শ্রীনগর, 14 জানুয়ারি : শীতলতম দিনের সাক্ষী হল শ্রীনগর৷ বৃহস্পতিবার সেখানকার তাপমাত্রা ছিল মাইনাস 8.4 ডিগ্রি সেলসিয়াস৷ 25 বছর পর এই রেকর্ড ভাঙল৷ স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে যে 1995 সালে এই শহরের শীতলতম দিন হয়েছিল৷ সেদিন তাপমাত্রা ছিল মাইনাস 8.3 ডিগ্রি সেলসিয়াস৷ তবে আগামী কয়েকদিন তাপমাত্রা এর থেকে খুব বেশি নিচে নামবে না বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর৷ জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে ‘চিল্লাই কালান’ বলে একটি কথা প্রচলিত আছে৷ টানা 40 দিনের খুব শীতল সময়কালকেই এটা বলা হয়৷ এই সময়কাল শেষ হচ্ছে 31 জানুয়ারি৷
এদিকে বৃহস্পতিবার পহেলগাঁওতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস 11.1 ডিগ্রি সেলসিয়াস৷ গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7 ডিগ্রি সেলসিয়াস৷ লাদাখের লেহ শহরে তাপমাত্রা ছিল মাইনাস 16.8 ডিগ্রি সেলসিয়াস৷ কার্গিল ও দ্রাসে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে মাইনাস 19.6 ডিগ্রি সেলসিয়াস ও 28.3 ডিগ্রি সেলসিয়াস৷ জম্মু শহরে তাপমাত্রা ছিল মাইনাস 5.9 ডিগ্রি সেলসিয়াস৷ এছাড়া জম্মু ও কাশ্মীরের অন্যান্য শহরের তাপমাত্রাও হিমাঙ্কের নিচে ছিল৷
আরও পড়ুন : সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান নষ্ট হতে দেবেন না কৃষকরা, বিশ্বাস রাজনাথের