ETV Bharat / bharat

বাবা লড়েছিলেন কার্গিলে, অভিনন্দনের তিন প্রজন্ম দেশসেবায় - Imran Khan

দেশের সেবায় নিয়োজিত অভিনন্দন বর্তমানের পরিবার

অভিনন্দন বর্তমান
author img

By

Published : Mar 1, 2019, 7:04 AM IST

দিল্লি, ১ মার্চ : দাদু দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশের জন্য লড়েছিলেন। বাবা ছিলেন এয়ার মার্শাল। আর তিনি নিজেও ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার। তিন প্রজন্ম ধরে এভাবেই দেশের সেবায় নিয়োজিত অভিনন্দন বর্তমানের পরিবার।

২০০৪ সালে ভারতীয় বায়ুসেনায় কমিশনড হন অভিনন্দন। প্রথমে সুখোই-৩০ যুদ্ধবিমানের পাইলট ছিলেন। পরে MiG-২১ বিমান চালাতে শুরু করেন। ছোটোবেলা থেকেই অভিনন্দন ডাকাবুকো। যে পরিবারের তিন প্রজন্ম দেশের বায়ুসেনায় রয়েছে, সেই পরিবারের সন্তানের রক্তে যে সাহস নামক বস্তুটির অভাব হবে না, তা বলাইবাহুল্য। ২০১১ সালে সর্বভারতীয় সংবাদমাধ্যমের একটি ইন্টারভিউতে সেই সাহসের প্রমাণও পাওয়া যায়। ইন্টারভিউতে সঞ্চালক অভিনন্দনকে প্রশ্ন করেন, সুখোই-৩০ বিমানের পাইলট হতে গেলে কী কী চারিত্রিক বৈশিষ্ট্য থাকা আবশ্যিক? তৎকালীন ফ্লাইট লেফটেন্যান্ট অভিনন্দনের সপাট জবাব ছিল, "ব্যাড অ্যাটিটিউড"

উল্লেখ্য, অভিনন্দনের বাবা তথা অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল সিম্হাকুট্টি কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিলেন। ২০১৪ সালে তিনি অবসর নেন। ছেলের খবর সামনে আসার পর তিনি বলেন, "অভি জীবিত। জখম নয়। দেখুন কীভাবে সাহসের সঙ্গে কথা বলছে! সত্যিকারের সৈনিকের মতো। আমরা অত্যন্ত গর্বিত।"

উল্লেখ্য, গত মঙ্গলবার ভোররাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের বালাকোটে জইশের তিনটি ট্রেনিং ক্যাম্পে অভিযান চালিয়েছিল ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান। সেই অভিযানে জইশের প্রথম সারির একাধিক জঙ্গি নেতা সহ প্রায় ৩০০ জঙ্গির মৃত্যু হয়েছে বলে ভারতের দাবি। তারপর বুধবারই ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানি বায়ুসেনার একটি F-১৬ যুদ্ধবিমান। সেটিকে পালটা তাড়া করে ভারতীয় বায়ুসেনার কয়েকটি বিমান। সেগুলির মধ্যে একটি MiG-২১ বাইসন বিমান চালাচ্ছিলেন অভিনন্দন। তিনি পাকিস্তানি বায়ুসেনার একটি F-১৬ বিমানকে ঘায়েল করেন। কিন্তু পাকিস্তানের বিমানের পালটা মিজ়াইল হানায় অভিনন্দনের বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অভিনন্দন বিমান থেকে প্যারাসুটে ঝাঁপ দেন। কিন্তু, হাওয়ার গতি বিপরীতমুখী থাকায় তিনি ভারতের দিকে না গিয়ে পাক অধিকৃত কাশ্মীরের ল্যান্ড করেন। সেখানে পাকিস্তানের সেনা তাঁকে নিজেদের হেপাজতে নেয়। অভিনন্দনের রক্তাক্ত মুখের একটি ভিডিয়ো পাক সেনার তরফে প্রকাশ করার পর পাকিস্তানের বিরুদ্ধে জেনেভা কনভেনশন চুক্তিভঙ্গের অভিযোগ তোলে ভারত। অবশ্য গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা করেন, অভিনন্দনকে আজ ছেড়ে দেওয়া হবে।

undefined

দিল্লি, ১ মার্চ : দাদু দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশের জন্য লড়েছিলেন। বাবা ছিলেন এয়ার মার্শাল। আর তিনি নিজেও ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার। তিন প্রজন্ম ধরে এভাবেই দেশের সেবায় নিয়োজিত অভিনন্দন বর্তমানের পরিবার।

২০০৪ সালে ভারতীয় বায়ুসেনায় কমিশনড হন অভিনন্দন। প্রথমে সুখোই-৩০ যুদ্ধবিমানের পাইলট ছিলেন। পরে MiG-২১ বিমান চালাতে শুরু করেন। ছোটোবেলা থেকেই অভিনন্দন ডাকাবুকো। যে পরিবারের তিন প্রজন্ম দেশের বায়ুসেনায় রয়েছে, সেই পরিবারের সন্তানের রক্তে যে সাহস নামক বস্তুটির অভাব হবে না, তা বলাইবাহুল্য। ২০১১ সালে সর্বভারতীয় সংবাদমাধ্যমের একটি ইন্টারভিউতে সেই সাহসের প্রমাণও পাওয়া যায়। ইন্টারভিউতে সঞ্চালক অভিনন্দনকে প্রশ্ন করেন, সুখোই-৩০ বিমানের পাইলট হতে গেলে কী কী চারিত্রিক বৈশিষ্ট্য থাকা আবশ্যিক? তৎকালীন ফ্লাইট লেফটেন্যান্ট অভিনন্দনের সপাট জবাব ছিল, "ব্যাড অ্যাটিটিউড"

উল্লেখ্য, অভিনন্দনের বাবা তথা অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল সিম্হাকুট্টি কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিলেন। ২০১৪ সালে তিনি অবসর নেন। ছেলের খবর সামনে আসার পর তিনি বলেন, "অভি জীবিত। জখম নয়। দেখুন কীভাবে সাহসের সঙ্গে কথা বলছে! সত্যিকারের সৈনিকের মতো। আমরা অত্যন্ত গর্বিত।"

উল্লেখ্য, গত মঙ্গলবার ভোররাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের বালাকোটে জইশের তিনটি ট্রেনিং ক্যাম্পে অভিযান চালিয়েছিল ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান। সেই অভিযানে জইশের প্রথম সারির একাধিক জঙ্গি নেতা সহ প্রায় ৩০০ জঙ্গির মৃত্যু হয়েছে বলে ভারতের দাবি। তারপর বুধবারই ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানি বায়ুসেনার একটি F-১৬ যুদ্ধবিমান। সেটিকে পালটা তাড়া করে ভারতীয় বায়ুসেনার কয়েকটি বিমান। সেগুলির মধ্যে একটি MiG-২১ বাইসন বিমান চালাচ্ছিলেন অভিনন্দন। তিনি পাকিস্তানি বায়ুসেনার একটি F-১৬ বিমানকে ঘায়েল করেন। কিন্তু পাকিস্তানের বিমানের পালটা মিজ়াইল হানায় অভিনন্দনের বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অভিনন্দন বিমান থেকে প্যারাসুটে ঝাঁপ দেন। কিন্তু, হাওয়ার গতি বিপরীতমুখী থাকায় তিনি ভারতের দিকে না গিয়ে পাক অধিকৃত কাশ্মীরের ল্যান্ড করেন। সেখানে পাকিস্তানের সেনা তাঁকে নিজেদের হেপাজতে নেয়। অভিনন্দনের রক্তাক্ত মুখের একটি ভিডিয়ো পাক সেনার তরফে প্রকাশ করার পর পাকিস্তানের বিরুদ্ধে জেনেভা কনভেনশন চুক্তিভঙ্গের অভিযোগ তোলে ভারত। অবশ্য গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা করেন, অভিনন্দনকে আজ ছেড়ে দেওয়া হবে।

undefined
RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
POOL - AP CLIENTS ONLY
Washington DC - 27 February 2019
1. Wide view hearing
2. SOUNDBITE (English) Rep. Stephen Lynch, Democrat - Massachusetts:
"You want to talk about a low point? How about Mr. Papadopoulos, pled guilty. Mr. Manafort, convicted, pled guilty to two other charges. Mr. Gates pled guilty. Mr. Flynn pled guilty. Mr. Pinedo pled guilty.  Mr. van der Zwann one pled guilty. Mr. Kilimnik indicted for obstruction of justice and for two years, you want to talk about an agenda? My friends on the other side of the aisle refused to bring any of these people up before the committee. So today for the first day we have one witness who voluntarily is coming forward to testify. Your side ran away from the truth and we're trying to bring it to the American people."
3. SOUNDBITE (English) Rep. Paul Gosar, Republican - Arizona:
"I got to tell you you know America's watching you I've been getting texts right on and left saying how can anybody listen to this pathological person? He's got a problem. He doesn't know fact from fiction and that's what's sad here is that you didn't do this for Donald Trump, to protect Donald Trump. You did it for you."
4. Wide, close-up poster (English) "Liar, liar pants on fire"
5. SOUNDBITE (English) Rep. Paul Gosar, Republican - Arizona:
"That's important to you to look up here on and look at the old adage that our moms taught us. Liar liar pants on fire. No one should ever listen to you and give you credibility. It's sad."
6. SOUNDBITE (English) Rep. Virginia Foxx, Republican - North Carolina:
"It seems to me that there's not much that you won't lie about when you stand to gain from it. In fact, the prosecutors for the Southern District of New York noted that each of your crimes quote bare a common set of characteristics, which each involving deception and being motivated by your personal greed and ambition.  Is your appearance here today motivated by your desire to remain in the spotlight for your personal benefit?"
7. SOUNDIBTE (English) Michael Cohen, former Trump attorney:
"No, ma'am."
8. SOUNDBITE (English) Rep. Virginia Foxx, Republican - North Carolina:
"You have sought out ways to rehabilitate your image from tax evader, bank swindler, an all around liar to an honorable truthful man by appearing before cable news. I'm concerned you could be using your story and this Congressional platform for your personal benefit, such as a desire to make money from book deals."
9. SOUNDIBTE (English) Michael Cohen, former Trump attorney:
"The president has told something over 9,000 lies to date. Do I ask Mr. Davis or Mr. Monaco do I go on television in order to correct his mistakes? The answer is no. the answer is no. And I would like to know ...
(Rep. Elijah Cummings, Committee Chairman off camera:  The gentleman's time has expired. You may finish answering the question and then we're going to go to Mr. Connolly.)
All I wanted to say is I just find it interesting, sir, that between yourself and your (Republican) colleagues that not one question so far since I'm here has been asked about President Trump. That's actually why I thought I was coming today. Not to confess the mistakes that I've made. I've already done that and I'll do it again. Every time you ask me about taxes or mistakes. Yes, I made my mistakes I'll say it now again and I'm gonna pay the ultimate price. But I'm not here today and the American people don't care about my taxes. They want to know what it is that I know about Mr. Trump and not one question so far has been asked about Mr. Trump."
10. SOUNDBITE (English) Rep. Raja Krishnamoorthi, Democrat - Illinois:
"Is there any other wrongdoing or illegal act that you are aware of regarding Donald Trump that we haven't yet discussed today?"
9. SOUNDIBTE (English) Michael Cohen, former Trump attorney:
"Yes. And again those are part of the investigation that's currently being looked at by the Southern District of New York, sir."
10. Wide view of hearing
STORYLINE:
As President Donald Trump's former lawyer Michael Cohen testifies before the House Oversight and Reform Committee, Republicans have spent much of their time calling him a liar.
Arizona Rep. Paul Gosar and other Republicans say Cohen can't be trusted as he testifies against Trump because he pleaded guilty last year for lying to Congress.
Gosar put up a sign that read "Liar, Liar Pants on Fire" and called Cohen a "pathological liar."
Democrats shot back, with Massachusetts Rep. Stephen Lynch saying committee Republicans "aren't afraid you're going to lie. I think they're afraid you're going to tell the truth."
Cohen turned it to Trump, saying lying became "the norm" working for him.
He said "that's exactly what's happening right now in this country and what is happening in government."
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.