অমরাবতী, 14 অক্টোবর : বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিপাত অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানায় । ভারী বৃষ্টিপাতের জেরে রাজ্যের সমস্ত জলাধারগুলো কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে । জানা গিয়েছে, পূর্ব গোদাবরী জেলার সির আর্থর কটন ব্যারেজের জল বিপদসীমার উপর রয়েছে । ব্যারেজে জল ধরার ক্ষমতা রয়েছে 2.93 tmc । জানা গেছে, ইতিমধ্যেই ব্যারেজের 99.35 শতাংশই ভরে গিয়েছে । অপরদিকে, বিজয়ওয়াড়ার প্রকাশম ব্যারেজের অবস্থা আরও ভয়ানক । ব্যারেজের জল ধারণের ক্ষমতা 3.07 tmc । যার মধ্যে 100 শতাংশই পূর্ণ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে । সূত্রের খবর, প্রায় 6 লাখ কিউসেক বন্যার জল ঢুকেছে ব্যারেজে ।
শ্রীশৈলম জলাধারও বিপদসীমার উপর রয়েছে । জলের উচ্চতা পৌঁছেছে 885 ফুট । একইভাবে নাগার্জুনসাগর জলাধারের জল বিপদসীমার উপর রয়েছে ।
এছাড়াও রাজ্যের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জলাধারের অবস্থাও একইরকম । উল্লেখ্য, বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপ তৈরি হওয়ায় প্রবল বৃষ্টিপাত হয় অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় । ব্যাপক বৃষ্টিপাতের ফলে তেলাঙ্গানায় এখনও পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী 24 ঘণ্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।