ETV Bharat / bharat

ঘরের ভিতরেও পড়তে হবে মাস্ক: CSIR

CSIR) প্রধান শেখর সি ম্যান্ডে একটি বিবৃতি দিয়ে দাবি করেন কোভিড-19 বায়ুবাহিত সংক্রমণই । সাধারণকে পরামর্শ দিয়ে তিনি বলেন,"বদ্ধ স্থানেও মাস্ক পড়ে থাকতে হবে।"

author img

By

Published : Jul 22, 2020, 12:50 AM IST

Corona
Corona

দিল্লি, 21 জুলাই : প্রমাণ সহকারে বৈজ্ঞানিক ওশিল্প গবেষণা কাউন্সিলের (CSIR) প্রধানশেখর সি ম্যান্ডে একটি বিবৃতি দিয়ে দাবি করেন কোভিড-19 বায়ুবাহিত সংক্রমণই । সাধারণকেপরামর্শ দিয়ে তিনি বলেন,"বদ্ধস্থানেও মাস্ক পড়ে থাকতে হবে।" বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কোভিড-19 যে বায়ুবাহিত সংক্রমণ,ইতিমধ্যে তা মান্যতা দিয়েছে । WHO এই বিবৃতির কয়েক দিন পরে শেখর সিম্যান্ডের এই মন্তব্য সামনে এসেছে।

CSIR-এরওয়েবসাইটে একটি ব্লগপোস্টে ম্যান্ডে বিভিন্ন গবেষণার ফলাফলের কথা উল্লেখ করেলিখেছিলেন, "এইসমস্ত উদীয়মান প্রমাণ এবং যুক্তি প্রমাণ করে যে সত্যই SARS-CoV-2এর বায়ুবাহিত সংক্রমণ একটিস্বতন্ত্র সম্ভাবনা।" CSIR প্রধান জনসাধারণকে জনসমাগম এড়াতে, কর্মক্ষেত্রের মতো বদ্ধ স্থানগুলি ভালবায়ুচলাচল রাখতে এবং এমনকি বদ্ধ স্থানে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। "

তিনিআরও জানান,"উন্মুক্তস্থানে, ছোটআকারের ডপলেটগুলি খুব দ্রুত বাতাসে বিলীন হয়ে যায়। তাছাড়াও, উদীয়মান তথ্যগুলিও প্রমাণ করে যে এইজাতীয় ডপলেটগুলির এনক্যাপসুলেটেড ভাইরাসও সূর্যের আলো দ্বারা নিষ্ক্রিয় হয়েযায়। তবে, ভাইরাস-এনক্যাপসুলেটেডডপলেটগুলির ঘনত্ব সম্ভবত যে জায়গাগুলিতে বেশি থাকে সেটি হল- বদ্ধ জায়গা। সাধারণতবদ্ধ জায়গাতে বায়ুচলাচল হয় না বলেই এই ঘনত্ব বেশি থাকে ।"

এইমাসের শুরুতে, WHO এর200 জনেরওবেশি বিজ্ঞানী দ্বারা প্রকাশিত চিঠির পরে স্বীকার করা হয়েছে কোরোনা ভাইরাসবায়ুবাহিত রোগ। যা শ্বাস ফেলার সময় লোকদের সংক্রামিত করতে পারে।

দিল্লি, 21 জুলাই : প্রমাণ সহকারে বৈজ্ঞানিক ওশিল্প গবেষণা কাউন্সিলের (CSIR) প্রধানশেখর সি ম্যান্ডে একটি বিবৃতি দিয়ে দাবি করেন কোভিড-19 বায়ুবাহিত সংক্রমণই । সাধারণকেপরামর্শ দিয়ে তিনি বলেন,"বদ্ধস্থানেও মাস্ক পড়ে থাকতে হবে।" বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কোভিড-19 যে বায়ুবাহিত সংক্রমণ,ইতিমধ্যে তা মান্যতা দিয়েছে । WHO এই বিবৃতির কয়েক দিন পরে শেখর সিম্যান্ডের এই মন্তব্য সামনে এসেছে।

CSIR-এরওয়েবসাইটে একটি ব্লগপোস্টে ম্যান্ডে বিভিন্ন গবেষণার ফলাফলের কথা উল্লেখ করেলিখেছিলেন, "এইসমস্ত উদীয়মান প্রমাণ এবং যুক্তি প্রমাণ করে যে সত্যই SARS-CoV-2এর বায়ুবাহিত সংক্রমণ একটিস্বতন্ত্র সম্ভাবনা।" CSIR প্রধান জনসাধারণকে জনসমাগম এড়াতে, কর্মক্ষেত্রের মতো বদ্ধ স্থানগুলি ভালবায়ুচলাচল রাখতে এবং এমনকি বদ্ধ স্থানে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। "

তিনিআরও জানান,"উন্মুক্তস্থানে, ছোটআকারের ডপলেটগুলি খুব দ্রুত বাতাসে বিলীন হয়ে যায়। তাছাড়াও, উদীয়মান তথ্যগুলিও প্রমাণ করে যে এইজাতীয় ডপলেটগুলির এনক্যাপসুলেটেড ভাইরাসও সূর্যের আলো দ্বারা নিষ্ক্রিয় হয়েযায়। তবে, ভাইরাস-এনক্যাপসুলেটেডডপলেটগুলির ঘনত্ব সম্ভবত যে জায়গাগুলিতে বেশি থাকে সেটি হল- বদ্ধ জায়গা। সাধারণতবদ্ধ জায়গাতে বায়ুচলাচল হয় না বলেই এই ঘনত্ব বেশি থাকে ।"

এইমাসের শুরুতে, WHO এর200 জনেরওবেশি বিজ্ঞানী দ্বারা প্রকাশিত চিঠির পরে স্বীকার করা হয়েছে কোরোনা ভাইরাসবায়ুবাহিত রোগ। যা শ্বাস ফেলার সময় লোকদের সংক্রামিত করতে পারে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.