ETV Bharat / bharat

কুয়েতে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে 83টি বিমান চালাবে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো

আজ পেশ করা হলফনামায় কেন্দ্রীয় সরকারের তরফে এও বলা হয়েছে, "বন্দে ভারত মিশন"-এ যাঁরা রেজিস্টার করেছিলেন তাঁদের অনেকেই এই মুহূর্তে দেশে ফেরার মতো পরিস্থিতি নেই ৷ এমনও হয়েছে অনেকে "বন্দে ভারত মিশন"-এ নাম রেজিস্ট্রেশনের পর অন্য় এয়ার লাইন্সের বিমানে দেশে ফিরেছেন ৷

author img

By

Published : Oct 27, 2020, 7:38 PM IST

air-india-indigo-to-operate-83-flights-from-kuwait-to-india
কুয়েতে আটকে ভারতীয়দের ফেরাতে বন্দে ভারত মিশনে মোট 83টি বিমান কেন্দ্রের

দিল্লি, 27 অক্টোবর : কুয়েতে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে কী ব্য়বস্থা নিয়েছে এ নিয়ে কয়েকদিন আগে কেন্দ্রের কাছে জবাব চেয়েছিল সুপ্রিম কোর্ট ৷ তারই জবাবে কেন্দ্রের তরফে মঙ্গলবার হলফনামা পেশ করে বিদেশমন্ত্রক ৷ যেখানে বলা হয়েছে, কুয়েতে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে এই মুহূর্তে মোট 83টি বিমান চালানো হবে ৷ যার মধ্য়ে এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ও ইন্ডিগোর বিমান রয়েছে ৷

আজ পেশ করা হলফনামায় কেন্দ্রীয় সরকারের তরফে এও বলা হয়েছে, "বন্দে ভারত মিশন"-এ যাঁরা রেজিস্টার করেছিলেন তাঁদের অনেকেই এই মুহূর্তে দেশে ফেরার মতো পরিস্থিতি নেই ৷ এমনও হয়েছে অনেকে "বন্দে ভারত মিশন"-এ নাম রেজিস্ট্রেশনের পর অন্য় এয়ার লাইন্সের বিমানে দেশে ফিরেছেন ৷ এই অবস্থায় কুয়েতে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে 83টি বিমান কুয়েত থেকে ভারতের বিভিন্ন প্রান্তে চালানো হবে ৷ কোরোনা সংক্রমণের সময় কুয়েতের বিমান সংস্থা কুয়েত এয়ারওয়েজ় এবং জাজিরা এয়ারলাইনের বিমানে অনেক ভারতীয় দেশে ফিরেছেন ৷ অক্টোবরেও তেমন বহু বিমান ভারতে অবতরণ করেছে ৷

অনেকক্ষেত্রে কম যাত্রী হওয়ার জন্য় কিছু বিমানের উড়ান বাতিল করা হয়েছে বা সূচি পরিবর্তন করা হয়েছে ৷ কিছু ক্ষেত্রে অপারেশনাল কারণেও উড়ান বাতিল হয়েছে বলে আদালতে পেশ করা হলফনামায় বিদেশমন্ত্রক জানিয়েছে ৷ মন্ত্রকের তরফে আদালতে জানানো হয়েছে, অক্টোবরের 1 তারিখ পর্যন্ত 559টি বিমান ভারতে এসেছে ৷ যার মধ্য়ে বন্দে ভারত মিশনের আওতায় 177টি স্পেশাল ফ্লাইট ছিল ৷ এছাড়াও 382টি চাটার্ড ফ্লাইট আলাদাভাবে বিদেশ থেকে ভারতীয়দের আনার জন্য় ব্য়বহার করা হয়েছে ৷ বিদেশ মন্ত্রকের তরফে দাখিল করা হলফনামায় সবশেষে বলা হয়, 1 লাখ 33 হাজার ভারতীয় দেশে ফেরার জন্য় তাঁদের নাম রেজিস্ট্রার করেছেন ৷ যার মধ্য়ে 87 হাজার 22 জনকে ফেরানো হয়েছে ৷

দিল্লি, 27 অক্টোবর : কুয়েতে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে কী ব্য়বস্থা নিয়েছে এ নিয়ে কয়েকদিন আগে কেন্দ্রের কাছে জবাব চেয়েছিল সুপ্রিম কোর্ট ৷ তারই জবাবে কেন্দ্রের তরফে মঙ্গলবার হলফনামা পেশ করে বিদেশমন্ত্রক ৷ যেখানে বলা হয়েছে, কুয়েতে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে এই মুহূর্তে মোট 83টি বিমান চালানো হবে ৷ যার মধ্য়ে এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ও ইন্ডিগোর বিমান রয়েছে ৷

আজ পেশ করা হলফনামায় কেন্দ্রীয় সরকারের তরফে এও বলা হয়েছে, "বন্দে ভারত মিশন"-এ যাঁরা রেজিস্টার করেছিলেন তাঁদের অনেকেই এই মুহূর্তে দেশে ফেরার মতো পরিস্থিতি নেই ৷ এমনও হয়েছে অনেকে "বন্দে ভারত মিশন"-এ নাম রেজিস্ট্রেশনের পর অন্য় এয়ার লাইন্সের বিমানে দেশে ফিরেছেন ৷ এই অবস্থায় কুয়েতে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে 83টি বিমান কুয়েত থেকে ভারতের বিভিন্ন প্রান্তে চালানো হবে ৷ কোরোনা সংক্রমণের সময় কুয়েতের বিমান সংস্থা কুয়েত এয়ারওয়েজ় এবং জাজিরা এয়ারলাইনের বিমানে অনেক ভারতীয় দেশে ফিরেছেন ৷ অক্টোবরেও তেমন বহু বিমান ভারতে অবতরণ করেছে ৷

অনেকক্ষেত্রে কম যাত্রী হওয়ার জন্য় কিছু বিমানের উড়ান বাতিল করা হয়েছে বা সূচি পরিবর্তন করা হয়েছে ৷ কিছু ক্ষেত্রে অপারেশনাল কারণেও উড়ান বাতিল হয়েছে বলে আদালতে পেশ করা হলফনামায় বিদেশমন্ত্রক জানিয়েছে ৷ মন্ত্রকের তরফে আদালতে জানানো হয়েছে, অক্টোবরের 1 তারিখ পর্যন্ত 559টি বিমান ভারতে এসেছে ৷ যার মধ্য়ে বন্দে ভারত মিশনের আওতায় 177টি স্পেশাল ফ্লাইট ছিল ৷ এছাড়াও 382টি চাটার্ড ফ্লাইট আলাদাভাবে বিদেশ থেকে ভারতীয়দের আনার জন্য় ব্য়বহার করা হয়েছে ৷ বিদেশ মন্ত্রকের তরফে দাখিল করা হলফনামায় সবশেষে বলা হয়, 1 লাখ 33 হাজার ভারতীয় দেশে ফেরার জন্য় তাঁদের নাম রেজিস্ট্রার করেছেন ৷ যার মধ্য়ে 87 হাজার 22 জনকে ফেরানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.