ETV Bharat / bharat

ভিনরাজ্যের শ্রমিকদের কোরোনা সুরক্ষিত ট্রেনে বাড়ি ফেরান, প্রধানমন্ত্রীকে চিঠিতে প্রস্তাব অধীরের - অধীররঞ্জন চৌধুরি

সরকারের তরফে সবরকম সাহায্য করা হলেও আশ্বস্ত হতে পারছেন না শ্রমিকরা । তাই তাঁদের বাড়ির ফেরার ব্যবস্থা করার জন্য পরামর্শ দিয়ে গতকাল নরেন্দ্র মোদিকে চিঠি দেন অধীর চৌধুরি ।

Adhir Ranjan Choudhury
অধীররঞ্জন চৌধুরি
author img

By

Published : Apr 11, 2020, 11:33 AM IST

দিল্লি, 11 এপ্রিল : ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি । চিঠিতে তিনি শ্রমিকদের কোরোনা সুরক্ষিত ট্রেনগুলিতে ফেরার ব্যবস্থা করার কথা লেখেন ।

লকডাউনের জেরে বিভিন্ন রাজ্যে বহু শ্রমিক আটকে পড়েছেন । থাকা-খাওয়া-সহ বিভিন্ন বিষয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন । সরকারের তরফে সবরকম সাহায্য করা হলেও আশ্বস্ত হতে পারছেন না শ্রমিকরা । বাড়ি ফিরতে সুদূর থেকে হাঁটা দিচ্ছেন । দু-একজন শ্রমিকের এর ফলে মৃত্যুও হয়েছে মাঝপথে । কেউ আবার অসুস্থ হয়ে পড়েছেন । এই সামগ্রিক বিষয়কে মাথায় রেখেই গতকাল নরেন্দ্র মোদিকে চিঠি দেন অধীর চৌধুরি ।

চিঠিতে তিনি লেখেন, "আমি আপনার নজরে কিছু বিষয় আনতে চাই । যদিও আমার বিশ্বাস, দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা ভিনরাজ্যে শ্রমিকদের পরিস্থিতি সম্পর্কে আমার থেকে বেশি ভালো করে আপনি জানেন । তাঁরা থাকা-খাওয়া, কাপড়, স্বাস্থ্য-সহ একাধিক বিষয় নিয়ে যে অনিশ্চয়তায় রয়েছেন তা আপনার জানা । "

Adhir write letter to PM
প্রধানমন্ত্রীকে লেখা চিঠির প্রথম অংশ

তিনি চিঠিতে কেন্দ্রকে শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করার জন্য পরামর্শ দেন । লেখেন, "আটকে থাকা শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করুন । অথবা তাঁদের কাছাকাছি এমন কোনও জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন যেখান থেকে তাঁরা নিজেদের সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের সাহায্যে বাড়ি ফিরতে পারবেন । আর এই কাজে কি দয়া করে আমরা কোভিড সুরক্ষিত ট্রেনগুলি ব্যবহার করতে পারি ?"

ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্যও চিঠিতে উদ্বেগ ও চিন্তা প্রকাশ করেন তিনি । অধীর লেখেন, "আগামী 6 মাসের জন্য সমস্ত MSME সেক্টরের বৈদ্যুতিক বিলের অর্ধেক ছাড় দেওয়া উচিত । পাশাপাশি এই সেক্টরগুলির চাকরি সুরক্ষামূলক কিছু ইনসেনটিভ দেওয়ার বিষয়টি সরকারের ভাবা উচিত । "

দিল্লি, 11 এপ্রিল : ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি । চিঠিতে তিনি শ্রমিকদের কোরোনা সুরক্ষিত ট্রেনগুলিতে ফেরার ব্যবস্থা করার কথা লেখেন ।

লকডাউনের জেরে বিভিন্ন রাজ্যে বহু শ্রমিক আটকে পড়েছেন । থাকা-খাওয়া-সহ বিভিন্ন বিষয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন । সরকারের তরফে সবরকম সাহায্য করা হলেও আশ্বস্ত হতে পারছেন না শ্রমিকরা । বাড়ি ফিরতে সুদূর থেকে হাঁটা দিচ্ছেন । দু-একজন শ্রমিকের এর ফলে মৃত্যুও হয়েছে মাঝপথে । কেউ আবার অসুস্থ হয়ে পড়েছেন । এই সামগ্রিক বিষয়কে মাথায় রেখেই গতকাল নরেন্দ্র মোদিকে চিঠি দেন অধীর চৌধুরি ।

চিঠিতে তিনি লেখেন, "আমি আপনার নজরে কিছু বিষয় আনতে চাই । যদিও আমার বিশ্বাস, দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা ভিনরাজ্যে শ্রমিকদের পরিস্থিতি সম্পর্কে আমার থেকে বেশি ভালো করে আপনি জানেন । তাঁরা থাকা-খাওয়া, কাপড়, স্বাস্থ্য-সহ একাধিক বিষয় নিয়ে যে অনিশ্চয়তায় রয়েছেন তা আপনার জানা । "

Adhir write letter to PM
প্রধানমন্ত্রীকে লেখা চিঠির প্রথম অংশ

তিনি চিঠিতে কেন্দ্রকে শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করার জন্য পরামর্শ দেন । লেখেন, "আটকে থাকা শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করুন । অথবা তাঁদের কাছাকাছি এমন কোনও জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন যেখান থেকে তাঁরা নিজেদের সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের সাহায্যে বাড়ি ফিরতে পারবেন । আর এই কাজে কি দয়া করে আমরা কোভিড সুরক্ষিত ট্রেনগুলি ব্যবহার করতে পারি ?"

ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্যও চিঠিতে উদ্বেগ ও চিন্তা প্রকাশ করেন তিনি । অধীর লেখেন, "আগামী 6 মাসের জন্য সমস্ত MSME সেক্টরের বৈদ্যুতিক বিলের অর্ধেক ছাড় দেওয়া উচিত । পাশাপাশি এই সেক্টরগুলির চাকরি সুরক্ষামূলক কিছু ইনসেনটিভ দেওয়ার বিষয়টি সরকারের ভাবা উচিত । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.