ETV Bharat / bharat

খারিজ 14 বিধায়কের সদস্য পদ, এ বার 'কিং' হওয়ার অগ্নিপরীক্ষা ইয়েদুরাপ্পার সামনে - Siddaramaiah

কর্নাটকে 14 বিক্ষুব্ধ বিধায়কের সদস্যপদ খারিজ করলেন স্পিকার কে আর রমেশ কুমার ৷ ফলে আস্থাভোটের আগে স্বস্তিতে BJP ৷

ইয়েদুরাপ্পা
author img

By

Published : Jul 28, 2019, 3:50 PM IST

Updated : Jul 28, 2019, 9:58 PM IST

বেঙ্গালুরু, 28 জুলাই : ‘কিং মেকার’ নন, হতে চেয়েছিলেন ‘কিং’। ক্ষণিকের জন্য হয়েও ছিলেন । দুর্ভাগ্য, সেই ‘কিং’-এর মাথার মুকুটটি হয়ে গেছিল কাঁটার । এদিকে, আস্থা ভোটে হেরে ‘কিং’ এইচ ডি কুমারস্বামী মুকুট খুলে ফেলতে বাধ্য হয়েছেন । কিন্তু, নাটক চলছেই কর্নাটকে । আজ 14 জন বিক্ষুব্ধ বিধায়কের সদস্যপদ খারিজ করলেন অধ্যক্ষ কে আর রমেশ কুমার ৷ যার মোদ্দা কথা, সোমবার আস্থাভোটের আগে সুবিধাজনক অবস্থায় BJP ৷

প্রায় তিন সপ্তাহ চলা নাটকে পরদা পড়েছিল আস্থাভোটে কুমারস্বামীর হারের পর । লক্ষ্যপূরণ করে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন বি এস ইয়েদুরাপ্পা । সংখ্যাগরিষ্ঠ দল হওয়ায় মুখ্যমন্ত্রী পদে শপথ তিনি । এবার তাঁর শক্তি পরীক্ষার প্রশ্ন । তার আগেই আজ 14 জন বিক্ষুব্ধ বিধায়কের সদস্যপদ খারিজ করলেন অধ্যক্ষ । এর আগে, গত বৃহস্পতিবার, 3 জন বিধায়কের সদস্যপদ খারিজ হয়েছিল । এই নিয়ে মোট 17 বিধায়কের সদস্যপদ খারিজ হয়ে গেল । ফলে, কর্নাটক বিধানসভায় এখন ম্যাজিক ফিগার হয়ে দাঁড়াল 105, মোট আসন দাঁড়াল 208 । আজ কংগ্রেসের 11 জন ও JD(S)-র 3 জন বিধায়কের সদস্যপদ খারিজ করা হয় । আগামী বিধানসভা ভোট পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে । সিদ্ধান্ত ঘোষণার পর অধ্যক্ষ রমেশ কুমারের মন্তব্য, "বিধায়করা আর বিধান সৌধে ঢুকতে পারবেন না । উপনির্বাচনেও অংশ নিতে পারবেন না ।"

এই সংক্রান্ত আরও খবর : আগামীকাল দুপুরে প্রমাণ করতে হবে সংখ্যাগরিষ্ঠতা, কুমারস্বামীকে চিঠি রাজ্যপালের

2018 সালে কর্নাটকে বিধানসভা নির্বাচন হয় ৷ 224 আসনের মধ্যে দুটি আসনে ভোট স্থগিত ছিল ৷ সংখ্যাগরিষ্ঠতা পেলেও ম্যাজিক ফিগার 112 টপকাতে পারেনি গেরুয়া শিবির ৷ তাদের ঝুলিতে ছিল 104টি আসন ৷ 78টি আসন ছিল কংগ্রেসের দখলে ৷ জনতা দল (সেকুলার)-র জিতেছিল 37টি আসনে ৷ একটি আসন পেয়েছিল মায়াবতীর BSP ৷ দুটি আসনে জিতেছিলেন নির্দল প্রার্থী ৷ এদের মধ্যে একজন পরে BJP-কে সমর্থন করেন ৷ যদিও বছর খানেকের মধ্য কাবেরী দিয়ে জল অনেকটাই বয়ে গেছে৷ এখন কংগ্রেসের দখলে 67 এবং জনতা দল (সেকুলার) 34টি আসন দখলে রাখতে পেরেছে ৷

এই সংক্রান্ত আরও খবর : 4 দিনের নাটক শেষে পতন 14 মাসের সরকারের, আস্থা হারিয়ে পদত্যাগ কুমারস্বামীর

আস্থা হারিয়ে ইয়েদুরাপ্পা শেষবার ইস্তফা দিয়েছিলেন গত বছরই ৷ সে বার তাঁর ভাষণ লাইভ দেখেছিল গোটা দেশ । গোটা রাজ্য কন্নড়ে শুনছিল তাঁর আবেগবিহ্বল বক্তৃতা । সে বার বলেছিলেন, সংখ্যার সামান্য ঘাটতিতে স্বপ্নভঙ্গ হলেও লড়াই চালিয়ে যাওয়ার কথা । দলীয় নেতৃত্বের প্রতি বার্তা ছিল, ভরসা রাখুন, এই পরাজয়ের শোধ তুলব 2019-এ । এ বার নতুন করে সুযোগ তাঁর সামনে ৷

এই সংক্রান্ত আরও খবর : কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ বি এস ইয়েদুরাপ্পার

বেঙ্গালুরু, 28 জুলাই : ‘কিং মেকার’ নন, হতে চেয়েছিলেন ‘কিং’। ক্ষণিকের জন্য হয়েও ছিলেন । দুর্ভাগ্য, সেই ‘কিং’-এর মাথার মুকুটটি হয়ে গেছিল কাঁটার । এদিকে, আস্থা ভোটে হেরে ‘কিং’ এইচ ডি কুমারস্বামী মুকুট খুলে ফেলতে বাধ্য হয়েছেন । কিন্তু, নাটক চলছেই কর্নাটকে । আজ 14 জন বিক্ষুব্ধ বিধায়কের সদস্যপদ খারিজ করলেন অধ্যক্ষ কে আর রমেশ কুমার ৷ যার মোদ্দা কথা, সোমবার আস্থাভোটের আগে সুবিধাজনক অবস্থায় BJP ৷

প্রায় তিন সপ্তাহ চলা নাটকে পরদা পড়েছিল আস্থাভোটে কুমারস্বামীর হারের পর । লক্ষ্যপূরণ করে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন বি এস ইয়েদুরাপ্পা । সংখ্যাগরিষ্ঠ দল হওয়ায় মুখ্যমন্ত্রী পদে শপথ তিনি । এবার তাঁর শক্তি পরীক্ষার প্রশ্ন । তার আগেই আজ 14 জন বিক্ষুব্ধ বিধায়কের সদস্যপদ খারিজ করলেন অধ্যক্ষ । এর আগে, গত বৃহস্পতিবার, 3 জন বিধায়কের সদস্যপদ খারিজ হয়েছিল । এই নিয়ে মোট 17 বিধায়কের সদস্যপদ খারিজ হয়ে গেল । ফলে, কর্নাটক বিধানসভায় এখন ম্যাজিক ফিগার হয়ে দাঁড়াল 105, মোট আসন দাঁড়াল 208 । আজ কংগ্রেসের 11 জন ও JD(S)-র 3 জন বিধায়কের সদস্যপদ খারিজ করা হয় । আগামী বিধানসভা ভোট পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে । সিদ্ধান্ত ঘোষণার পর অধ্যক্ষ রমেশ কুমারের মন্তব্য, "বিধায়করা আর বিধান সৌধে ঢুকতে পারবেন না । উপনির্বাচনেও অংশ নিতে পারবেন না ।"

এই সংক্রান্ত আরও খবর : আগামীকাল দুপুরে প্রমাণ করতে হবে সংখ্যাগরিষ্ঠতা, কুমারস্বামীকে চিঠি রাজ্যপালের

2018 সালে কর্নাটকে বিধানসভা নির্বাচন হয় ৷ 224 আসনের মধ্যে দুটি আসনে ভোট স্থগিত ছিল ৷ সংখ্যাগরিষ্ঠতা পেলেও ম্যাজিক ফিগার 112 টপকাতে পারেনি গেরুয়া শিবির ৷ তাদের ঝুলিতে ছিল 104টি আসন ৷ 78টি আসন ছিল কংগ্রেসের দখলে ৷ জনতা দল (সেকুলার)-র জিতেছিল 37টি আসনে ৷ একটি আসন পেয়েছিল মায়াবতীর BSP ৷ দুটি আসনে জিতেছিলেন নির্দল প্রার্থী ৷ এদের মধ্যে একজন পরে BJP-কে সমর্থন করেন ৷ যদিও বছর খানেকের মধ্য কাবেরী দিয়ে জল অনেকটাই বয়ে গেছে৷ এখন কংগ্রেসের দখলে 67 এবং জনতা দল (সেকুলার) 34টি আসন দখলে রাখতে পেরেছে ৷

এই সংক্রান্ত আরও খবর : 4 দিনের নাটক শেষে পতন 14 মাসের সরকারের, আস্থা হারিয়ে পদত্যাগ কুমারস্বামীর

আস্থা হারিয়ে ইয়েদুরাপ্পা শেষবার ইস্তফা দিয়েছিলেন গত বছরই ৷ সে বার তাঁর ভাষণ লাইভ দেখেছিল গোটা দেশ । গোটা রাজ্য কন্নড়ে শুনছিল তাঁর আবেগবিহ্বল বক্তৃতা । সে বার বলেছিলেন, সংখ্যার সামান্য ঘাটতিতে স্বপ্নভঙ্গ হলেও লড়াই চালিয়ে যাওয়ার কথা । দলীয় নেতৃত্বের প্রতি বার্তা ছিল, ভরসা রাখুন, এই পরাজয়ের শোধ তুলব 2019-এ । এ বার নতুন করে সুযোগ তাঁর সামনে ৷

এই সংক্রান্ত আরও খবর : কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ বি এস ইয়েদুরাপ্পার

Lucknow (Uttar Pradesh), Jul 28 (ANI): Union Home Minister Amit Shah arrived at Lucknow Airport. He is in the city to attend 2nd ground breaking ceremony of 'UP Investors Summit'. He will also address the inaugural session of summit.

Last Updated : Jul 28, 2019, 9:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.