ETV Bharat / bharat

রাজীব কুমারকে গ্রেপ্তারের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে CBI - CBI

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, রাজীব কুমার তদন্তকারীদের তদন্তে সহযোগিতা করেননি। এমন কী সুপ্রিম কোর্টের নির্দেশে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরও তদন্তকারীদের কাছে প্রাসঙ্গিক সব প্রশ্ন এড়িয়ে যান রাজীব। তাই আজ রাজীবকে হেপাজতে নেওয়ার জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন জানায় CBI।

রাজীব কুমার
author img

By

Published : Apr 6, 2019, 2:37 PM IST

দিল্লি, 6 এপ্রিল : সারদা কেলেঙ্কারিতে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে হেপাজতে নেওয়া দরকার। সারদার আরও তথ্য হাতে পাওয়ার জন্য তাঁকে জেরা করতে হবে। এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে গেল CBI।

রাজীব কুমার বিধাননগর পুলিশ কমিশনার থাকাকালীন সারদার তদন্তের জন্য গঠিত SIT-র প্রধান ছিলেন। CBI-র দাবি, ২০১২-১৩ সালে রাজীব কুমার সারদা গ্রুপকে অবৈধভাবে প্রায় ৮০৫ কোটি টাকা সংগ্রহে সাহায্য করেছিল। এবং ২০১২-১৪ অর্থবছরে রোজ়ভ্যালি গ্রুপকেও প্রায় ৬৮৬৫ কোটি টাকা সংগ্রহে সাহায্য করে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চে রাজীব কুমার সংক্রান্ত মামলার একটি নতুন আবেদনপত্র জমা দেয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, রাজীব কুমার তদন্তকারীদের তদন্তে সহযোগিতা করেননি। এমন কী সুপ্রিম কোর্টের নির্দেশে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরও তদন্তকারীদের কাছে প্রাসঙ্গিক সব প্রশ্ন এড়িয়ে যান রাজীব। তিনি চিটফান্ড কাণ্ডের গুরুত্বপূর্ণ নথি সংক্রান্ত বিষয়েও CBI-কে সাহায্য করেনি। আজ এই মর্মেই রাজীবকে হেপাজতে নেওয়ার জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন জানায় CBI।

দিল্লি, 6 এপ্রিল : সারদা কেলেঙ্কারিতে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে হেপাজতে নেওয়া দরকার। সারদার আরও তথ্য হাতে পাওয়ার জন্য তাঁকে জেরা করতে হবে। এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে গেল CBI।

রাজীব কুমার বিধাননগর পুলিশ কমিশনার থাকাকালীন সারদার তদন্তের জন্য গঠিত SIT-র প্রধান ছিলেন। CBI-র দাবি, ২০১২-১৩ সালে রাজীব কুমার সারদা গ্রুপকে অবৈধভাবে প্রায় ৮০৫ কোটি টাকা সংগ্রহে সাহায্য করেছিল। এবং ২০১২-১৪ অর্থবছরে রোজ়ভ্যালি গ্রুপকেও প্রায় ৬৮৬৫ কোটি টাকা সংগ্রহে সাহায্য করে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চে রাজীব কুমার সংক্রান্ত মামলার একটি নতুন আবেদনপত্র জমা দেয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, রাজীব কুমার তদন্তকারীদের তদন্তে সহযোগিতা করেননি। এমন কী সুপ্রিম কোর্টের নির্দেশে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরও তদন্তকারীদের কাছে প্রাসঙ্গিক সব প্রশ্ন এড়িয়ে যান রাজীব। তিনি চিটফান্ড কাণ্ডের গুরুত্বপূর্ণ নথি সংক্রান্ত বিষয়েও CBI-কে সাহায্য করেনি। আজ এই মর্মেই রাজীবকে হেপাজতে নেওয়ার জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন জানায় CBI।


Imphal (Manipur), Mar 31 (ANI): A suspended constable, Mohammad Manjur Ahmed, who was arrested in Manipur's capital, was found dead in the police custody on Saturday late evening. Ahmed was arrested over his alleged connection with Nando, an absconder associated with the proscribed Kangleipak Communist Party. A Joint Action Committee has been formed to initiate inquiry into Ahmed's death. Chief Minister N. Biren Singh assured of strict action against the culprits and said that he will not spare anyone who will be found guilty. "I came to know about the unfortunate incident. I won't spare anyone. We're following all legalities. There is a procedure. I'll definitely take action against the people concerned," Singh told ANI.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.