দিল্লি, 14 সেপ্টেম্বর : দীর্ঘ বিরতির পর আজ থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন । কোরোনা বিধি মেনেই অত্যন্ত সতর্কতা মেনেই অধিবেশনে সামিল হয়েছেন সাংসদরা। 18 দিন ধরে চলবে এই অধিবেশন । তার আগে বাদল অধিবেশনে যোগ দেওয়া সমস্ত সাংসদদের কোভিড-19 কিট পাঠান লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ।
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন থেকে দেওয়া এই কোভিড-19 কিটে রয়েছে 40টি ডিসপোজেবল মাস্ক, পাঁচটি N-95 মাস্ক, 50 ml - এর 20 বোতল স্যানিটাইজার, ফেস শিল্ড, 40 জোড়া গ্লাভস, দরজা খোলা ও বন্ধ করার জন্য টাচ ফ্রি হুক, ভেষজ স্যানিটাইজেশন ওয়াইপ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কারি টি ব্যাগ । প্রতিটি কিটের সঙ্গে কোভিড-19 ম্যানুয়ালও দেওয়া হয়েছে ।
কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে । ছেঁটে ফেলা হয়েেছ একাধিক নিয়ম । অধিবেশনের আগে হয়নি কোনও সর্বদল বৈঠক । জিরো আওয়ারের সময়সীমা আধ ঘণ্টা করে দেওয়া হয়েছে । থাকছে না কোনও প্রশ্নোত্তর পর্ব ।
এখনও পর্যন্ত সাতজন কেন্দ্রীয় মন্ত্রী এবং দু ডজন সাংসদ কোরোনা থেকে সুস্থ হয়েছেন । একজন সাংসদ ও বেশ কয়েক জন MLA- এর মৃত্যু হয়েছে ।