ETV Bharat / bharat

বীরচক্র পাচ্ছেন অভিনন্দন বর্তমান - vir chakra

বীরচক্র পাচ্ছেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান । আগামীকাল তাঁকে এই সম্মানে ভূষিত করা হবে ।

অভিনন্দন বর্তমান
author img

By

Published : Aug 14, 2019, 11:01 AM IST

Updated : Aug 14, 2019, 12:19 PM IST

দিল্লি, 14 অগাস্ট : বীরচক্র পাচ্ছেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান । আগামীকাল তাঁকে এই সম্মানে ভূষিত করা হবে । এছাড়াও বায়ুসেনার স্কয়্যাড্রন লিডার মিন্তি আগরওয়াল পাচ্ছেন যুদ্ধসেবা মেডেল ।

পুলওয়ামায় জঙ্গি হামলার পর 26 ফেব্রুয়ারি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বালাকোটে ভারতীয় বায়ুসেনা অভিযান চালায় । পরেরদিন পাকিস্তান বিমান বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকে । পাকিস্তানের যুদ্ধ বিমানগুলিকে তাড়া করে ভারতীয় বায়ুসেনার বিমান । পাকিস্তানের একটি এফ -16 বিমানকে তাড়া করতে করতে নিয়ন্ত্রণ রেখার ওপারে ঢুকে পড়ে ভারতীয় বায়ুসেনার একটি মিগ -21 বাইসন । সেই বিমানটি ছিল উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের হাতে । R-73 মিজ়াইলের সাহায্যে এফ -16 বিমানকে ধ্বংস করে দেন অভিনন্দন । তবে অভিনন্দনের বিমানও পাকিস্তানের ছোড়া AMRAAM মিজ়াইলে ধ্বংস হয়ে যায় । প্রাণে বেঁচে গেলেও এরপর তঁকে বন্দী করে পাকিস্তান সেনা । তিনদিন পর 1 মার্চ ভারতে ফেরেন তিনি ।

ভারতের কূটনৈতিক চাপে অভিনন্দনকে ফেরায় পাকিস্তান । সফলভাবে এফ-16 ধ্বংস করে ও পাকিস্তানের মাটিতে বন্দী হয়েও বীরত্বের পরিচয় দেওয়ার জন্য বীরচক্রে ভূষিত করা হচ্ছে অভিনন্দনকে । যুদ্ধকালীন পরিস্থিতিতে বীরত্বের জন্য পাওয়া তৃতীয় সর্বোচ্চ সম্মান হল বীরচক্র ৷ আর মহাবীর চক্র দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ৷ পরমবীর চক্র হল যুদ্ধকালীন পরিস্থিতিতে বীরত্বের জন্য পাওয়া সর্বোচ্চ সম্মান ।

জম্মু ও কাশ্মীরে একটি অভিযানে দুর্দান্ত ভূমিকার জন্য কীর্তিচক্রে (মরণোত্তর) ভূষিত করা হবে প্রকাশ যাদবকে । তিনি রাষ্টীয় রাইফেলসে ছিলেন । অন্যদিকে আগামীকাল আটজন জওয়ান শৌর্যচক্র সম্মান পাবেন । তাঁদের মধ্যে পাঁচজন মরণোত্তর সম্মান পাচ্ছেন ।

দিল্লি, 14 অগাস্ট : বীরচক্র পাচ্ছেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান । আগামীকাল তাঁকে এই সম্মানে ভূষিত করা হবে । এছাড়াও বায়ুসেনার স্কয়্যাড্রন লিডার মিন্তি আগরওয়াল পাচ্ছেন যুদ্ধসেবা মেডেল ।

পুলওয়ামায় জঙ্গি হামলার পর 26 ফেব্রুয়ারি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বালাকোটে ভারতীয় বায়ুসেনা অভিযান চালায় । পরেরদিন পাকিস্তান বিমান বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকে । পাকিস্তানের যুদ্ধ বিমানগুলিকে তাড়া করে ভারতীয় বায়ুসেনার বিমান । পাকিস্তানের একটি এফ -16 বিমানকে তাড়া করতে করতে নিয়ন্ত্রণ রেখার ওপারে ঢুকে পড়ে ভারতীয় বায়ুসেনার একটি মিগ -21 বাইসন । সেই বিমানটি ছিল উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের হাতে । R-73 মিজ়াইলের সাহায্যে এফ -16 বিমানকে ধ্বংস করে দেন অভিনন্দন । তবে অভিনন্দনের বিমানও পাকিস্তানের ছোড়া AMRAAM মিজ়াইলে ধ্বংস হয়ে যায় । প্রাণে বেঁচে গেলেও এরপর তঁকে বন্দী করে পাকিস্তান সেনা । তিনদিন পর 1 মার্চ ভারতে ফেরেন তিনি ।

ভারতের কূটনৈতিক চাপে অভিনন্দনকে ফেরায় পাকিস্তান । সফলভাবে এফ-16 ধ্বংস করে ও পাকিস্তানের মাটিতে বন্দী হয়েও বীরত্বের পরিচয় দেওয়ার জন্য বীরচক্রে ভূষিত করা হচ্ছে অভিনন্দনকে । যুদ্ধকালীন পরিস্থিতিতে বীরত্বের জন্য পাওয়া তৃতীয় সর্বোচ্চ সম্মান হল বীরচক্র ৷ আর মহাবীর চক্র দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ৷ পরমবীর চক্র হল যুদ্ধকালীন পরিস্থিতিতে বীরত্বের জন্য পাওয়া সর্বোচ্চ সম্মান ।

জম্মু ও কাশ্মীরে একটি অভিযানে দুর্দান্ত ভূমিকার জন্য কীর্তিচক্রে (মরণোত্তর) ভূষিত করা হবে প্রকাশ যাদবকে । তিনি রাষ্টীয় রাইফেলসে ছিলেন । অন্যদিকে আগামীকাল আটজন জওয়ান শৌর্যচক্র সম্মান পাবেন । তাঁদের মধ্যে পাঁচজন মরণোত্তর সম্মান পাচ্ছেন ।

Belgaum (Karnataka), Aug 12 (ANI): A crocodile was spotted in flood-affected residential area in Karnataka's Belgaum on August 12. Animal landed on the top of a house in flood-affected Raybag taluk of Belgaum. Several crocodiles have been rescued from various states during flood. Various teams have been deployed in all flood affected areas to rescue animals stranded in flood.
Last Updated : Aug 14, 2019, 12:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.