দিল্লি, ২ মার্চ : "অভিনন্দন বলতে আমরা স্বাগতম বুঝতাম তবে এখন থেকে শব্দটির মানে সম্পূর্ণ বদলে যাবে।" বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সকালে দিল্লিতে কেন্দ্রীয় আবাসন মন্ত্রকের একটি অনুষ্ঠানে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বলেন, "ভারত যা করে তা সারা বিশ্ব লক্ষ্য করে। ভারতীয়দের মধ্যে অভিধানের শব্দের মানে বদলে দেওয়ার শক্তি আছে।"
গতকাল অভিনন্দনকে দেশে স্বাগত জানাতে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট বার্তায় তিনি লেখেন, "স্বাগত উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। তোমার দৃষ্টান্তমূলক সাহসের জন্য দেশ গর্বিত। তুমি আমাদের সেনাবাহিনী ও ১৩০ কোটি ভারতবাসীর অনুপ্রেরণা। বন্দে মাতরম।"
গতকাল রাত ৯টা ২১ মনিটে দেশে ফেরেন উইং কমান্ডার অভিনন্দন। আড়াই দিন পর ওয়াঘা সীমান্ত দিয়ে তিনি ভারতে আসেন। ২৮ ফেব্রুয়ারি এক বিবৃতিতে তাঁকে ছাড়ার কথা ঘোষণা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার সকালে পাকিস্তানের F-16 বিমান ভারতের বায়ুসীমা লঙ্ঘন করে। তার উপযুক্ত জবাব দেয় ভারতও। পাকিস্তানের একটি যুদ্ধবিমানকে ধ্বংস করা হয়। এদিকে, অভিযান চলাকালীন ভারতের একটি বিমান নিখোঁজ হয়। বুধবার এক বিৃবতি জারি করে বিদেশমন্ত্রক বলে, "ভারতীয় বায়ুসেনার জখম অফিসারের প্রতি পাকিস্তানের ঘৃণ্য মনোভাবের প্রতিবাদ জানাচ্ছে ভারত। এটি আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা কনভেনশনের পরিপন্থী।" বিবৃতিতে আরও বলা হয়, "পাকিস্তানের প্রতি উপদেশ, তাদের হেপাজতে যেন ওই অফিসারের ক্ষতি না হয়। পাশাপাশি, ভারতের আশা, তাঁকে অক্ষত অবস্থায় তাড়াতাড়ি দেশে পাঠানো হবে।"