ETV Bharat / bharat

উত্তরাখণ্ডে খাদে পড়ল স্কুলভ্যান, মৃত 9 পড়ুয়া

author img

By

Published : Aug 6, 2019, 10:50 AM IST

উত্তরাখণ্ডে দুটি পৃথক পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল 14 জনের ৷ প্রথম দুর্ঘটনাটি টিহরি জেলার মদন নেগি ও জলবাল গ্রামগামী সড়কের ৷ এতে এখনও পর্যন্ত 9 পড়ুয়া প্রাণ হারিয়েছে ৷

খাদে পড়েছে স্কুলভ্যান

দেরাদুন, 6 অগাস্ট : উত্তরাখণ্ডে দুটি পৃথক পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল কমপক্ষে 14 জনের ৷ এদের মধ্যে রয়েছে 9 জন স্কুল পড়ুয়া ৷ প্রথম দুর্ঘটনাটি টিহরি জেলার ৷ এই দুর্ঘটনায় একটি স্কুলভ্যান খাদে পড়ে যায় ৷ দ্বিতীয় দুর্ঘটনাটি বদ্রীনাথ হাইওয়ের ৷

টিহরি জেলার মদন নেগি ও জলবাল গ্রামগামী সড়কের মাঝে একটি স্কুলভ্যান খাদে পড়ে যায় ৷ ওই ভ্যানে 20 জন ছিল ৷ তাদের মধ্যে কমপক্ষে ন'জন মারা যায় ৷ খবর পেয়ে ওই এলাকায় পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ ঘটনাস্থানেই কয়েকজন মারা গেছিল ৷ তাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ বাকিদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ কীভাবে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

অন্যদিকে, বদ্রীনাথ হাইওয়েতে একটি যাত্রীবাহী বাসে বড় পাথরের চাঁই পড়ে ৷ যার জেরে বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হন ৷ এদের মধ্যে পাঁচজন মারা যান ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

দেরাদুন, 6 অগাস্ট : উত্তরাখণ্ডে দুটি পৃথক পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল কমপক্ষে 14 জনের ৷ এদের মধ্যে রয়েছে 9 জন স্কুল পড়ুয়া ৷ প্রথম দুর্ঘটনাটি টিহরি জেলার ৷ এই দুর্ঘটনায় একটি স্কুলভ্যান খাদে পড়ে যায় ৷ দ্বিতীয় দুর্ঘটনাটি বদ্রীনাথ হাইওয়ের ৷

টিহরি জেলার মদন নেগি ও জলবাল গ্রামগামী সড়কের মাঝে একটি স্কুলভ্যান খাদে পড়ে যায় ৷ ওই ভ্যানে 20 জন ছিল ৷ তাদের মধ্যে কমপক্ষে ন'জন মারা যায় ৷ খবর পেয়ে ওই এলাকায় পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ ঘটনাস্থানেই কয়েকজন মারা গেছিল ৷ তাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ বাকিদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ কীভাবে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

অন্যদিকে, বদ্রীনাথ হাইওয়েতে একটি যাত্রীবাহী বাসে বড় পাথরের চাঁই পড়ে ৷ যার জেরে বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হন ৷ এদের মধ্যে পাঁচজন মারা যান ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

New Delhi, July 21 (ANI): Former Delhi chief minister Sheila Dikhsit's last rites were performed at Nigambodh Ghat in Delhi with state honours. Hundreds of people turned up to pay homage to Sheila Dikshit. Seniors leader of different political parties were present at Dikshit's last rites. The three-time Delhi CM Sheila Dikshit passed away at the age of 81. She was the longest serving chief minister of Delhi. She also had a brief stint as Governor of Kerala in 2004.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.