ETV Bharat / bharat

ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়ায় মর্মাহত অভিজিৎ - সমালোচনা নিয়ে মুখ খুলেলন স্বয়ং নোবেলজয়ী

সোশাল মিডিয়ায় একাধিক প্রশ্ন উঠছিল নোবেলজয়ীকে নিয়ে ৷ পরিস্থিতি যখন ক্রমেই জটিল হচ্ছিল, ঠিক তখনই ভারতে এসেই বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিজিৎ ৷ পাশাপাশি কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতি নিয়ে তিনি যে অসন্তুষ্ট সে কথা বুঝিয়ে দিতেও তিনি পিছপা হলেন না ৷

abhijit
author img

By

Published : Oct 19, 2019, 10:48 PM IST

দিল্লি , 19 অক্টোবর : বছর তিনেক আগে কেন্দ্রীয় সরকারের এক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি ৷ সময় যত এগিয়েছে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোদি তথা কেন্দ্রীয় সরকারের ব্যবধান তত বেড়েছে ৷ বিশ্ব থেকে দারিদ্র্য মুক্ত করার দিশা দেখিয়ে নোবেল পাওয়ার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের দিকে গেরুয়া আক্রমণ আরও সুতীব্র হয়েছে অতি সম্প্রতি ৷ এমনকী , অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত পরিচয় , ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী , BJP শাসিত রাজ্যের রাজ্যপাল এবং BJP নেতারা ৷ এবার ভারতে এসে সেই সমালোচনা নিয়ে মুখ খুলেলন স্বয়ং নোবেলজয়ী ৷ এই আলোচনায় যে তিনি মর্মাহত সেকথাও বলতে পিছপা হননি ৷

কেন বিনায়ক ? এই প্রশ্ন তুলে প্রথম বিতর্ক উস্কে দিয়েছিলেন মেঘলায়ের রাজ্যপাল তথাগত রায় ৷ তিনি মারাঠি না বাঙালি সেই প্রশ্নও তুলেছিলেন তথাগত ৷ এক পা এগিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল প্রশ্ন তুলেছিলেন নোবেলজয়ীয়ের কাজের ক্ষেত্র নিয়েও ৷ তাঁর মতবাদ নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েননি পীযূষ ৷ BJP নেতা রাহুল সিনহা, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৷ সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রশ্ন উঠছিল নোবেলজয়ীকে নিয়ে ৷ পরিস্থিতি যখন ক্রমেই জটিল হচ্ছিল ঠিক তখনই ভারতে এসেই বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিজিৎ ৷ পাশাপাশি কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতি নিয়ে তিনি যে অসন্তুষ্ট সে কথা বুঝিয়ে দিতেও তিনি পিছপা হলেন না ৷

  • দুটো মৌলিক প্রশ্ন :
    অভিজিৎ ব্যানার্জির জন্মস্থান কোথাও বলছে কলকাতা, কোথাও মহারাষ্ট্রের ধুলে l কোনটা ?
    ওঁর মা মারাঠী, বাবা বাঙালি, প্রয়াত দীপক ব্যানার্জি | মহারাষ্ট্রে নামের মাঝখানে পিতৃনাম বসাবার প্রথা আছে | তাহলে ওঁর নামের মাঝখানে ‘বিনায়ক’ কেন, ‘দীপক’ হওয়া উচিত ছিল !

    — Tathagata Roy (@tathagata2) October 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজই দিল্লিতে পা রাখেন সদ্য নোবেলজয়ী ৷ প্রথমেই যান দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ৷ শুধু পড়ুয়াদের সঙ্গে কথা বলা নয় খেলাতেও অংশ নেন তিনি ৷ এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন , " যেভাবে ব্যক্তিগত জীবন ও কাজের পরিধি নিয়ে প্রশ্ন উঠেছে তা সত্যিই দুর্ভাগ্যজনক ৷ "

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই নরেন্দ্র মোদি সরকারের আর্থিক নীতির কট্টর সমালোচক ৷ দেশের দারিদ্র্য নিয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের যুক্তি মানতে চায় না BJP সরকার ৷ কিন্তু এই দারিদ্র্যমুক্তির দিশা দেখিয়েই নোবেল পেয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷ স্বাভাবিকভাবেই অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে ৷ সন্দেহ নেই এই অস্বস্তি কাটাতে কিছুটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চলেছে ৷ এরই মধ্যে দলের কিছু শীর্ষনেতার মন্তব্য অস্বস্তি বাড়াচ্ছে ৷ এই প্রেক্ষিতে নোবেলজয়ীয়ের মন্তব্য সেই অস্বস্তি যে আরও তীব্র করল তাতে সন্দেহ নেই ৷

দিল্লি , 19 অক্টোবর : বছর তিনেক আগে কেন্দ্রীয় সরকারের এক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি ৷ সময় যত এগিয়েছে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোদি তথা কেন্দ্রীয় সরকারের ব্যবধান তত বেড়েছে ৷ বিশ্ব থেকে দারিদ্র্য মুক্ত করার দিশা দেখিয়ে নোবেল পাওয়ার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের দিকে গেরুয়া আক্রমণ আরও সুতীব্র হয়েছে অতি সম্প্রতি ৷ এমনকী , অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত পরিচয় , ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী , BJP শাসিত রাজ্যের রাজ্যপাল এবং BJP নেতারা ৷ এবার ভারতে এসে সেই সমালোচনা নিয়ে মুখ খুলেলন স্বয়ং নোবেলজয়ী ৷ এই আলোচনায় যে তিনি মর্মাহত সেকথাও বলতে পিছপা হননি ৷

কেন বিনায়ক ? এই প্রশ্ন তুলে প্রথম বিতর্ক উস্কে দিয়েছিলেন মেঘলায়ের রাজ্যপাল তথাগত রায় ৷ তিনি মারাঠি না বাঙালি সেই প্রশ্নও তুলেছিলেন তথাগত ৷ এক পা এগিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল প্রশ্ন তুলেছিলেন নোবেলজয়ীয়ের কাজের ক্ষেত্র নিয়েও ৷ তাঁর মতবাদ নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েননি পীযূষ ৷ BJP নেতা রাহুল সিনহা, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৷ সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রশ্ন উঠছিল নোবেলজয়ীকে নিয়ে ৷ পরিস্থিতি যখন ক্রমেই জটিল হচ্ছিল ঠিক তখনই ভারতে এসেই বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিজিৎ ৷ পাশাপাশি কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতি নিয়ে তিনি যে অসন্তুষ্ট সে কথা বুঝিয়ে দিতেও তিনি পিছপা হলেন না ৷

  • দুটো মৌলিক প্রশ্ন :
    অভিজিৎ ব্যানার্জির জন্মস্থান কোথাও বলছে কলকাতা, কোথাও মহারাষ্ট্রের ধুলে l কোনটা ?
    ওঁর মা মারাঠী, বাবা বাঙালি, প্রয়াত দীপক ব্যানার্জি | মহারাষ্ট্রে নামের মাঝখানে পিতৃনাম বসাবার প্রথা আছে | তাহলে ওঁর নামের মাঝখানে ‘বিনায়ক’ কেন, ‘দীপক’ হওয়া উচিত ছিল !

    — Tathagata Roy (@tathagata2) October 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজই দিল্লিতে পা রাখেন সদ্য নোবেলজয়ী ৷ প্রথমেই যান দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ৷ শুধু পড়ুয়াদের সঙ্গে কথা বলা নয় খেলাতেও অংশ নেন তিনি ৷ এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন , " যেভাবে ব্যক্তিগত জীবন ও কাজের পরিধি নিয়ে প্রশ্ন উঠেছে তা সত্যিই দুর্ভাগ্যজনক ৷ "

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই নরেন্দ্র মোদি সরকারের আর্থিক নীতির কট্টর সমালোচক ৷ দেশের দারিদ্র্য নিয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের যুক্তি মানতে চায় না BJP সরকার ৷ কিন্তু এই দারিদ্র্যমুক্তির দিশা দেখিয়েই নোবেল পেয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷ স্বাভাবিকভাবেই অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে ৷ সন্দেহ নেই এই অস্বস্তি কাটাতে কিছুটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চলেছে ৷ এরই মধ্যে দলের কিছু শীর্ষনেতার মন্তব্য অস্বস্তি বাড়াচ্ছে ৷ এই প্রেক্ষিতে নোবেলজয়ীয়ের মন্তব্য সেই অস্বস্তি যে আরও তীব্র করল তাতে সন্দেহ নেই ৷

Mumbai, Oct 19 (ANI): Punjab and Maharashtra Co-operative (PMC) Bank depositors held protest on October 19. The protest was held near the Reserve Bank of India (RBI) headquarters in Mumbai. Speaking to ANI, a protestor held RBI responsible for the bank scam. So far, three people have died amid the crisis that has hit the PMC Bank.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.