ETV Bharat / bharat

আরা ও কেরাম, ঝাড়খণ্ডের 2 গ্রামের লক্ষ্য প্লাস্টিক বর্জ্য থেকে মুক্তি - Plastic story

সাফল্যের সঙ্গে জল সংরক্ষণের পর এখন ঝাড়খণ্ডের আরা-কেরামের লক্ষ্য প্লাস্টিকমুক্ত গ্রাম গড়া ৷ অভিযান শুরু হয়েছে প্রায় এক বছর আগে ৷ নিয়ম অমান্য করে গ্রামে কেউ পলিব্যাগ ব্যবহার করলে প্রথমবার 150 টাকা এবং একই অপরাধের জন্য পরের বার 500 টাকা পর্যন্ত জরিমানা করা হয় ৷ পঞ্চায়েত সদস্যরা সারা গ্রামে নজরদারি চালান ৷ গ্রামবাসীরাও পঞ্চায়েতের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন ৷ তাঁরাও এখন বাজারে গেলে কাপড়ের তৈরি ব্যাগ সঙ্গে করে নিয়ে যান ৷

After water conservation, these J'khand villages aim to go plastic-free
আরা কেরাম
author img

By

Published : Jan 17, 2020, 10:15 AM IST

রাঁচি (ঝাড়খণ্ড), 17 জানুয়ারি : আরা এবং কেরাম রাঁচির প্রত্যন্ত এই গ্রাম দু'টিকে প্লাস্টিকমুক্ত করতে সম্প্রতি উদ্যোগ নিয়েছে গ্রাম পঞ্চায়েত ৷ এর আগেও জল সংরক্ষণ এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে নজির গড়েছিল আরা এবং কেরাম ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্রাম পঞ্চায়েতের এই প্রয়াসের প্রশংসাও করেছিলেন ৷ কিন্তু তাতেই থেমে থাকেনি ৷ এখন তাদের লক্ষ্য, গ্রামে সিঙ্গল ইউজ় প্লাস্টিক সামগ্রীর ব্যবহার বন্ধ করা ৷

ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত গ্রাম দু'টি ৷ পলিব্যাগ ও প্লাস্টিকবর্জ্য মুক্ত করতে গ্রাম পঞ্চায়েতের তরফে চলছে প্রচার অভিযান ৷ পঞ্চায়েত সদস্যরা গ্রামজুড়ে চালাচ্ছেন সচেতনতা অভিযান ৷ নিয়ম অমান্য করলে জরিমানা করা হচ্ছে ৷ গ্রাম প্রধান গোপাল বেদিয়া বলেন, "আমরা অন্যকিছু থেকে অনুপ্রাণিত হইনি ৷ প্রতি বৃহস্পতিবার গ্রাম পঞ্চায়েতের সভা বসে ৷ সেখান গ্রামবাসীদের জীবনধারণের মান আরও কীভাবে উন্নত করা যায় তা নিয়ে আলোচনা করা হয় ৷ এরকমই একটি সভায় ঠিক হয় যে গ্রামকে প্লাস্টিকমুক্ত করতে হবে ৷ কারণ প্লাস্টিক বর্জ্য পরিবেশ, মানুষ ও পশুপাখির জন্য ক্ষতিকর ৷ " তিনি আরও বলেন, "পলিব্যাগ ব্যবহার করে যদি কেউ নিয়ম অমান্য করে তাহলে প্রথমবার 150 টাকা এবং পরে এই একই অপরাধের জন্য 500 টাকা ফাইন করা হয় ৷ "

আরা ও কেরামের লক্ষ্য প্লাস্টিক বর্জ্য থেকে মুক্তি

গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগকে সমর্থন করেছেন গ্রামবাসীরা ৷ তাঁরাও ঠিক করেছেন যখনই মুদি দোকান বা বাজারে যাবেন কাপড়ের ব্যাগ সঙ্গে নিয়ে যাবেন ৷ গ্রামের এক বাসিন্দা রাজামণি দেবী বলেন, "আমরা যখন বাজারে যাই কাপড়ের ব্যাগ সঙ্গে নিয়ে যাই ৷ যদি দোকানদার পলিব্যাগ দেয় আমরা তা নিই না ৷ " অপর এক গ্রামবাসী বাবু রাম গোপ বলেন, "আমাদের গ্রামে আপনারা প্লাস্টিক খুঁজে পাবেন না ৷ আমরা জানি একটা নির্দিষ্ট সময়ের পর কাঠ, কাগজ এমনকী লোহার পর্যন্ত ক্ষয় হয় ৷ কিন্তু প্লাস্টিকের কোনও ক্ষয় হয় না ৷ "

প্লাস্টিকমুক্ত দেশ গড়ার জন্য প্রধানমন্ত্রীর আহ্বান জানিয়েছেন ৷ কিন্তু তার অনেক আগেই গ্রামবাসীরা নিজেদের গ্রামকে প্লাস্টিক মুক্ত করতে উদ্যোগী হয়েছিলেন ৷ গত বছর থেকেই শুরু হয়েছিল এই প্রয়াস ৷ এখন লক্ষ্যপূরণের প্রচেষ্টা চলছে ৷

রাঁচি (ঝাড়খণ্ড), 17 জানুয়ারি : আরা এবং কেরাম রাঁচির প্রত্যন্ত এই গ্রাম দু'টিকে প্লাস্টিকমুক্ত করতে সম্প্রতি উদ্যোগ নিয়েছে গ্রাম পঞ্চায়েত ৷ এর আগেও জল সংরক্ষণ এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে নজির গড়েছিল আরা এবং কেরাম ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্রাম পঞ্চায়েতের এই প্রয়াসের প্রশংসাও করেছিলেন ৷ কিন্তু তাতেই থেমে থাকেনি ৷ এখন তাদের লক্ষ্য, গ্রামে সিঙ্গল ইউজ় প্লাস্টিক সামগ্রীর ব্যবহার বন্ধ করা ৷

ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত গ্রাম দু'টি ৷ পলিব্যাগ ও প্লাস্টিকবর্জ্য মুক্ত করতে গ্রাম পঞ্চায়েতের তরফে চলছে প্রচার অভিযান ৷ পঞ্চায়েত সদস্যরা গ্রামজুড়ে চালাচ্ছেন সচেতনতা অভিযান ৷ নিয়ম অমান্য করলে জরিমানা করা হচ্ছে ৷ গ্রাম প্রধান গোপাল বেদিয়া বলেন, "আমরা অন্যকিছু থেকে অনুপ্রাণিত হইনি ৷ প্রতি বৃহস্পতিবার গ্রাম পঞ্চায়েতের সভা বসে ৷ সেখান গ্রামবাসীদের জীবনধারণের মান আরও কীভাবে উন্নত করা যায় তা নিয়ে আলোচনা করা হয় ৷ এরকমই একটি সভায় ঠিক হয় যে গ্রামকে প্লাস্টিকমুক্ত করতে হবে ৷ কারণ প্লাস্টিক বর্জ্য পরিবেশ, মানুষ ও পশুপাখির জন্য ক্ষতিকর ৷ " তিনি আরও বলেন, "পলিব্যাগ ব্যবহার করে যদি কেউ নিয়ম অমান্য করে তাহলে প্রথমবার 150 টাকা এবং পরে এই একই অপরাধের জন্য 500 টাকা ফাইন করা হয় ৷ "

আরা ও কেরামের লক্ষ্য প্লাস্টিক বর্জ্য থেকে মুক্তি

গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগকে সমর্থন করেছেন গ্রামবাসীরা ৷ তাঁরাও ঠিক করেছেন যখনই মুদি দোকান বা বাজারে যাবেন কাপড়ের ব্যাগ সঙ্গে নিয়ে যাবেন ৷ গ্রামের এক বাসিন্দা রাজামণি দেবী বলেন, "আমরা যখন বাজারে যাই কাপড়ের ব্যাগ সঙ্গে নিয়ে যাই ৷ যদি দোকানদার পলিব্যাগ দেয় আমরা তা নিই না ৷ " অপর এক গ্রামবাসী বাবু রাম গোপ বলেন, "আমাদের গ্রামে আপনারা প্লাস্টিক খুঁজে পাবেন না ৷ আমরা জানি একটা নির্দিষ্ট সময়ের পর কাঠ, কাগজ এমনকী লোহার পর্যন্ত ক্ষয় হয় ৷ কিন্তু প্লাস্টিকের কোনও ক্ষয় হয় না ৷ "

প্লাস্টিকমুক্ত দেশ গড়ার জন্য প্রধানমন্ত্রীর আহ্বান জানিয়েছেন ৷ কিন্তু তার অনেক আগেই গ্রামবাসীরা নিজেদের গ্রামকে প্লাস্টিক মুক্ত করতে উদ্যোগী হয়েছিলেন ৷ গত বছর থেকেই শুরু হয়েছিল এই প্রয়াস ৷ এখন লক্ষ্যপূরণের প্রচেষ্টা চলছে ৷

Intro:Body:

After water conservation, these J'khand villages aim to go plastic-free

After earning Prime Minister Narendra Modi's appreciation for their effort towards water conservation and management, the residents of Ara and Keram - two villages in Jharkhand - are aiming to go plastic-free.

Ranchi (Jharkhand): Ara and Keram did not stop at earning praise from Prime Minister Narendra Modi for their exemplary efforts in water conservation and management, the two remote Ranchi villages in Ormanjhi block have now taken up the task of becoming single-use plastic free.

Located 25 km away from Ranchi, the capital of Jharkhand, the Gram Panchayat of Ara and Keram, have been carrying out a massive drive to rid the village of single-use plastic bags.

The Panchayat members have been organising awareness campaigns for the cause and have even been imposing fines on those violating the no-plastic norm.

"We did not draw inspiration from anywhere. Every Thursday, the gram Panchayat holds a meeting and discusses ways to improve the quality of life in the village. It was during one such meeting that we decided to make our village plastic-free. It is very harmful for the environment and the animals, " said Gopal Bedia, Village head.

"If someone happens to violate the rules by using plastic bags, we fine them Rs. 150 for the first such offence and Rs. 500 thereafter," added Bedia.

The initiative taken by the Panchayat has recieved equal support from the residents of both the villages, who make sure that they carry cloth bags, ditching plastic ones, evertime they go for grocery shopping or marketing.

"When we go to the market we carry a cloth bag along with us. Although vendors offer plastic bags we refuse to accept them, " said Rajamani Devi, a resident of the village.

Babu Ram Gop, another resident of the village, while appreciating the Panchayat's initiative highlighted the ill-effects of plastic waste to ETV Bharat.

"You won't find plastic in our village. We realised that wood, paper and iron gets degraded after a while, but plastic doesn't degrade. If the plastic happens to get in contact with our agricultural fields, it blocks water from penetrating earth's surface, " said Gop.

The decision to eliminate plastic waste was taken by Ara and Keram much before Prime Minister Narendra Modi urged all village heads across the country last year to ensure that there villages were free of single-use plastic, and by the looks of it the two Jharkhand villages seem to have accomplished what they had set out to achieve.

 



=================================================================



Ara and Keram, Jharkhand





VO: Ara and Keram did not stop at earning praise from Prime Minister Narendra Modi for their exemplary efforts in water conservation and management, the two remote Ranchi villages in Ormanjhi block have now taken up the task of becoming single-use plastic free.



GFX: Ara and Keram villages in Ranchi are aiming to go single-use plastic-free



VO: Located 25 km away from Ranchi, the capital of Jharkhand, the Gram Panchayat of Ara and Keram, have been conducting a massive drive to rid the village of single-use plastic bags.



GFX: The Gram Panchayat of Ara and Keram have been carrying out a massive drive to rid the village of plastic waste



VO: The Panchayat members have been organising awareness campaigns for the cause and have even been imposing fines on those violating the no-plastic norm.



GFX: The Panchayat have been organising awareness campaigns, imposing fines on those violating the no-plastic norm



BYTE: Gopal Bedia, village head, Ara Keram village (08:40-09:40) (10:08-10:37) 

Subtitles: We did not draw inspiration from anywhere. Every Thursday, the gram Panchayat holds a meeting and discusses ways to improve the quality of life in the village. It was during one such meeting that we decided to make our village plastic-free. It is harmful for everyone. If someone happens to violate the rules by using plastic bags, we fine them Rs. 150 for the first such offence and Rs. 500 thereafter.



VO: The initiative taken by the Panchayat has recieved equal support from the residents of both the villages, who make sure that they carry cloth bags, ditching plastic ones, evertime they go for grocery shopping or marketing.



GFX: The villagers have equally supported the Panchayat's initiative 



BYTE:Rajamani Devi, villager, Ara Keram village (11:15 - 11:49) 

Subtitles: When we go to the market we carry a cloth bag along with us. Although vendors offer plastic bags we refuse to accept them.



VO: Babu Ram Gop, another resident of the village, while appreciating the Panchayat's initiative highlighted the ill-effects of plastic waste to ETV Bharat.



GFX: Village residents have realised the ill-effects of plastic waste



Byte- Babu Ram Gop, villager, Ara Keram village (11:54 - 11:38)

Subtitles: You won't find plastic in our village. We realised that wood, paper and iron gets degraded after a while, but plastic doesn't degrade. If the plastic happens to get in contact with our agricultural fields, it blocks water from penetrating earth's surface.



VO: The decision to eliminate plastic waste was taken by Ara and Keram much before Prime Minister Narendra Modi urged all village heads across the country last year to ensure that there villages were free of single-use plastic, and by the looks of it the two Jharkhand villages seem to have accomplished what they had set out to achieve.



GFX: The decision to eliminate plastic waste was taken by Ara and Keram much before PM Modi urged villages to get rid of plastic waste





=================================




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.