টেশনে 550টি ওয়াই-ফাই সুবিধা চালু করা হয়েছে ৷ তেজসের মতো দ্রুতগতির ট্রেন দেশের আইকনিক টুরিস্ট স্পটগুলিকে যুক্ত করবে ৷ মুম্বই এবং আমেদাবাদের মধ্যে দ্রুতগতির ট্রেনের সংখ্যা বাড়ানো হবে ৷ একইভাবে উড়ান স্কিমের অধীনে 2024 সালের মধ্যে 100টি বিমানবন্দরের উন্নয়ন করা হবে ৷ যোগাযোগ পরিকাঠামোর উন্নতির ক্ষেত্রে চলতি বছরে 1.70 লাখ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ শক্তি এবং তার পুনর্নবীকরণ ক্ষেত্রে 22 হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব এসেছে ৷ পাশাপাশি জাতীয় গ্যাস গ্রিডের সম্প্রসারণ করা হবে 16,200 কিমি থেকে 27 হাজার কিমি পর্যন্ত ৷

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ফাইভ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে দেশকে পৌঁছানো ৷ আর সেই লক্ষ্য পূরণ করতে হলে শিল্পের পাশাপাশি পরিকাঠামোর উন্নতি প্রয়োজন ৷ পরিকাঠামো সুসংগঠিত করতে ও চাকরির সুযোগ তৈরি করতে এই খাতে 103 লাখ কোটি টাকা ব্যয় করা হবে ৷ আজকের বাজেটে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

এই প্রকল্পের মধ্যে আকার ও উন্নয়নের পর্যায়ে বিচার করে বিভিন্ন ক্ষেত্রে 6,500টির বেশি প্রজেক্ট রয়েছে ৷ অর্থমন্ত্রী আজকের বাজেট পেশ করতে গিয়ে বলেছেন, ইতিমধ্যেই পরিকাঠামো পাইপলাইনে 22 হাজার কোটি প্রদান করা হয়েছে ৷ হাইওয়েগুলির উন্নতির লক্ষ্যে 2500 কিমি কন্ট্রোল হাইওয়ে, 9000 কিমি ইকোনমিক করিডোরের পাশাপাশি 2000 কিমি উপকূলীয় ও ল্যান্ডপোর্ট রোড ও 2000 কিমি স্ট্যাটেজিক হাইওয়ে তৈরি করা হবে ৷ 2023 সালের মধ্যে তৈরি হবে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে ৷ চেন্নাই-বেঙ্গালুরু এক্সপ্রেসওয়ের কাজ শুরু হবে শীঘ্রই ৷

বাজেট 2020

27 হাজার কিমি পর্যন্ত রেল ট্র্যাককে বৈদ্যুতিকরণ করার টার্গেট নিয়েছে ভারতীয় রেল ৷ অর্থমন্ত্রী বলেন, সরকার গড়ার 100 দিনের মধ্যে বেশি সংখ্যক স্টেশনে 550টি ওয়াই-ফাই সুবিধা চালু করা হয়েছে ৷ তেজসের মতো দ্রুতগতির ট্রেন দেশের আইকনিক টুরিস্ট স্পটগুলিকে যুক্ত করবে ৷ মুম্বই এবং আমেদাবাদের মধ্যে দ্রুতগতির ট্রেনের সংখ্যা বাড়ানো হবে ৷ একইভাবে উড়ান স্কিমের অধীনে 2024 সালের মধ্যে 100টি বিমানবন্দরের উন্নয়ন করা হবে ৷ যোগাযোগ পরিকাঠামোর উন্নতির ক্ষেত্রে চলতি বছরে 1.70 লাখ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ শক্তি এবং তার পুনর্নবীকরণ ক্ষেত্রে 22 হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব এসেছে ৷ পাশাপাশি জাতীয় গ্যাস গ্রিডের সম্প্রসারণ করা হবে 16,200 কিমি থেকে 27 হাজার কিমি পর্যন্ত ৷

New Delhi, Feb 01 (ANI): During Budget speech, Finance Minister Nirmala Sitharaman informed that government of India has proposed Rs 12,300 crores for Swachh Bharat Mission for the year 2020-21. "Allocation of Rs 12,300 crore for Swachh Bharat Mission for year 2020-21, aiming to provide water supply to all households, prime minister announced from the Red Fort the 'Jal Jeevan' mission, our government has approved 3.6 lakh crore for this mission," Finance Minister said. Finance Minister Nirmala Sitharaman presented the full Budget of the second term of the Narendra Modi government. Sitharaman presented the Union Budget for financial year 2020-21.


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.