ETV Bharat / bharat

কোরোনায় মৃত্যু হলে পোড়াতে হবে দেহ, নির্দেশ মুম্বই পৌরনিগমের

author img

By

Published : Mar 30, 2020, 9:27 PM IST

যদি ভাইরাসের সংক্রমণে মৃতের পরিবারের লোকেরা দেহ সমাধিস্থ করতে চায়, তবে সেই দেহ পৌরনিগমের বাইরে কোনও স্থানে নিয়ে গিয়ে সমাধিস্থ করতে হবে ৷ জানিয়ে দিল মুম্বই পৌরনিগম ৷

ছবি
ছবি

মুম্বই, 30 মার্চ : মহারাষ্ট্র, কেরালার মতো রাজ্যগুলিতে এখনও পর্যন্ত সবথেকে বেশি প্রভাব পড়েছে কোরোনার ৷ সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রে 216 জনের শরীরে এই ভাইরাসের হদিস মিলেছে ৷ বাড়ছে মৃতের সংখ্যাও ৷ এখনও পর্যন্ত মহারাষ্ট্রে দশ জন কোরোনায় প্রাণ হারিয়েছে ৷ এই পরিস্থিতিতে কোরোনার সংক্রমণে লাগাম লাগাতে কঠোর সিদ্ধান্ত নিল মুম্বই পৌরনিগম ৷ কোরোনায় সংক্রমিত হয়ে এবার কেউ মারা গেলে, তাদের দেহ আর সমাধিস্থ করা যাবে না ৷ কোরোনা সংক্রমিতদের দেহ শুধুমাত্র দাহ করা হবে বলে নির্দেশিকা জারি করেছে মুম্বই পৌরনিগম ৷ সমস্ত ধর্ম নির্বিশেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷

  • If someone insists to bury the body, they will only be permitted if the body is taken out of Mumbai city's jurisdiction: Praveen Pardeshi, Commissioner of Brihanmumbai Municipal Corporation (BMC) #Maharashtra #COVID19 https://t.co/jGPKIiceId

    — ANI (@ANI) March 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি সংক্রমিতের অন্তিমক্রিয়ার সময়ে পাঁচ জনের বেশি মানুষ থাকতে পারবে না বলেও জানানো হয়েছে মুম্বই পৌরনিগমের তরফে৷ পৌরনিগমের চ্যান্সেলর প্রবীণ পরদেশী আজই এই মর্মে এক নির্দেশিকা জারি করেছেন ৷ তবে তিনি আরও জানিয়েছেন, যদি ভাইরাসের সংক্রমণে মৃতের পরিবারের লোকেরা দেহ সমাধিস্থ করতে চায়, তবে সেই দেহ পৌরনিগমের বাইরে কোনও স্থানে নিয়ে গিয়ে সমাধিস্থ করতে হবে ৷

এদিকে পশ্চিমবঙ্গেও কোরোনার সংক্রমণে মৃত্যু হয়েছে এক মহিলার ৷ ওই মহিলার অন্তিমক্রিয়া নিয়েও সমস্যার সৃষ্টি হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে ৷ কোরোনার সংক্রমণে মৃতদের দেহ সৎকারের কাজে দেশের একাধিক এলাকা থেকে বাধা আসার খবর প্রকাশ্যে এসেছে ৷ এই পরিস্থিতিতে কোরোনা মোকাবিলায় মুম্বই পৌরনিগম এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ ৷

মুম্বই, 30 মার্চ : মহারাষ্ট্র, কেরালার মতো রাজ্যগুলিতে এখনও পর্যন্ত সবথেকে বেশি প্রভাব পড়েছে কোরোনার ৷ সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রে 216 জনের শরীরে এই ভাইরাসের হদিস মিলেছে ৷ বাড়ছে মৃতের সংখ্যাও ৷ এখনও পর্যন্ত মহারাষ্ট্রে দশ জন কোরোনায় প্রাণ হারিয়েছে ৷ এই পরিস্থিতিতে কোরোনার সংক্রমণে লাগাম লাগাতে কঠোর সিদ্ধান্ত নিল মুম্বই পৌরনিগম ৷ কোরোনায় সংক্রমিত হয়ে এবার কেউ মারা গেলে, তাদের দেহ আর সমাধিস্থ করা যাবে না ৷ কোরোনা সংক্রমিতদের দেহ শুধুমাত্র দাহ করা হবে বলে নির্দেশিকা জারি করেছে মুম্বই পৌরনিগম ৷ সমস্ত ধর্ম নির্বিশেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷

  • If someone insists to bury the body, they will only be permitted if the body is taken out of Mumbai city's jurisdiction: Praveen Pardeshi, Commissioner of Brihanmumbai Municipal Corporation (BMC) #Maharashtra #COVID19 https://t.co/jGPKIiceId

    — ANI (@ANI) March 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি সংক্রমিতের অন্তিমক্রিয়ার সময়ে পাঁচ জনের বেশি মানুষ থাকতে পারবে না বলেও জানানো হয়েছে মুম্বই পৌরনিগমের তরফে৷ পৌরনিগমের চ্যান্সেলর প্রবীণ পরদেশী আজই এই মর্মে এক নির্দেশিকা জারি করেছেন ৷ তবে তিনি আরও জানিয়েছেন, যদি ভাইরাসের সংক্রমণে মৃতের পরিবারের লোকেরা দেহ সমাধিস্থ করতে চায়, তবে সেই দেহ পৌরনিগমের বাইরে কোনও স্থানে নিয়ে গিয়ে সমাধিস্থ করতে হবে ৷

এদিকে পশ্চিমবঙ্গেও কোরোনার সংক্রমণে মৃত্যু হয়েছে এক মহিলার ৷ ওই মহিলার অন্তিমক্রিয়া নিয়েও সমস্যার সৃষ্টি হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে ৷ কোরোনার সংক্রমণে মৃতদের দেহ সৎকারের কাজে দেশের একাধিক এলাকা থেকে বাধা আসার খবর প্রকাশ্যে এসেছে ৷ এই পরিস্থিতিতে কোরোনা মোকাবিলায় মুম্বই পৌরনিগম এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.