ETV Bharat / bharat

26তম বায়ুসেনা প্রধান হচ্ছেন রাকেশ কুমার সিং ভাদুরিয়া

আজ প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয় পরবর্তী বায়ুসেনা প্রধান হতে চলেছেন বর্তমানে বায়ুসেনার উপপ্রধান পদে থাকা এয়ার মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া ।

রাকেশ কুমার সিং ভাদুরিয়া
author img

By

Published : Sep 19, 2019, 7:45 PM IST

দিল্লি, 19 সেপ্টেম্বর : নতুন বায়ুসেনা প্রধানের নাম ঘোষণা করল প্রতিরক্ষামন্ত্রক । আজ প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয় পরবর্তী বায়ুসেনা প্রধান হতে চলেছেন বর্তমানে বায়ুসেনার উপপ্রধান পদে থাকা এয়ার মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া । বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া চলতি মাসের 30 তারিখ অবসর নেবেন ।

চলতি বছরের মে মাসেই বায়ুসেনার উপপ্রধান হিসাবে দায়িত্ব নিয়েছিলেন এয়ার মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া । 1980 সালের 15 জুন বায়ুসেনায় যোগ দেন ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তনী এই এয়ার মার্শাল । প্রায় 26 ধরনের ফাইটার জেট ওড়াতে দক্ষ রাকেশ কুমার যে কোনও ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্টেও সিদ্ধহস্ত । আকাশে 4 হাজার 250 ঘণ্টা ওড়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর ।

সহকর্মীদের কাছে ছোটু স্যার নামে পরিচিত এয়ার মার্শাল রাকেশ কুমার বায়ুসেনার একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন । পরম বিশিষ্ট সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল ও বায়ু সেনা মেডেলের মতো একাধিক পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে ।

দিল্লি, 19 সেপ্টেম্বর : নতুন বায়ুসেনা প্রধানের নাম ঘোষণা করল প্রতিরক্ষামন্ত্রক । আজ প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয় পরবর্তী বায়ুসেনা প্রধান হতে চলেছেন বর্তমানে বায়ুসেনার উপপ্রধান পদে থাকা এয়ার মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া । বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া চলতি মাসের 30 তারিখ অবসর নেবেন ।

চলতি বছরের মে মাসেই বায়ুসেনার উপপ্রধান হিসাবে দায়িত্ব নিয়েছিলেন এয়ার মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া । 1980 সালের 15 জুন বায়ুসেনায় যোগ দেন ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তনী এই এয়ার মার্শাল । প্রায় 26 ধরনের ফাইটার জেট ওড়াতে দক্ষ রাকেশ কুমার যে কোনও ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্টেও সিদ্ধহস্ত । আকাশে 4 হাজার 250 ঘণ্টা ওড়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর ।

সহকর্মীদের কাছে ছোটু স্যার নামে পরিচিত এয়ার মার্শাল রাকেশ কুমার বায়ুসেনার একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন । পরম বিশিষ্ট সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল ও বায়ু সেনা মেডেলের মতো একাধিক পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে ।

Nashik (Maharashtra), Sep 19 (ANI): While addressing a public rally in Maharashtra's Nashik on September 19, Prime Minister Narendra Modi said, "When I came to you during LS elections, I had told you that the pace of development will be increased, it'll be done within a time frame and I'll come to you time to time with answers. We just completed the first 100 days and the first century is before you." "In the first 100 days, there is a glimpse of the point of view of the new India, there is the message of global power of India, there is the belief of welfare, there is efforts for development of country's economic structure and creation of new job opportunities," he added. Chief Minister of Maharashtra, Devendra Fadnavis was also present.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.