ETV Bharat / bharat

দুই শিশুর বয়স এক'শোরও বেশি !

শিশুর বয়স 2 বছর ৷ কিন্তু জন্মের প্রমাণপত্র বলছে বয়স 100-র থেকেও বেশি ৷ আরেকজনের বয়স 4 বছর ৷ কিন্তু নথি বলছে 104 বছর ৷ ইচ্ছাকৃতভাবে ভুল করা হয়েছে জন্ম প্রমাণপত্রে ৷ এই অভিযোগই হাইকোর্টের দ্বারস্থ পরিবার ৷

Birth certificate
ভুয়ো জন্ম প্রমাণপত্রের চক্র
author img

By

Published : Jan 22, 2020, 11:55 AM IST

বরেলি, 22 জানুয়ারি : বরেলি পুলিশের জালে দিন কয়েক আগেই ধরা পড়েছিল ভুয়ো জন্ম প্রমাণপত্রের চক্র ৷ এবার দুই শিশুর জাল জন্ম প্রমাণপত্র বের করায় গ্রামোন্নয়ন আধিকারিকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল আদালত ৷ জন্ম প্রমাণপত্রে ওই দুই শিশুর বয়স দেখাচ্ছে 100 বছরেরও উপরে ৷

ঘটনাটি শাহজাহানপুরের খাতুর থানা এলাকার বেলা গ্রামের ৷ সঙ্কেত (2) ও শুভ (4) ৷ জন্ম প্রমাণপত্রে নথি দেখাচ্ছে তাঁদের জন্ম যথাক্রমে 13 জুন, 1916 ও 6 জানুয়ারি, 1918 ৷ অর্থাৎ, নথি অনুযায়ী ওই দুই শিশুর বয়স অনুযায়ী দেখাচ্ছে যথাক্রমে 102 বছর ও 104 বছর ৷

এরপরেই সঙ্কেত আর শুভর কাকা পবন কুমার আদালতের দ্বারস্থ হয় ৷ অভিযোগ, ওই দুই শিশুর পরিবারের কাছে জন্ম প্রমাণপত্রের জন্য টাকা চাওয়া হয়েছিল ৷ কিন্তু সেই টাকা না দেওয়ায় ওই দুই শিশুর ভুল জন্ম প্রমাণপত্র ইশু করা হয়েছে ৷ গ্রামোন্নয়ন আধিকারিক সুশীল চন্দ অগ্নিহোত্রী ও গ্রামপ্রধান প্রবীন মিশ্র প্রত্যেক শিশুর জন্ম প্রমাণপত্রের জন্য 500 টাকা করে চেয়েছিল বলে অভিযোগ জানায় সে ৷

ওই অভিযোগের ভিত্তিতে 17 জানুয়ারি আদালত সংশ্লিষ্ট ও গ্রাম প্রধান বিরুদ্ধে FIR দায়ের করার নির্দেশ দেয় পুলিশকে ৷

বরেলি, 22 জানুয়ারি : বরেলি পুলিশের জালে দিন কয়েক আগেই ধরা পড়েছিল ভুয়ো জন্ম প্রমাণপত্রের চক্র ৷ এবার দুই শিশুর জাল জন্ম প্রমাণপত্র বের করায় গ্রামোন্নয়ন আধিকারিকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল আদালত ৷ জন্ম প্রমাণপত্রে ওই দুই শিশুর বয়স দেখাচ্ছে 100 বছরেরও উপরে ৷

ঘটনাটি শাহজাহানপুরের খাতুর থানা এলাকার বেলা গ্রামের ৷ সঙ্কেত (2) ও শুভ (4) ৷ জন্ম প্রমাণপত্রে নথি দেখাচ্ছে তাঁদের জন্ম যথাক্রমে 13 জুন, 1916 ও 6 জানুয়ারি, 1918 ৷ অর্থাৎ, নথি অনুযায়ী ওই দুই শিশুর বয়স অনুযায়ী দেখাচ্ছে যথাক্রমে 102 বছর ও 104 বছর ৷

এরপরেই সঙ্কেত আর শুভর কাকা পবন কুমার আদালতের দ্বারস্থ হয় ৷ অভিযোগ, ওই দুই শিশুর পরিবারের কাছে জন্ম প্রমাণপত্রের জন্য টাকা চাওয়া হয়েছিল ৷ কিন্তু সেই টাকা না দেওয়ায় ওই দুই শিশুর ভুল জন্ম প্রমাণপত্র ইশু করা হয়েছে ৷ গ্রামোন্নয়ন আধিকারিক সুশীল চন্দ অগ্নিহোত্রী ও গ্রামপ্রধান প্রবীন মিশ্র প্রত্যেক শিশুর জন্ম প্রমাণপত্রের জন্য 500 টাকা করে চেয়েছিল বলে অভিযোগ জানায় সে ৷

ওই অভিযোগের ভিত্তিতে 17 জানুয়ারি আদালত সংশ্লিষ্ট ও গ্রাম প্রধান বিরুদ্ধে FIR দায়ের করার নির্দেশ দেয় পুলিশকে ৷

Mumbai, Jan 22 (ANI): While speaking to ANI in an exclusive interview on January 21, the Bollywood actress Zareen Khan spoke about her upcoming film. She said, "My next film is 'Hum Bhi Akele Tum Bhi Akele' which is a beautiful human story about two individuals. The story of this movie is quite near to my heart as many of my friends belong to LGBTQ community." "I have seen their struggles as they can roam freely outside but can't tell about themselves to their families. It is high time that they should get justice," Zareen added. "We have expressed the storyline in a fun way with a strong message," the actress further stated.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.