ETV Bharat / bharat

লাদাখে সীমান্ত পরিদর্শন বায়ুসেনা প্রধানের

লে-র আকাশে আজ সকাল থেকেই উড়তে দেখা যায় বায়ুসেনার যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার ও অত্যাধুনিক অ্যাপাচে চপার । সূত্রের খবর, সীমান্তের ওপারে চিনা সেনাও শক্তি বাড়াচ্ছে ।

ভারতের বায়ুসেনা
ভারতের বায়ুসেনা
author img

By

Published : Jun 19, 2020, 9:14 PM IST

দিল্লি, 19 জুন : দু'দিনের লাদাখ সফর করে দিল্লি ফিরলেন বায়ুসেনার প্রধান আর কে এস ভাদুড়িয়া । 17 ও 18 জুন লাদাখে বায়ুসেনার ছাউনিতে প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি । 15 জুনের সীমান্ত সংঘর্ষের মাত্র দু'দিন পরেই বায়ুসেনা প্রধানের লাদাখ সফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ ।

17 জুন লে বায়ুসেনা ছাউনি পরিদর্শনে যান আর কে এস ভাদুড়িয়া । দ্বিতীয় দিনে শ্রীনগরের বায়ুসেনা ছাউনি ঘুরে দেখেন তিনি । শ্রীনগর, অবন্তিপোরা ও লে সহ বেশকিছু এলাকায় বায়ুসেনার ঘাঁটি রয়েছে । ভারত-চিন সীমান্ত পরিস্থিতি আরও ঘোরালো হলে, এই বায়ুসেনা ঘাঁটিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে বলেই মনে করা হচ্ছে ।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত এক সরকারি সূত্র মারফত জানানো হয়েছে, "পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিনের সেনার আগ্রাসী মনোভাবের কারণে সীমান্তের এপারে বায়ুসেনার ঘাঁটিগুলির প্রস্তুতি খতিয়ে দেখেন বায়ুসেনা প্রধান । এখনও পর্যন্ত চিনের লিবারেশন আর্মির 10 হাজারেরও বেশি জওয়ান প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন করে রেখেছে চিন ।"

প্রসঙ্গত, বায়ুসেনা প্রধান লাদাখ থেকে ঘুরে যাওয়ার পরেই আজ লে-র আকাশে বায়ুসেনার যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার ও অত্যাধুনিক অ্যাপাচে চপার দেখা যায় । পাশাপাশি সুখোই 30, মিরাজ 2000, জাগুয়ারসহ বায়ুসেনার প্রথমসারির যুদ্ধবিমানগুলিকেও প্রস্তুত রাখা হচ্ছে । যাতে খুব কম সময়ের মধ্যে কোনওরকম অপারেশন সফল করা যায়, তার জন্যই এই প্রস্তুতি বলে সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রের খবর ।

সীমান্ত বরাবর চিনের আকাশপথে গতিবিধি কীরকম, সে বিষয়ে ভারতীয় বায়ুসেনার তরফে এখনও কিছু প্রকাশ করা হয়নি । তবে সর্বভারতীয় সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ, তিব্বতের নাগরিতে চিনের বায়ুসেনা ছাউনিতে ব্যস্ততা বেড়েছে । এই নাগরি বায়ুসেনা ঘাঁটি প্যাংগং লেক থেকে খুব বেশি দূরে নয় । দুই দেশেই সীমান্ত বরাবর শক্তি বাড়ানোর কাজ চলছে ।

দিল্লি, 19 জুন : দু'দিনের লাদাখ সফর করে দিল্লি ফিরলেন বায়ুসেনার প্রধান আর কে এস ভাদুড়িয়া । 17 ও 18 জুন লাদাখে বায়ুসেনার ছাউনিতে প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি । 15 জুনের সীমান্ত সংঘর্ষের মাত্র দু'দিন পরেই বায়ুসেনা প্রধানের লাদাখ সফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ ।

17 জুন লে বায়ুসেনা ছাউনি পরিদর্শনে যান আর কে এস ভাদুড়িয়া । দ্বিতীয় দিনে শ্রীনগরের বায়ুসেনা ছাউনি ঘুরে দেখেন তিনি । শ্রীনগর, অবন্তিপোরা ও লে সহ বেশকিছু এলাকায় বায়ুসেনার ঘাঁটি রয়েছে । ভারত-চিন সীমান্ত পরিস্থিতি আরও ঘোরালো হলে, এই বায়ুসেনা ঘাঁটিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে বলেই মনে করা হচ্ছে ।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত এক সরকারি সূত্র মারফত জানানো হয়েছে, "পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিনের সেনার আগ্রাসী মনোভাবের কারণে সীমান্তের এপারে বায়ুসেনার ঘাঁটিগুলির প্রস্তুতি খতিয়ে দেখেন বায়ুসেনা প্রধান । এখনও পর্যন্ত চিনের লিবারেশন আর্মির 10 হাজারেরও বেশি জওয়ান প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন করে রেখেছে চিন ।"

প্রসঙ্গত, বায়ুসেনা প্রধান লাদাখ থেকে ঘুরে যাওয়ার পরেই আজ লে-র আকাশে বায়ুসেনার যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার ও অত্যাধুনিক অ্যাপাচে চপার দেখা যায় । পাশাপাশি সুখোই 30, মিরাজ 2000, জাগুয়ারসহ বায়ুসেনার প্রথমসারির যুদ্ধবিমানগুলিকেও প্রস্তুত রাখা হচ্ছে । যাতে খুব কম সময়ের মধ্যে কোনওরকম অপারেশন সফল করা যায়, তার জন্যই এই প্রস্তুতি বলে সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রের খবর ।

সীমান্ত বরাবর চিনের আকাশপথে গতিবিধি কীরকম, সে বিষয়ে ভারতীয় বায়ুসেনার তরফে এখনও কিছু প্রকাশ করা হয়নি । তবে সর্বভারতীয় সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ, তিব্বতের নাগরিতে চিনের বায়ুসেনা ছাউনিতে ব্যস্ততা বেড়েছে । এই নাগরি বায়ুসেনা ঘাঁটি প্যাংগং লেক থেকে খুব বেশি দূরে নয় । দুই দেশেই সীমান্ত বরাবর শক্তি বাড়ানোর কাজ চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.