ETV Bharat / bharat

2013-র ঝিলাম ঘাটি হামলায় মাওবাদীদের লুট করা রাইফেল উদ্ধার - ছত্তিশগড়ে মাওবাদী হামলা

SP জীতেন্দ্র শুক্লা বলেন, 2013 সালে মাওবাদীদের লুট করা রাইফেল উদ্ধার করা গিয়েছে । ঝিরাম ঘাটিতে হামলার সময় তারা এই রাইফেলটি লুট করেছিল ।

মাওবাদীদের লুট করা রাইফেল উদ্ধার
মাওবাদীদের লুট করা রাইফেল উদ্ধার
author img

By

Published : May 29, 2020, 8:03 PM IST

রাজনন্দগাঁও (ছত্তিশগড়), 29 মে : 2013 সালে ঝিরাম ঘাটিতে হামলার সময় AK47 রাইফেল লুট করেছিল মাওবাদীরা । রাজনন্দগাঁও জেলায় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষের সময় সেই রাইফেল উদ্ধার করল পুলিশ । আজ একথা জানান SP জীতেন্দ্র শুক্লা ।

প্রাক্তন মন্ত্রী মহেন্দ্র কর্মার প্রিন্সিপাল স্টাফ অফিসারের নামে ছিল ওই রাইফেলটি । মন্ত্রী ও তাঁর PSO দু'জনই ঝিরাম ঘাটিতে মাওবাদীদের হামলায় প্রাণ হারান । জীতেন্দ্র শুক্লা বলেন, "চারজন মাওবাদীর সঙ্গে পুলিশের সংঘর্ষে একটি AK47-সহ চারটি অস্ত্র উদ্ধার হয়েছে ।"

তিনি আরও বলেন, "7 মে রাজনন্দগাঁও জেলার মানপুরে মাওবাদীদের খতম করা হয় । পুলিশ অস্ত্র-সহ তাদের দেহগুলি উদ্ধার করে ।" একজন সাব-ইন্সপেক্টর এই সংঘর্ষে প্রাণ হারান । চারজন মাওবাদীকে খতম করা হয় । 7 মে পার্ধনি গ্রামের কাছে এই সংঘর্ষ চলেছিল ।

2013 সালের মে মাসে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলা চালিয়েছিল মাওবাদীরা । এই হামলায় প্রাক্তন মন্ত্রী মহেন্দ্র কর্মা ও নন্দ কুমার প্যাটেল সহ কমপক্ষে 32জন প্রাণ হারিয়েছিলেন ।

রাজনন্দগাঁও (ছত্তিশগড়), 29 মে : 2013 সালে ঝিরাম ঘাটিতে হামলার সময় AK47 রাইফেল লুট করেছিল মাওবাদীরা । রাজনন্দগাঁও জেলায় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষের সময় সেই রাইফেল উদ্ধার করল পুলিশ । আজ একথা জানান SP জীতেন্দ্র শুক্লা ।

প্রাক্তন মন্ত্রী মহেন্দ্র কর্মার প্রিন্সিপাল স্টাফ অফিসারের নামে ছিল ওই রাইফেলটি । মন্ত্রী ও তাঁর PSO দু'জনই ঝিরাম ঘাটিতে মাওবাদীদের হামলায় প্রাণ হারান । জীতেন্দ্র শুক্লা বলেন, "চারজন মাওবাদীর সঙ্গে পুলিশের সংঘর্ষে একটি AK47-সহ চারটি অস্ত্র উদ্ধার হয়েছে ।"

তিনি আরও বলেন, "7 মে রাজনন্দগাঁও জেলার মানপুরে মাওবাদীদের খতম করা হয় । পুলিশ অস্ত্র-সহ তাদের দেহগুলি উদ্ধার করে ।" একজন সাব-ইন্সপেক্টর এই সংঘর্ষে প্রাণ হারান । চারজন মাওবাদীকে খতম করা হয় । 7 মে পার্ধনি গ্রামের কাছে এই সংঘর্ষ চলেছিল ।

2013 সালের মে মাসে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলা চালিয়েছিল মাওবাদীরা । এই হামলায় প্রাক্তন মন্ত্রী মহেন্দ্র কর্মা ও নন্দ কুমার প্যাটেল সহ কমপক্ষে 32জন প্রাণ হারিয়েছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.