ETV Bharat / bharat

উন্নাওয়ের নির্যাতিতার বাড়িতে প্রিয়াঙ্কা, ধরনায় অখিলেশ

উন্নাওয়ের ঘটনায় নির্যাতিতার মৃত্যুর পর বিধানসভার সামনে ধরণায় অখিলেশ যাদব ৷ টুইটে প্রতিবাদে জানালেন মমতা, মায়াবতী ৷ নির্যাতিতার বাড়িতে গেলেন প্রিয়াঙ্কা গান্ধি

image
উন্নাও ধর্ষণ কাণ্ড
author img

By

Published : Dec 7, 2019, 3:12 PM IST

লখনউ, 7 ডিসেম্বর : উন্নাওয়ের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বিধানসভার সামনে ধরনায় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ৷ অন্যদিকে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধি আজ উন্নাওয়ে পৌঁছান ৷ সমাজবাদী পার্টির নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এদিন উন্নাওয়ের ঘটনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ৷ তিনি উন্নাও ধর্ষণ ও হত্যাকাণ্ডে অভিযুক্তদের দ্রুত শাস্তি দেওয়ার পক্ষে সওয়াল করেছেন ৷

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উন্নাও মামলার শুনানি ফাস্ট-ট্র্যাক কোর্টে করার কথা ঘোষণা করেছেন ৷ আদিত্যনাথ এদিন বলেন, ‘‘ এই মামলার শুনানি ফাস্ট-ট্র্যাক কোর্টে করা হবে এবং দোষীদের দ্রুত ও কঠিনতম শাস্তি দেওয়া হবে ৷’’

উন্নাও ঘটনায় টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লেখেন, 'দুর্ভাগ্যজনক, নিষ্ঠুরতার কোনও সীমা নেই' ৷ টুইট করেছেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীও ৷ তিনি লেখেন, 'যুবতির মৃত্যু খুবই দুর্ভাগ্যজনক ৷ আমরা নির্যাতিতার পরিবারের পাশে আছি ৷ কেন্দ্রীয় সরকারের উচিত কঠোর আইন করে দোষীদের দ্রুত ও কঠিনতম শাস্তি হিসাবে ফাঁসির ব্যবস্থা করা' ৷

  • 2. साथ ही, इस किस्म की दर्दनाक घटनाओं को यूपी सहित पूरे देशभर में रोकने हेतु राज्य सरकारों को चाहिए कि वे लोगों में कानून का खौफ पैदा करे तथा केन्द्र भी ऐसी घटनाओं को मद्देनजर रखते हुये दोषियों को निर्धारित समय के भीतर ही फांसी की सख्त सजा दिलाने का कानून जरूर बनाए।

    — Mayawati (@Mayawati) December 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • 1. जिस उन्नाव रेप पीड़िता को जलाकर मारने की कोशिश की गई उसकी कलरात दिल्ली में हुई दर्दनाक मौत अति-कष्टदायक। इस दुःख की घड़ी में बीएसपी पीड़ित परिवार के साथ है। यू.पी. सरकार पीड़ित परिवार को समुचित न्याय दिलाने हेतु शीघ्र ही विशेष पहल करे, यही इंसाफ का तकाज़ा व जनता की मांग है।

    — Mayawati (@Mayawati) December 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল রাত 11 টা 40 মিনিটে দিল্লির সফদরগঞ্জ হাসপাতালে মৃত্যু হয় উন্নাওয়ের নির্যাতিতার । মার্চে উন্নাওয়ের ওই যুবতিকে গণধর্ষণ করে দুষ্কৃতীরা ৷ ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয় ৷ তাদের জেল হলেও পরে জামিনে মুক্তি পেয়ে যায় । মামলার শুনানির জন্য যাচ্ছিলেন নির্যাতিতা । ভোর চারটে নাগাদ গ্রামের বাইরে ওই দুই অভিযুক্ত তার তিন সঙ্গীকে নিয়ে চড়াও হয় যুবতির উপর ৷ প্রথমে মারধর করে ৷ ছুরি মারে এবং পরে গায়ে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় ৷

লখনউ, 7 ডিসেম্বর : উন্নাওয়ের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বিধানসভার সামনে ধরনায় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ৷ অন্যদিকে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধি আজ উন্নাওয়ে পৌঁছান ৷ সমাজবাদী পার্টির নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এদিন উন্নাওয়ের ঘটনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ৷ তিনি উন্নাও ধর্ষণ ও হত্যাকাণ্ডে অভিযুক্তদের দ্রুত শাস্তি দেওয়ার পক্ষে সওয়াল করেছেন ৷

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উন্নাও মামলার শুনানি ফাস্ট-ট্র্যাক কোর্টে করার কথা ঘোষণা করেছেন ৷ আদিত্যনাথ এদিন বলেন, ‘‘ এই মামলার শুনানি ফাস্ট-ট্র্যাক কোর্টে করা হবে এবং দোষীদের দ্রুত ও কঠিনতম শাস্তি দেওয়া হবে ৷’’

উন্নাও ঘটনায় টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লেখেন, 'দুর্ভাগ্যজনক, নিষ্ঠুরতার কোনও সীমা নেই' ৷ টুইট করেছেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীও ৷ তিনি লেখেন, 'যুবতির মৃত্যু খুবই দুর্ভাগ্যজনক ৷ আমরা নির্যাতিতার পরিবারের পাশে আছি ৷ কেন্দ্রীয় সরকারের উচিত কঠোর আইন করে দোষীদের দ্রুত ও কঠিনতম শাস্তি হিসাবে ফাঁসির ব্যবস্থা করা' ৷

  • 2. साथ ही, इस किस्म की दर्दनाक घटनाओं को यूपी सहित पूरे देशभर में रोकने हेतु राज्य सरकारों को चाहिए कि वे लोगों में कानून का खौफ पैदा करे तथा केन्द्र भी ऐसी घटनाओं को मद्देनजर रखते हुये दोषियों को निर्धारित समय के भीतर ही फांसी की सख्त सजा दिलाने का कानून जरूर बनाए।

    — Mayawati (@Mayawati) December 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • 1. जिस उन्नाव रेप पीड़िता को जलाकर मारने की कोशिश की गई उसकी कलरात दिल्ली में हुई दर्दनाक मौत अति-कष्टदायक। इस दुःख की घड़ी में बीएसपी पीड़ित परिवार के साथ है। यू.पी. सरकार पीड़ित परिवार को समुचित न्याय दिलाने हेतु शीघ्र ही विशेष पहल करे, यही इंसाफ का तकाज़ा व जनता की मांग है।

    — Mayawati (@Mayawati) December 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল রাত 11 টা 40 মিনিটে দিল্লির সফদরগঞ্জ হাসপাতালে মৃত্যু হয় উন্নাওয়ের নির্যাতিতার । মার্চে উন্নাওয়ের ওই যুবতিকে গণধর্ষণ করে দুষ্কৃতীরা ৷ ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয় ৷ তাদের জেল হলেও পরে জামিনে মুক্তি পেয়ে যায় । মামলার শুনানির জন্য যাচ্ছিলেন নির্যাতিতা । ভোর চারটে নাগাদ গ্রামের বাইরে ওই দুই অভিযুক্ত তার তিন সঙ্গীকে নিয়ে চড়াও হয় যুবতির উপর ৷ প্রথমে মারধর করে ৷ ছুরি মারে এবং পরে গায়ে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় ৷

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.