ETV Bharat / bharat

"হে বেবি, কাম উইথ মি", মহিলা পাইলটকে হেনস্থা - Thiruvananthapuram

এয়ার ইন্ডিয়ার এক মহিলা পাইলটকে হেনস্থা করার অভিযোগ উঠল এক ট্যাক্সি চালকের বিরুদ্ধে। কেরালার তিরুবনন্তপুরম বিমানবন্দরের ঘটনা।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 10, 2019, 3:34 PM IST

তিরুবনন্তপুরম, ১০ মার্চ : এয়ার ইন্ডিয়ার এক মহিলা পাইলটকে হেনস্থা করার অভিযোগ উঠল এক ট্যাক্সি চালকের বিরুদ্ধে। কেরালার তিরুবনন্তপুরম বিমানবন্দরের ঘটনা।

শুক্রবার দিল্লি থেকে তিরুবনন্তপুরম যায় এয়ার ইন্ডিয়ার একটি বিমান। সেই বিমানের পাইলট ছিলেন ওই মহিলা। বিমানটি অবতরণ করার পর তিনি বিমানবন্দরের বাইরে তার ট্যাক্সি চালকের জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় সেখানে উপস্থিত এক ট্যাক্সি চালক ওই মহিলা পাইলটকে হেনস্থা করে বলে অভিযোগ।

এই প্রসঙ্গে ওই মহিলা পাইলট বলেন, "আমি ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলাম। সেসময় এক ট্যাক্সি ড্রাইভার আমার থেকে একটু দূরে গাড়ি থামায়। এরপর সে আমাকে দেখে শিস দেয়। তারপর বলে 'হে বেবি, কাম উইথ মি'। এরপর সে জোড়ে গাড়ি চালিয়ে চলে যায়। "

এরপর ওই মহিলা পাইলট বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এবিষয়ে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে CCTV ফুটেজ খতিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

তিরুবনন্তপুরম, ১০ মার্চ : এয়ার ইন্ডিয়ার এক মহিলা পাইলটকে হেনস্থা করার অভিযোগ উঠল এক ট্যাক্সি চালকের বিরুদ্ধে। কেরালার তিরুবনন্তপুরম বিমানবন্দরের ঘটনা।

শুক্রবার দিল্লি থেকে তিরুবনন্তপুরম যায় এয়ার ইন্ডিয়ার একটি বিমান। সেই বিমানের পাইলট ছিলেন ওই মহিলা। বিমানটি অবতরণ করার পর তিনি বিমানবন্দরের বাইরে তার ট্যাক্সি চালকের জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় সেখানে উপস্থিত এক ট্যাক্সি চালক ওই মহিলা পাইলটকে হেনস্থা করে বলে অভিযোগ।

এই প্রসঙ্গে ওই মহিলা পাইলট বলেন, "আমি ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলাম। সেসময় এক ট্যাক্সি ড্রাইভার আমার থেকে একটু দূরে গাড়ি থামায়। এরপর সে আমাকে দেখে শিস দেয়। তারপর বলে 'হে বেবি, কাম উইথ মি'। এরপর সে জোড়ে গাড়ি চালিয়ে চলে যায়। "

এরপর ওই মহিলা পাইলট বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এবিষয়ে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে CCTV ফুটেজ খতিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

New Delhi Mar10 (ANI): Baseball shortstop Alex Rodriguez has finally put a ring on singer Jennifer Lopez. Rodriguez and Lopez, who have been dating each other for a while now, decided to take their relationship a step forward and announced the big news via Instagram on Saturday. Sharing a picture of Lopez wearing the enormous sparkler as he held her hand, Rodriguez wrote, "She said yes". Same picture on her profile and captioned it with eight black heart emojis, simple and sweet.According to a report by People, Benny Medina, Lopez's long-time manager, while confirming the news said, "They are on vacation and got engaged today. "This comes almost seven weeks after the couple marked their two-year anniversary on February 3. "You make my world a more beautiful safe and stable place . in the midst of our ever-changing, ever moving life," Lopez wrote in a heartfelt Instagram post. The couple was first linked in March 2017 and has been going strong ever since. In 2018, while accepting the Michael Jackson Video Vanguard award at the 2018 MTV Video Music Awards, Lopez had called the former MLB star her "Twin Sole'.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.