দিল্লি, 25 নভেম্বর : ফের দিল্লির বায়ুর গুণমান আরও খারাপ হল ৷ বুধবার সকালে "খুব খারাপ" থেকে "গুরুতর খারাপ" পর্যায়ে নামল ৷
এর আগে চলতি মাসের 15 তারিখে পরিস্থিতি এই পর্যায়ে নেমেছিল ৷ কিন্তু তারপর থেকে পরিস্থিতির সামান্য উন্নত হয়েছিল ৷ নভেম্বরের 22 তারিখ পর্যন্ত বায়ুর গুণমান "খারাপ", "মাঝামাঝি" এই পর্যায়ে ছিল ৷ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (CPCB) মোবাইল অ্যাপ SAMEER-এর দেওয়া তথ্য অনুযায়ী শহরের বাতাসের AQI (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ছিল 401 ৷ গতকাল (মঙ্গলবার) AQI ছিল 388, সোমবার ছিল 302, রবিবার ছিল 274 ৷
AQI এর মান 0 থেকে 50 এর মধ্যে থাকলে বায়ুর গুণমান "ভালো" বলে ধরা হয় ৷ 51 থেকে 100-কে "সন্তোষজনক" ধরা হয়, 101 থেকে 200-কে "মাঝামাঝি" ধরা হয় ৷ 201 থেকে 300 "খারাপ", 301 থেকে 400 "খুব খারাপ " এবং 401 থেকে 500 হলে সেটাকে "গুরুতর খারাপ" বলে ধরা হয় ৷
যদিও আর্থ সায়েন্স মন্ত্রকের মনিটরিং সিস্টেম SAFAR-এর ভবিষ্যৎবাণী ছিল যে বুধবার বায়ুর গুণমান উন্নত হবে ৷ মঙ্গলবার দিল্লিতের বাতাসে PM 2.5, নাড়া পোড়ার শেয়ার ছিল 5 শতাংশ ৷