ETV Bharat / bharat

গর্ভপাতের ঊর্ধ্বসীমা বাড়ানোয় সায় মন্ত্রিসভার - গর্ভপাত

20 সপ্তাহ থেকে বাড়িয়ে গর্ভপাতের নতুন ঊর্ধ্বসীমা 24 সপ্তাহ ৷ এই মর্মে নতুন বিল পেশ হতে চলেছে বাজেট অধিবেশনে ৷

abortion to be allowed at 24 weeks
ছবিটি প্রতীকী
author img

By

Published : Jan 29, 2020, 5:05 PM IST

দিল্লি, 29 জানুয়ারি : গর্ভাবস্থার 24 সপ্তাহ পর্যন্ত গর্ভপাত করায় সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷ মন্ত্রিসভার তরফে এই নতুন বিল পেশ হওয়ার কথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর ৷ আগে গর্ভপাতের এই ঊর্ধ্বসীমা ছিল 20 সপ্তাহ পর্যন্ত ৷ প্রজনন সংক্রান্ত বিষয়ে নারীদের অধিকারকে মর্যাদা দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে ৷

চার মাস আগেই 20 সপ্তাহের সময়সীমাকে আরও বাড়ানোর আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছিল ৷ আজ প্রকাশ জাওড়েকর জানান, "প্রথম পাঁচ মাসে মহিলাদের অনেকেই এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না ৷ ফলে তাঁদের অনেককেই আদালত পর্যন্ত যেতে হয় ৷ এরকম একাধিক ঘটনা নথিভুক্ত হয়েছে ৷" পাশাপাশি শিশুর জন্মদান সংক্রান্ত বিষয়ে নারীদের অধিকারকে মর্যাদা দিতে এই বিল পেশ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে বলেই মনে করছেন প্রকাশ জাওড়েকর ৷

গত বছরের সেপ্টেম্বরেই গর্ভপাতের অন্তিম সীমা 20 সপ্তাহ থেকে আরও বাড়ানোর জন্য আদালতে একটি আবেদন জমা পড়েছিল ৷ এরপর আজ মন্ত্রিসভার তরফে এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নারী অধিকার কর্মীদের একাংশ ৷

দিল্লি, 29 জানুয়ারি : গর্ভাবস্থার 24 সপ্তাহ পর্যন্ত গর্ভপাত করায় সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷ মন্ত্রিসভার তরফে এই নতুন বিল পেশ হওয়ার কথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর ৷ আগে গর্ভপাতের এই ঊর্ধ্বসীমা ছিল 20 সপ্তাহ পর্যন্ত ৷ প্রজনন সংক্রান্ত বিষয়ে নারীদের অধিকারকে মর্যাদা দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে ৷

চার মাস আগেই 20 সপ্তাহের সময়সীমাকে আরও বাড়ানোর আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছিল ৷ আজ প্রকাশ জাওড়েকর জানান, "প্রথম পাঁচ মাসে মহিলাদের অনেকেই এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না ৷ ফলে তাঁদের অনেককেই আদালত পর্যন্ত যেতে হয় ৷ এরকম একাধিক ঘটনা নথিভুক্ত হয়েছে ৷" পাশাপাশি শিশুর জন্মদান সংক্রান্ত বিষয়ে নারীদের অধিকারকে মর্যাদা দিতে এই বিল পেশ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে বলেই মনে করছেন প্রকাশ জাওড়েকর ৷

গত বছরের সেপ্টেম্বরেই গর্ভপাতের অন্তিম সীমা 20 সপ্তাহ থেকে আরও বাড়ানোর জন্য আদালতে একটি আবেদন জমা পড়েছিল ৷ এরপর আজ মন্ত্রিসভার তরফে এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নারী অধিকার কর্মীদের একাংশ ৷

Thiruvananthapuram (Kerala), Jan 29 (ANI): Kerala Assembly began with chaos on January 29. Kerala Governor Arif Mohammad Khan read para 18 that is against Citizenship Amendment Act (CAA). He also said that he disagrees with it but to only honor Chief Minister of Kerala, Pinarayi Vijayan's wish, he is reading the paragraph. Arif Mohammad Khan said, "I am going to read this para (against CAA) because honourable Chief Minister wants me to read this, although I hold the view this doesn't come under policy or programme. Chief Minister has said this is the view of government, and I disagree but to honor his wish, I'm going to read this para."

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.