ETV Bharat / bharat

"হয় বেসরকারিকরণ, নতুবা বন্ধ করে দেওয়া", এয়ার ইন্ডিয়া প্রসঙ্গে হরদীপ সিং পুরি

author img

By

Published : Sep 15, 2020, 9:20 PM IST

60 হাজার কোটি টাকার ঋণের বোঝা রয়েছে এয়ার ইন্ডিয়ার ঘাড়ে । এই অবস্থায় বেসরকারিকরণ করা বা না করাটা বিষয় নয়, বিষয়টি হল বেসরকারিকরণ করা অথবা উড়ান সংস্থাটিকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া । রাজ্যসভায় জানালেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরি ।

হরদীপ সিং পুরি
হরদীপ সিং পুরি

দিল্লি, 15 সেপ্টেম্বর : বিশাল অঙ্কের ঋণে ডুবে রয়েছে এয়ার ইন্ডিয়া । সরকারের কাছে এই অবস্থায় দু'টি রাস্তাই খোলা রয়েছে – হয় এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণ, নতুবা উড়ান সংস্থাটিকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া । আজ এই কথাই জানালেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরি ।

এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণের প্রতিবাদে সরব হয়েছে বিরোধী দলগুলি । এই পরিস্থিতিতে আজ রাজ্যসভার সাংসদদের হরদীপ সিং পুরি বলেন, “60 হাজার কোটি টাকার ঋণের বোঝা রয়েছে এয়ার ইন্ডিয়ার ঘাড়ে । এই অবস্থায় বেসরকারিকরণ করা বা না করাটা বিষয় নয়, বিষয়টি হল বেসরকারিকরণ করা অথবা উড়ান সংস্থাটিকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া ।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি এয়ার ইন্ডিয়া যাতে সচল থাকে, সেজন্য নতুন কোনও মালিকের হাতে তুলে দিতে হবে সংস্থাটিকে ।”

আরও পড়ুন : বন্দে ভারত মিশনে দেশে ফিরেছে 15 লাখের বেশি মানুষ

বন্দেভারত মিশনের আওতায় যেভাবে বিভিন্ন দেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা হয়েছে, তাতে কেন্দ্রের প্রশংসা করে তৃণমূল সাংসদ বলেন, “এই কাজ কে করেছ ? এয়ার ইন্ডিয়া । প্রয়োজনে আপনারা এয়ার ইন্ডিয়ার পরিকাঠামোগত পরিবর্তন করুন, কিন্তু দয়া করে বিক্রি করে দেবেন না ।”

প্রসঙ্গত, কেন্দ্র এয়ার ইন্ডিয়ার একশো শতাংশ মালিকানা বিক্রি করার পরিকল্পনা করেছে । সম্প্রতি উদ্ভুত কোরোনা পরিস্থিতির কারণে, নিলামের অন্তিমসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র । 30 অক্টোবরের মধ্যে এয়ার ইন্ডিয়া উড়ান সংস্থাকে কেনার জন্য নিলামে অংশগ্রহণ করা যাবে ।"

আরও পড়ুন : অনাবশ্যকীয় কর্মচারীদের সনাক্তকরণের কাজ চলছে এয়ার ইন্ডিয়ায়

এদিকে আজ রাজ্যসভায় পাশ হল এয়ারক্র্যাফট সংশোধনী বিল, 2020 । বিলটি চলতি বছরের মার্চেই লোকসভায় পাশ হয়ে গেছিল । বিলটিতে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের আওতাধীন তিনটি সংস্থা – ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন, বিওরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি ও এয়ারক্র্যাফট ইনভেস্টিগেশন বিওরোকে রেগুলেটরি বডির বদলে স্ট্যাটুটরি বডিতে পরিবর্তন করার কথা বলা হয়েছে । এই তিনটি সংস্থার প্রধান থাকবেন কেন্দ্রের নিয়োগ করা একজন ডিরেক্টর জেনেরাল । পাশপাশি, নতুন আইন ভাঙলে জরিমানার অঙ্কও বাড়িয়ে 10 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত করার কথাও বলা হয়েছে এই বিলে ।

আরও পড়ুন : আর্থিক পরিস্থিতি সংকটে, জানাল এয়ার ইন্ডিয়া

দিল্লি, 15 সেপ্টেম্বর : বিশাল অঙ্কের ঋণে ডুবে রয়েছে এয়ার ইন্ডিয়া । সরকারের কাছে এই অবস্থায় দু'টি রাস্তাই খোলা রয়েছে – হয় এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণ, নতুবা উড়ান সংস্থাটিকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া । আজ এই কথাই জানালেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরি ।

এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণের প্রতিবাদে সরব হয়েছে বিরোধী দলগুলি । এই পরিস্থিতিতে আজ রাজ্যসভার সাংসদদের হরদীপ সিং পুরি বলেন, “60 হাজার কোটি টাকার ঋণের বোঝা রয়েছে এয়ার ইন্ডিয়ার ঘাড়ে । এই অবস্থায় বেসরকারিকরণ করা বা না করাটা বিষয় নয়, বিষয়টি হল বেসরকারিকরণ করা অথবা উড়ান সংস্থাটিকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া ।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি এয়ার ইন্ডিয়া যাতে সচল থাকে, সেজন্য নতুন কোনও মালিকের হাতে তুলে দিতে হবে সংস্থাটিকে ।”

আরও পড়ুন : বন্দে ভারত মিশনে দেশে ফিরেছে 15 লাখের বেশি মানুষ

বন্দেভারত মিশনের আওতায় যেভাবে বিভিন্ন দেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা হয়েছে, তাতে কেন্দ্রের প্রশংসা করে তৃণমূল সাংসদ বলেন, “এই কাজ কে করেছ ? এয়ার ইন্ডিয়া । প্রয়োজনে আপনারা এয়ার ইন্ডিয়ার পরিকাঠামোগত পরিবর্তন করুন, কিন্তু দয়া করে বিক্রি করে দেবেন না ।”

প্রসঙ্গত, কেন্দ্র এয়ার ইন্ডিয়ার একশো শতাংশ মালিকানা বিক্রি করার পরিকল্পনা করেছে । সম্প্রতি উদ্ভুত কোরোনা পরিস্থিতির কারণে, নিলামের অন্তিমসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র । 30 অক্টোবরের মধ্যে এয়ার ইন্ডিয়া উড়ান সংস্থাকে কেনার জন্য নিলামে অংশগ্রহণ করা যাবে ।"

আরও পড়ুন : অনাবশ্যকীয় কর্মচারীদের সনাক্তকরণের কাজ চলছে এয়ার ইন্ডিয়ায়

এদিকে আজ রাজ্যসভায় পাশ হল এয়ারক্র্যাফট সংশোধনী বিল, 2020 । বিলটি চলতি বছরের মার্চেই লোকসভায় পাশ হয়ে গেছিল । বিলটিতে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের আওতাধীন তিনটি সংস্থা – ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন, বিওরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি ও এয়ারক্র্যাফট ইনভেস্টিগেশন বিওরোকে রেগুলেটরি বডির বদলে স্ট্যাটুটরি বডিতে পরিবর্তন করার কথা বলা হয়েছে । এই তিনটি সংস্থার প্রধান থাকবেন কেন্দ্রের নিয়োগ করা একজন ডিরেক্টর জেনেরাল । পাশপাশি, নতুন আইন ভাঙলে জরিমানার অঙ্কও বাড়িয়ে 10 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত করার কথাও বলা হয়েছে এই বিলে ।

আরও পড়ুন : আর্থিক পরিস্থিতি সংকটে, জানাল এয়ার ইন্ডিয়া

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.