দিল্লি, ১ ফেব্রুয়ারি : কৃষির পাশাপাশি প্রতিরক্ষা খাতেও চমক বাজেটে। প্রতিরক্ষা ক্ষেত্রে ৩ লাখ কোটি টাকার বেশি বরাদ্দ করা হল। অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করলেন ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল।
OROP অর্থাৎ ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন। এই দাবিতে তোলপাড় হয়েছিল গোটা দেশ। অবশেষে সেনাকর্মীদের সেই দাবি পূরণ হয়। OROP-র সিদ্ধান্ত নেয় মোদি সরকার। লোকসভা নির্বাচনের আগে এই বাজেটেও OROP প্রসঙ্গ তুললেন পীযূষ গোয়েল। বললেন, "আমাদের সেনা, আমাদের গর্ব। ৪০ বছর ধরে এই দাবি পূরণ হয়নি। আমরা তা পূরণ করেছি। ইতিমধ্য জওয়ানদের জন্য ৩৫ কোটি টাকা দেওয়া হয়েছে।"
পাশাপাশি, বাজেটে প্রতিরক্ষা খাতে ৩ লাখ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। এই পরিমাণ অর্থ প্রতিরক্ষা খাতে বরাদ্দ এই প্রথম বলে দাবি কেন্দ্রের।