ETV Bharat / bharat

অভিজিতের এই নোবেল তাঁর হার্ডওয়ার্ক ও হার্ভার্ডের প্রতি শ্রদ্ধার্ঘ : রামচন্দ্র গুহ - Abhijit Banerjee’s Nobel Prize

অভিজিৎ ব্যানার্জির নোবেল প্রাপ্তিতে টুইট করলেন প্রখ্যাত ইতিহাসবিদ রামচন্দ্র গুহ ৷ টুইট বার্তায় লেখেন, অভিজিৎ ও এস্থার ডুফলো অর্থনীতিতে নোবেল পেয়েছে শুনে আমি আপ্লুত ৷

ছবি
author img

By

Published : Oct 14, 2019, 11:53 PM IST

দিল্লি, 14 অক্টোবর : অভিজিৎ ব্যানার্জির নোবেল প্রাপ্তিতে উচ্ছ্বসিত প্রখ্যাত ইতিহাসবিদ রামচন্দ্র গুহ ৷ আজ মোট চারটি টুইট করে অভিজিৎকে শুভেচ্ছা জানান মহাত্মা গান্ধির আত্মজীবনীর এই লেখক ৷

টুইট বার্তায় রামচন্দ্র গুহ লেখেন, "অভিজিৎ ব্যানার্জি ও এস্থার ডুফলো অর্থনীতিতে নোবেল পেয়েছে শুনে আমি আপ্লুত ৷ তাঁরা এই সম্মান পাওয়ার যোগ্য৷ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ছিল অভিজিৎ ৷"

অভিজিতের গান ও রান্নারও প্রশংসা করে টুইট করেন রামচন্দ্র গুহ ৷ লেখেন, "অভিজিৎ চমৎকার রাঁধে ৷ হিন্দুস্থানি শাস্ত্রীয় সংগীতের অনুরাগী৷ তার কাজ দেশের বহু তরুণ গবেষককে অনুপ্রাণিত করেছে ৷ এই নোবেলকে অভিজিতের কঠোর পরিশ্রম (হার্ডওয়ার্ক) ও হার্ভার্ডের প্রতি শ্রদ্ধা হিসেবে দেখা যেতে পারে৷ " উল্লেখ্য, অভিজিৎ ব্যানার্জি হার্ভার্ড থেকে Ph.D করেছেন ।

  • And finally, Abhijit Banerjee’s Nobel Prize can be viewed as a joint tribute to Harvard (where he took his Ph D) and to the hard work he has done since.

    — Ramachandra Guha (@Ram_Guha) October 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিজিতের বাবারও ভূয়সী প্রশংসা করেন রামচন্দ্র ৷ লেখেন,অভিজিতের বাবা দীপক ব্যানার্জি প্রেসিডেন্সি কলেজে অর্থনীতির শিক্ষক ছিলেন৷ ছাত্রমহলে তাঁর খ্যাতিও ছিল ৷ তাঁর মা নির্মলা ব্যানার্জি নারীবাদী অর্থনীতির পথিকৃৎ ছিলেন ৷

এই সংক্রান্ত আরও পড়ুন : ফের নোবেল বাঙালির হাতে, এবার অভিজিৎ ব্যানার্জি

অমর্ত্য সেনের পর দ্বিতীয় বাঙালি হিসেবে নোবেল পেলেন অভিজিৎ ব্যানার্জি ৷ বিশ্বজুড়ে দারিদ্র্য দূরীকরণ সংক্রান্ত কাজের জন্যই তাঁকে এই সম্মান দেওয়া হল ৷ একইসঙ্গে তাঁর স্ত্রী এস্থার ডুফলো ও মাইকেল ক্রেমারও এই পুরস্কার পেয়েছেন ৷

দিল্লি, 14 অক্টোবর : অভিজিৎ ব্যানার্জির নোবেল প্রাপ্তিতে উচ্ছ্বসিত প্রখ্যাত ইতিহাসবিদ রামচন্দ্র গুহ ৷ আজ মোট চারটি টুইট করে অভিজিৎকে শুভেচ্ছা জানান মহাত্মা গান্ধির আত্মজীবনীর এই লেখক ৷

টুইট বার্তায় রামচন্দ্র গুহ লেখেন, "অভিজিৎ ব্যানার্জি ও এস্থার ডুফলো অর্থনীতিতে নোবেল পেয়েছে শুনে আমি আপ্লুত ৷ তাঁরা এই সম্মান পাওয়ার যোগ্য৷ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ছিল অভিজিৎ ৷"

অভিজিতের গান ও রান্নারও প্রশংসা করে টুইট করেন রামচন্দ্র গুহ ৷ লেখেন, "অভিজিৎ চমৎকার রাঁধে ৷ হিন্দুস্থানি শাস্ত্রীয় সংগীতের অনুরাগী৷ তার কাজ দেশের বহু তরুণ গবেষককে অনুপ্রাণিত করেছে ৷ এই নোবেলকে অভিজিতের কঠোর পরিশ্রম (হার্ডওয়ার্ক) ও হার্ভার্ডের প্রতি শ্রদ্ধা হিসেবে দেখা যেতে পারে৷ " উল্লেখ্য, অভিজিৎ ব্যানার্জি হার্ভার্ড থেকে Ph.D করেছেন ।

  • And finally, Abhijit Banerjee’s Nobel Prize can be viewed as a joint tribute to Harvard (where he took his Ph D) and to the hard work he has done since.

    — Ramachandra Guha (@Ram_Guha) October 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিজিতের বাবারও ভূয়সী প্রশংসা করেন রামচন্দ্র ৷ লেখেন,অভিজিতের বাবা দীপক ব্যানার্জি প্রেসিডেন্সি কলেজে অর্থনীতির শিক্ষক ছিলেন৷ ছাত্রমহলে তাঁর খ্যাতিও ছিল ৷ তাঁর মা নির্মলা ব্যানার্জি নারীবাদী অর্থনীতির পথিকৃৎ ছিলেন ৷

এই সংক্রান্ত আরও পড়ুন : ফের নোবেল বাঙালির হাতে, এবার অভিজিৎ ব্যানার্জি

অমর্ত্য সেনের পর দ্বিতীয় বাঙালি হিসেবে নোবেল পেলেন অভিজিৎ ব্যানার্জি ৷ বিশ্বজুড়ে দারিদ্র্য দূরীকরণ সংক্রান্ত কাজের জন্যই তাঁকে এই সম্মান দেওয়া হল ৷ একইসঙ্গে তাঁর স্ত্রী এস্থার ডুফলো ও মাইকেল ক্রেমারও এই পুরস্কার পেয়েছেন ৷

Mumbai, Oct 14 (ANI): Union Minister of Defence Rajnath Singh addressed a public meeting in Mumbai. While addressing them, he talked about the status quo of India at International level. Rajnath Singh said, "World believes that India is no more a weak country. India isn't a country which will talk to anyone by standing on their knees, however powerful might the force be. India is today in the position to talk by standing on its feet and with all its might. Whole world is recognizing us. You must have seen the 'Howdy, Modi!' program. The head of every Indian was proudly elevated. "
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.