ETV Bharat / bharat

জেল থেকে সাময়িক ছুটি অজয় চৌতালার - delhi

তিহার জেল থেকে সাময়িক ছুটি পেলেন JJP নেতা দুষ্যন্ত চৌতালার বাবা অজয় সিং চৌতালা ৷

অজয় চৌতালা
author img

By

Published : Oct 26, 2019, 3:09 PM IST

Updated : Oct 26, 2019, 5:27 PM IST

দিল্লি, 26 অক্টোবর : সব কিছু ঠিকঠাক থাকলে রাজ্যের উপমুখ্যমন্ত্রীর পদটা পেতে পারেন তিনি ৷ আর ছেলের গদি পাকা হাওয়ার খবর পাওয়ার পরদিনই তিহার ছেল থেকে সাময়িক ছুটি পেলেন অজয় সিং চৌতালা ৷ JJP নেতা দুষ্যন্ত চৌতালার বাবা অজয় চৌতালা আজ বিকেলে বা আগামী কাল সকালে তিহার জেল থেকে ছুটি পেতে পারেন ৷

2013 সালে দোষী সাব্যস্ত হয়েছিলেন অজয় চৌতালা ৷ 3206 জন জুনিয়র বেসিক শিক্ষককে বেআইনিভাবে নিয়োগ করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে ৷ অজয় চৌতালার সঙ্গে দোষী সাব্যস্ত হয়েছিলেন তাঁর বাবা ওম প্রকাশ চৌতালাও ৷ তাঁদের বিরুদ্ধে ঘুষ নেওয়ারও অভিযোগ ছিল ৷

একাধিক অভিযোগের প্রেক্ষিতে 2013 সালের 16 জানুয়ারি দিল্লির একটি আদালত দোষী সাব্যস্ত করে অজয় এবং ওম প্রকাশকে ৷ 12 বছর আগের ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে সেই থেকেই জেলে দুষ্যন্ত চৌতালার বাবা ৷

হরিয়ানায় সরকার গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পর থেকেই দুষ্যন্ত চৌতালা দর কষাকষি শুরু করেছিলেন ৷ প্রথমে তাঁর দাবি ছিল, মুখ্যমন্ত্রীর পদ না পেলে কোনওভাবেই কোনও রাজনৈতিক দলকে সমর্থন করবেন না ৷ কিন্তু, গতকাল BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে বৈঠকের পর মত বদল করতে বাধ্য হন দুষ্যন্ত ৷ কারণ, ততক্ষণে নির্দল বিধায়কদের নিজের দিকে টেনে শাহ বুঝিয়ে দিয়েছেন JJP নিজেদের অবস্থান বদল না করলে সমস্যা তাদেরই ৷

শেষ পর্যন্ত চাপে পড়ে পিছু হটতে বাধ্য হন দুষ্যন্ত চৌতালা ৷ আর কাল উপমুখ্যমন্ত্রীর পদ পাওয়া নিশ্চিত হওয়ার হওয়ার পরই আজ জেল থেকে সাময়িক ছুটি পেলেন অজয় সিং চৌতালা ৷

দিল্লি, 26 অক্টোবর : সব কিছু ঠিকঠাক থাকলে রাজ্যের উপমুখ্যমন্ত্রীর পদটা পেতে পারেন তিনি ৷ আর ছেলের গদি পাকা হাওয়ার খবর পাওয়ার পরদিনই তিহার ছেল থেকে সাময়িক ছুটি পেলেন অজয় সিং চৌতালা ৷ JJP নেতা দুষ্যন্ত চৌতালার বাবা অজয় চৌতালা আজ বিকেলে বা আগামী কাল সকালে তিহার জেল থেকে ছুটি পেতে পারেন ৷

2013 সালে দোষী সাব্যস্ত হয়েছিলেন অজয় চৌতালা ৷ 3206 জন জুনিয়র বেসিক শিক্ষককে বেআইনিভাবে নিয়োগ করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে ৷ অজয় চৌতালার সঙ্গে দোষী সাব্যস্ত হয়েছিলেন তাঁর বাবা ওম প্রকাশ চৌতালাও ৷ তাঁদের বিরুদ্ধে ঘুষ নেওয়ারও অভিযোগ ছিল ৷

একাধিক অভিযোগের প্রেক্ষিতে 2013 সালের 16 জানুয়ারি দিল্লির একটি আদালত দোষী সাব্যস্ত করে অজয় এবং ওম প্রকাশকে ৷ 12 বছর আগের ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে সেই থেকেই জেলে দুষ্যন্ত চৌতালার বাবা ৷

হরিয়ানায় সরকার গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পর থেকেই দুষ্যন্ত চৌতালা দর কষাকষি শুরু করেছিলেন ৷ প্রথমে তাঁর দাবি ছিল, মুখ্যমন্ত্রীর পদ না পেলে কোনওভাবেই কোনও রাজনৈতিক দলকে সমর্থন করবেন না ৷ কিন্তু, গতকাল BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে বৈঠকের পর মত বদল করতে বাধ্য হন দুষ্যন্ত ৷ কারণ, ততক্ষণে নির্দল বিধায়কদের নিজের দিকে টেনে শাহ বুঝিয়ে দিয়েছেন JJP নিজেদের অবস্থান বদল না করলে সমস্যা তাদেরই ৷

শেষ পর্যন্ত চাপে পড়ে পিছু হটতে বাধ্য হন দুষ্যন্ত চৌতালা ৷ আর কাল উপমুখ্যমন্ত্রীর পদ পাওয়া নিশ্চিত হওয়ার হওয়ার পরই আজ জেল থেকে সাময়িক ছুটি পেলেন অজয় সিং চৌতালা ৷

New Delhi, Oct 25 (ANI): Haryana former Chief Minister Bhupinder Singh Hooda reacted said that the people of the state have given their mandate against Bharatiya Janata Party (BJP) state government. He also urged all the opposition parties, independent or other parties, who got mandate against BJP to come together and form a strong government in the state. Hooda won from Garhi Sampla-Kiloi assembly constituency, beating his nearest rival Satish Nandal of BJP by 58,312 votes.
Last Updated : Oct 26, 2019, 5:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.