দিল্লি, 19 জানুয়ারি : টিকাকরণ শুরুর পর থেকে গত তিনদিনে মোট 3.8 লাখ জনকে টিকা দেওয়া হয়েছে বলে জানাল কেন্দ্র । এর মধ্যে টিকা নেওয়ার পর 580 জনের শরীরে বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে এবং সাতজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে । ইতিমধ্যে দু'জনের মৃত্যু অস্বস্তিতে ফেলেছে সরকারকে । তবে এই মৃত্যুর সঙ্গে ভ্যাকসিনের সম্পর্ক নেই বলে দাবি করেছে কেন্দ্র ।
গতকাল উত্তরপ্রদেশের মোরাদাবাদে একজনের মৃত্যু হয়েছে । মোরাদাবাদে এক সরকারি হাসপাতালের ওয়ার্ড বয় মহিপাল সিং-কে (46) মৃত্যুর 24 ঘণ্টা আগে ভ্যাকসিন দেওয়া হয়েছিল । জেলার চিফ মেডিকেল অফিসার অবশ্য বলেছেন, টিকা দেওয়ার সঙ্গে তাঁর মৃত্যুর যোগ নেই । রাজ্য সরকার জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর তাৎক্ষণিক কারণ "কার্ডিওজেনিক শক / সেপটিসেমিক শক" বলা হয়েছে । আগে থেকেই মহিপাল অসুস্থ ছিলেন বলে জানিয়েছে মৃতের পরিবার ।
অন্যদিকে কর্নাটকের বেলারিতে 43 বছরের এক ব্যক্তির টিকা নেওয়ার পরে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । হৃদযন্ত্র ও ফুসফুসজনিত সমস্যার কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকার । তবে, এখনও ময়নাতদন্ত হয়নি। একইসঙ্গে রাজ্য সরকারের তরফে বলা হয়, একই স্বাস্থ্যকেন্দ্র থেকে ভ্যাকসিন নেওয়া অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কোনও উপসর্গ দেখা দেয়নি ।
আরও পড়ুন : ভ্যাকসিন নেওয়ার একদিন পর মৃত স্বাস্থ্যকর্মী ; টিকাকরণের সঙ্গে সম্পর্ক নেই, বললেন স্বাস্থ্য আধিকারিক
হাসপাতালে ভরতি সাতজনের মধ্যে তিনজন দিল্লির বাসিন্দা । এঁদের মধ্যে দু'জনকে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে । অপর একজনকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কর্নাটকে টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়ায় দু'জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে । ঋষিকেশের অল-ইন্ডিয়া মেডিকেল সায়েন্সেস ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রয়েছেন উত্তরাখণ্ডের এক ব্যক্তি । ছত্তিশগড়ের রাজনন্দগাঁওয়ে আরও একজন ব্যক্তি হাসপাতালে ভরতি রয়েছেন ।
আরও পড়ুন : ভ্যাকসিনেশনের দ্বিতীয় দিনেও রাজ্যে 14 জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া, হাসপাতালে 3
এদিকে এর মধ্যেই কোরোনার টিকাকরণের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনেরাল ট্রেডস আধানম গ্যাব্রিয়েসস । বলেন, গোটা বিশ্ব ধ্বংসাত্মক নৈতিক ব্যর্থতার সামনে দাঁড়িয়ে রয়েছে ।"
রবিবার ছ’টি রাজ্যে টিকা নিয়েছেন 17 হাজার মানুষ । এখনও পর্যন্ত 25টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 7,704টি কেন্দ্র থেকে টিকা দেওয়া হয়েছে । গণটিকাকরণ শুরুর প্রথম তিনদিনের লক্ষ্য ছিল 9 লাখ । কিন্তু, পূরণ হয়নি সেই লক্ষ্যমাত্রা । দেশে এখনও পর্যন্ত 3 লাখ 81 হাজার 305 জন টিকা নিয়েছেন । কর্নাটকে সবচেয়ে বেশি 36 হাজার 888 জন স্বাস্থ্যকর্মী প্রতিষেধক নিয়েছেন । এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওড়িশা । মোট 22 হাজার 579 জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হয়েছে । তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গের 14,110 জন টিকা পেয়েছেন ।
আরও পড়ুন : কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু