ETV Bharat / bharat

অসামরিক উড়ান পরিষেবা 31 মে পর্যন্ত স্থগিত

আজই লকডাউনের চতুর্থ পর্যায়ের মেয়াদ ঘোষণা করেছে কেন্দ্র। এবার কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহন দপ্তর জানিয়ে দিল, যাবতীয় অসামরিক উড়ান পরিষেবা স্থগিত থাকছে আগামী 31 মে রাত ১২টা পর্যন্ত।

commercial passenger flight suspended
দিল্লি
author img

By

Published : May 17, 2020, 11:48 PM IST

Updated : May 18, 2020, 2:08 AM IST

দিল্লি, 17 মে: কেন্দ্র ঘোষণা করেছে চতুর্থ পর্যায়ে লকডাউন চলবে 31 মে পর্যন্ত। এরপরই কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহন দপ্তর জানিয়ে দিল, অসামরিক উড়ান পরিষেবা আগামী 31 মে রাত 12টা পর্যন্ত স্থগিত করা হয়েছে।

কোরোনার প্রকোপে জারি হয় লকডাউন। এর পর গত 25 মার্চ থেকেই অসামরিক উড়ান পরিষেবা বাতিল করা হয়।পরবর্তীকালে ধাপে ধাপে বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। তবে, লকডাউনের চতুর্থ পর্যায়ের আগেভাগে বেশ কিছু ছাড় দেওয়া হবে বলে ঘোষণা করেছিল কেন্দ্র। যা শুনে আশায় বুক বেঁধেছিল সাধারণ যাত্রী থেকে বিমান সংস্থাগুলি। বিমান যাত্রার টিকিটের মূল্য বাড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রী পরিবহন শুরু হতে পারে বলে জানা গিয়েছিল। কিন্তু, শেষ পর্যন্ত তা হল না। কেন্দ্র লকডাউনের মেয়াদ বাড়ানোর পরে পরেই কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহন দপ্তর জানিয়ে দিল, আগামী 31 মে পর্যন্ত স্থগিত যাবতীয় উড়ান।

রবিবার দপ্তরের তরফে জানানো হয়েছে, অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উড়ান কবে দেশে ও দেশের বাইরে থেকে চালু হবে তা উপযুক্ত সময়ে জানিয়ে দেওয়া হবে।

দিল্লি, 17 মে: কেন্দ্র ঘোষণা করেছে চতুর্থ পর্যায়ে লকডাউন চলবে 31 মে পর্যন্ত। এরপরই কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহন দপ্তর জানিয়ে দিল, অসামরিক উড়ান পরিষেবা আগামী 31 মে রাত 12টা পর্যন্ত স্থগিত করা হয়েছে।

কোরোনার প্রকোপে জারি হয় লকডাউন। এর পর গত 25 মার্চ থেকেই অসামরিক উড়ান পরিষেবা বাতিল করা হয়।পরবর্তীকালে ধাপে ধাপে বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। তবে, লকডাউনের চতুর্থ পর্যায়ের আগেভাগে বেশ কিছু ছাড় দেওয়া হবে বলে ঘোষণা করেছিল কেন্দ্র। যা শুনে আশায় বুক বেঁধেছিল সাধারণ যাত্রী থেকে বিমান সংস্থাগুলি। বিমান যাত্রার টিকিটের মূল্য বাড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রী পরিবহন শুরু হতে পারে বলে জানা গিয়েছিল। কিন্তু, শেষ পর্যন্ত তা হল না। কেন্দ্র লকডাউনের মেয়াদ বাড়ানোর পরে পরেই কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহন দপ্তর জানিয়ে দিল, আগামী 31 মে পর্যন্ত স্থগিত যাবতীয় উড়ান।

রবিবার দপ্তরের তরফে জানানো হয়েছে, অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উড়ান কবে দেশে ও দেশের বাইরে থেকে চালু হবে তা উপযুক্ত সময়ে জানিয়ে দেওয়া হবে।

Last Updated : May 18, 2020, 2:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.