ETV Bharat / bharat

মুম্বইয়ে গ্রেপ্তার দাউদ ঘনিষ্ঠ - mumbai police arrested

2015 সালে ছত্রপতি শিবাজি বিমানবন্দর থেকে রিয়াজ়কে গ্রেপ্তার করা হয়েছিল । বেআইনিভাবে দুটি পাসপোর্ট রাখার অভিযোগ ছিল আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ঘনিষ্ঠ ভাটির বিরুদ্ধে । অভিবাসন ও নিরাপত্তা সংক্রান্ত চেকিংয়ের সময় গ্রেপ্তার করা হয় তাঁকে সেই সময় । তাঁর কাছ থেকে বাজেয়াপ্ত দুটি পাসপোর্টে দু ধরনের তথ্য পাওয়া গেছিল, এমনটাই জানিয়েছে পুলিশ ।

দাউদ ইব্রাহিম (ফাইল ছবি)
author img

By

Published : Jul 2, 2019, 8:09 PM IST

মুম্বই, 2 জুলাই : ডনের সাগরেদ পাকড়াও । আজ আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ অনুচরকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ । পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল সেও । আজ মুম্বই পুলিশের অপরাধদমন বিভাগের অফিসাররা রিয়াজ় ভাটি নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করল আজ ।

2015 সালে ছত্রপতি শিবাজি বিমানবন্দর থেকে রিয়াজ়কে গ্রেপ্তার করা হয়েছিল । বেআইনিভাবে দুটি পাসপোর্ট রাখার অভিযোগ ছিল আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ঘনিষ্ঠ ভাটির বিরুদ্ধে । অভিবাসন ও নিরাপত্তা সংক্রান্ত চেকিংয়ের সময় গ্রেপ্তার করা হয় তাঁকে সেই সময় । তাঁর কাছ থেকে বাজেয়াপ্ত দুটি পাসপোর্টে দু ধরনের তথ্য পাওয়া গেছিল, এমনটাই জানিয়েছে পুলিশ । দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গে দাউদ ঘনিষ্ঠদের একটি বৈঠকে সে সময় যাওয়ার কথা ছিল তাঁর । মুম্বইয়ে ডি কোম্পানির প্রসার নিয়েও আলোচনার কথা উঠে আসে তখন ।

2007 ও 2008 সালে খান্ডালা গুলি কাণ্ডে নাম জড়ায় দাউদ ঘনিষ্ঠ ভাটির । 2009 সালে মালাডে জমি অধিগ্রহণেও নাম জড়ায় তাঁর । হাওয়ালা কেলেঙ্কারির পাণ্ডা ভাটি দাউদের ডি কোম্পানির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত । পুলিশের দাবি, দাউদের টাকা এখনও হাওয়ালায় বিনিযোগ করছে ভাটি ।

মুম্বই, 2 জুলাই : ডনের সাগরেদ পাকড়াও । আজ আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ অনুচরকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ । পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল সেও । আজ মুম্বই পুলিশের অপরাধদমন বিভাগের অফিসাররা রিয়াজ় ভাটি নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করল আজ ।

2015 সালে ছত্রপতি শিবাজি বিমানবন্দর থেকে রিয়াজ়কে গ্রেপ্তার করা হয়েছিল । বেআইনিভাবে দুটি পাসপোর্ট রাখার অভিযোগ ছিল আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ঘনিষ্ঠ ভাটির বিরুদ্ধে । অভিবাসন ও নিরাপত্তা সংক্রান্ত চেকিংয়ের সময় গ্রেপ্তার করা হয় তাঁকে সেই সময় । তাঁর কাছ থেকে বাজেয়াপ্ত দুটি পাসপোর্টে দু ধরনের তথ্য পাওয়া গেছিল, এমনটাই জানিয়েছে পুলিশ । দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গে দাউদ ঘনিষ্ঠদের একটি বৈঠকে সে সময় যাওয়ার কথা ছিল তাঁর । মুম্বইয়ে ডি কোম্পানির প্রসার নিয়েও আলোচনার কথা উঠে আসে তখন ।

2007 ও 2008 সালে খান্ডালা গুলি কাণ্ডে নাম জড়ায় দাউদ ঘনিষ্ঠ ভাটির । 2009 সালে মালাডে জমি অধিগ্রহণেও নাম জড়ায় তাঁর । হাওয়ালা কেলেঙ্কারির পাণ্ডা ভাটি দাউদের ডি কোম্পানির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত । পুলিশের দাবি, দাউদের টাকা এখনও হাওয়ালায় বিনিযোগ করছে ভাটি ।

New Delhi, Apr 09 (ANI): Just few days after the release of 'Shazam!', the sequel to the film is in the works. The film collected USD 53.5 million at the domestic box office in its opening weekend, and its team is now officially working on the sequel, reported The Hollywood Reporter. Writer Henry Gayden, who penned the original's screenplay, is writing the next installment. The 'Shazam!' director David F. Sandberg and producer Peter Safran are expected to return for the follow-up. The DC film set up plenty of fodder for potential sequels, for instance, surprise cameos in the original film made way for more heroes in the universe and a mid-credits scene teasing a mysterious villain. Actor Dwayne Johnson is all set to star in his own solo movie as the class villain Black Adam, and will presumably face off against the hero at some point. 'Shazam!' focuses on teenager Billy Batson, played by Asher Angel, who can transform into an adult superhero, played by Zachary Levi. He faces off against the villainous Dr. Sivana, played by Mark Strong with the help of his foster brother, played by Jack Dylan Grazer. Gayden has previously penned the 2014 feature 'Earth to Echo' and is also working on the Phil Lord and Chris Miller sci-fi film 'Last Human'.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.